আন্তর্জাতিক বিষয়াবলী

726. ১২তম জি-২০ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?

  • ক. ৭-৮ জুলাই ২০১৭
  • খ. ৯-১০ জুলাই ২০১৭
  • গ. ৮-৯ জুলাই ২০১৭
  • ঘ. ৫-৬ জুলাই ২০১৭

উত্তরঃ ৭-৮ জুলাই ২০১৭

বিস্তারিত

727. ১২তম জি-২০ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?

  • ক. সাও পাওলো, ব্রাজিল
  • খ. হামবুর্গ, জার্মানি
  • গ. হাংঝু, চীন
  • ঘ. টোকিও, জাপান

উত্তরঃ হামবুর্গ, জার্মানি

বিস্তারিত

728. ২৮ ও ২৯তম আসিয়ান শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?

  • ক. ৮-১০ সেপ্টেম্বর ২০১৬
  • খ. ৬-৮ সেপ্টেম্বর ২০১৬
  • গ. ৫-৭ সেপ্টেম্বর ২০১৬
  • ঘ. ৭-৯ সেপ্টেম্বর ২০১৬

উত্তরঃ ৬-৮ সেপ্টেম্বর ২০১৬

বিস্তারিত

729. ২৮ ও ২৯তম আসিয়ান শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?

  • ক. বালি, ইন্দোনেশিয়া
  • খ. ম্যানিলা, ফিলিপাইন
  • গ. ভিয়েনতিয়েন, লাওস
  • ঘ. হ্যানয়, ভিয়েতনাম

উত্তরঃ ভিয়েনতিয়েন, লাওস

বিস্তারিত

730. ১৮তম ন্যাম শীর্ষ সম্মেলন কোন সালে অনুষ্ঠিত হবে?

  • ক. ২০১৯ সালে
  • খ. ২০২০ সালে
  • গ. ২০২২ সালে
  • ঘ. ২০১৮ সালে

উত্তরঃ ২০১৯ সালে

বিস্তারিত

731. ১৮তম ন্যাম শীর্ষ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে?

  • ক. দক্ষিণ আফ্রিকা
  • খ. আজারবাইজান
  • গ. ইরান
  • ঘ. আলজেরিয়া

উত্তরঃ আজারবাইজান

বিস্তারিত

732. কোন সালে, কোন দেশে বিশ্বের প্রথম 'বৈদ্যুতিক সড়ক' চালু হয়?

  • ক. ২০১৫ সালে, চীনে
  • খ. ২০১৬ সালে, যুক্তরাষ্ট্রে
  • গ. ২০১৬ সালে, সুইডেনে
  • ঘ. ২০১৬ সালে, জাপানে

উত্তরঃ ২০১৬ সালে, সুইডেনে

বিস্তারিত

733. বিশ্বের শীর্ষ কার্বন নিঃসরণকারী দেশ কোনটি?

  • ক. জার্মানি
  • খ. জাপান
  • গ. যুক্তরাষ্ট্র
  • ঘ. চীন

উত্তরঃ চীন

বিস্তারিত

734. 4G প্রথম কখন, কোথায় চালু হয়?

  • ক. ভারত
  • খ. যুক্তরাজ্য
  • গ. জাপান
  • ঘ. দক্ষিণ কোরিয়া

উত্তরঃ দক্ষিণ কোরিয়া

বিস্তারিত

735. কোন দেশের সর্বাধিক টাইম যোন রয়েছে?

  • ক. চীন
  • খ. যুক্তরাজ্য
  • গ. অস্ট্রেলিয়া
  • ঘ. ফ্রান্স

উত্তরঃ ফ্রান্স

বিস্তারিত

736. গ্রিনহাউস গ্যাস নিঃসরণে শীর্ষ দেশ কোনটি?

  • ক. ভারত
  • খ. রাশিয়া
  • গ. যুক্তরাষ্ট্র
  • ঘ. চীন

উত্তরঃ চীন

বিস্তারিত

737. মাথাপিছু গ্রিনহাউস গ্যাস নিঃসরণে শীর্ষ দেশ কোনটি?

  • ক. ভারত
  • খ. রাশিয়া
  • গ. চীন
  • ঘ. কাতার

উত্তরঃ কাতার

বিস্তারিত

738. স্মার্ট কার্ড-এর জনক কে?

  • ক. ভিনটন জি কার্ফ
  • খ. মার্টিন কুপার
  • গ. রোল্যান্ড মোরেনো
  • ঘ. জন লক

উত্তরঃ রোল্যান্ড মোরেনো

বিস্তারিত

740. মন্ট্রিল প্রটোকলের ৫ম সংশোধনী গৃহীত হয় কবে?

  • ক. ১৪ অক্টোবর ২০১৬
  • খ. ১৬ অক্টোবর ২০১৬
  • গ. ১০ অক্টোবর ২০১৬
  • ঘ. ১২ অক্টোবর ২০১৬

উত্তরঃ ১৪ অক্টোবর ২০১৬

বিস্তারিত

741. মন্ট্রিল প্রটোকলের ৫ম সংশোধনী কোথায় গৃহীত হয়?

  • ক. বেইজিং, চীন
  • খ. মন্ট্রিল, কানাডা
  • গ. কিগালি, রুয়ান্ডা
  • ঘ. লন্ডন, কানাডা

উত্তরঃ কিগালি, রুয়ান্ডা

বিস্তারিত

743. ২৭ অক্টোবর ২০১৬ কোন দেশ বিশ্ব বুদ্ধিবৃত্তিক সম্পদ সংস্থা (WIPO)-এর ১৮৯তম সদস্যপদ লাভ করে?

  • ক. তুরস্ক
  • খ. কিরিবাতি
  • গ. নাউরু
  • ঘ. কুক দ্বীপপুঞ্জ

উত্তরঃ কুক দ্বীপপুঞ্জ

বিস্তারিত

744. কমনওয়েলথ- এর বর্তমান (২০১৬) সদস্য দেশ কতটি?

  • ক. ৫৫টি
  • খ. ৫৪টি
  • গ. ৫২টি
  • ঘ. ৫০টি

উত্তরঃ ৫২টি

বিস্তারিত

745. ১৩ অক্টোবর ২০১৬ কোন দেশ কমনওয়েলথ-এর সদস্যপদ প্রত্যাহার করে?

  • ক. মালদ্বীপ
  • খ. পাকিস্তান
  • গ. কেনিয়া
  • ঘ. গাম্বিয়া

উত্তরঃ মালদ্বীপ

বিস্তারিত

747. নিচের কোন দেশ কমনওয়েলথ-এর সদস্যপদ প্রত্যাহার করেছে?

  • ক. জিম্বাবুয়ে ও গাম্বিয়া
  • খ. আয়ারল্যান্ড
  • গ. মালদ্বীপ
  • ঘ. ওপরের সবকয়টি

উত্তরঃ ওপরের সবকয়টি

বিস্তারিত

748. G-77-এর বর্তমান (২০১৬) সদস্য দেশ কতটি?

  • ক. ১৩৪টি
  • খ. ১৩৩টি
  • গ. ১৩০টি
  • ঘ. ১২৮টি

উত্তরঃ ১৩৪টি

বিস্তারিত

749. G-77-এর সর্বশেষ সদস্য দেশ কোনটি?

  • ক. ভুটান
  • খ. বেনিন
  • গ. বেলিজ
  • ঘ. দক্ষিণ সুদান

উত্তরঃ দক্ষিণ সুদান

বিস্তারিত

750. জাতিসংঘের নবম মহাসচিব কে?

  • ক. Vuk Jeremić
  • খ. António Guterres
  • গ. Srgjan Kerim
  • ঘ. Miroslav Lajčák

উত্তরঃ António Guterres

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects