আন্তর্জাতিক বিষয়াবলী
776. ২০১৭ সালে ২৫তম APEC শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
- ক. মেক্সিকো সিটি, মেক্সিকো
- খ. সান্তিয়াগো, চিলি
- গ. মস্কো, রাশিয়া
- ঘ. দা নং, ভিয়েতনাম
উত্তরঃ দা নং, ভিয়েতনাম
777. ২৩তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন বা COP-23 কবে অনুষ্ঠিত হয়?
- ক. ১০-২১ নভেম্বর ২০১৭
- খ. ১২-২৩ নভেম্বর ২০১৭
- গ. ৮-১৯ নভেম্বর ২০১৭
- ঘ. ৬-১৭ নভেম্বর ২০১৭
উত্তরঃ ৬-১৭ নভেম্বর ২০১৭
778. ২৩তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন বা COP-23 এর আয়োজক দেশ কোনটি?
- ক. জার্মানি
- খ. জাপান
- গ. চীন
- ঘ. ফিজি
উত্তরঃ জার্মানি
779. বৈশ্বিক উদ্যোক্তা সূচকে শীর্ষ দেশ কোনটি?
- ক. চীন
- খ. ভারত
- গ. রাশিয়া
- ঘ. যুক্তরাষ্ট্র
উত্তরঃ যুক্তরাষ্ট্র
780. বৈশ্বিক উদ্যোক্তা সূচকে সর্বনিম্ন দেশ কোনটি?
- ক. চাদ
- খ. মৌরতানিয়া
- গ. বুরন্ডি
- ঘ. সিয়েরা লিওন
উত্তরঃ চাদ
781. ২০১৬ সালের বৈশ্বিক উদ্যোক্তা সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
- ক. ১৩৩তম
- খ. ১২৫তম
- গ. ১৩০তম
- ঘ. ১১৫তম
উত্তরঃ ১৩৩তম
782. ২০১৬ সালের বৈশ্বিক অগ্রগতি সূচকে শীর্ষ দেশ কোনটি?
- ক. সুইজারল্যান্ড
- খ. সুইডেন
- গ. নরওয়ে
- ঘ. নিউজিল্যান্ড
উত্তরঃ নিউজিল্যান্ড
783. ২০১৬ সালের বৈশ্বিক অগ্রগতি সূচকে সর্বনিম্ন দেশ কোনটি?
- ক. সুদান
- খ. মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র
- গ. ইয়েমেন
- ঘ. আফগানিস্তান
উত্তরঃ ইয়েমেন
784. ২০১৬ সালের বৈশ্বিক অগ্রগতি সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
- ক. ১১৪তম
- খ. ১০৭তম
- গ. ৯২তম
- ঘ. ৮৭তম
উত্তরঃ ১১৪তম
785. ২০১৬ সালের বৈশ্বিক লিঙ্গ বৈষম্য রোধে শীর্ষ দেশ কোনটি?
- ক. সুইজারল্যান্ড
- খ. সুইডেন
- গ. ফিনল্যান্ড
- ঘ. আইসল্যান্ড
উত্তরঃ আইসল্যান্ড
786. ২০১৬ সালের বৈশ্বিক লিঙ্গ বৈষম্য রোধে সর্বনিম্ন দেশ কোনটি?
- ক. সৌদি আরব
- খ. সিরিয়া
- গ. ইয়েমেন
- ঘ. পাকিস্তান
উত্তরঃ ইয়েমেন
787. ২০১৬ সালের বৈশ্বিক লিঙ্গ বৈষম্য রোধে বাংলাদেশের অবস্থান কততম?
- ক. ১০৪তম
- খ. ৯২তম
- গ. ৮৭তম
- ঘ. ৭২তম
উত্তরঃ ৭২তম
788. বর্তমানে (২০১৬) বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত?
- ক. ১.৫%
- খ. ১.২৫%
- গ. ১.৩%
- ঘ. ১.২%
উত্তরঃ ১.২%
789. বর্তমানে (২০১৬) সর্বাধিক জন্মহারের দেশ কোনটি?
- ক. নাইজার
- খ. নাইজেরিয়া
- গ. কাতার
- ঘ. ওমান
উত্তরঃ ওমান
790. বর্তমানে (২০১৬) সবচেয়ে কম জন্মহারের দেশ কোনটি?
- ক. যুক্তরাষ্ট্র
- খ. জাপান
- গ. সিরিয়া
- ঘ. বুলগেরিয়া
উত্তরঃ সিরিয়া
791. কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো কবে মারা যান?
- ক. ২০ নভেম্বর ২০১৬
- খ. ২৫ নভেম্বর ২০১৬
- গ. ২৮ নভেম্বর ২০১৬
- ঘ. ৩০ নভেম্বর ২০১৬
উত্তরঃ ২৫ নভেম্বর ২০১৬
792. The Strategic Victory বা কৌশলগত বিজয় আত্মজীবনীর লেখক কে?
- ক. সাদ্দাম হোসেন
- খ. ফিদেল কাস্ত্রো
- গ. নেলসন ম্যান্ডেলা
- ঘ. বারাক ওবামা
উত্তরঃ ফিদেল কাস্ত্রো
793. চীনের স্টিলথ যুদ্ধবিমানের নাম কী?
- ক. Chengdu K-20
- খ. Chengdu J-20
- গ. Chengdu M-20
- ঘ. Chengdu C-20
উত্তরঃ Chengdu J-20
794. কোন সংস্থা নিয়ম অনুযায়ী কোন পণ্যের ভৌগলিক নির্দেশকের জন্য নিবন্ধন নিতে হয়?
- ক. বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO)
- খ. জাতিসংঘের (UN)
- গ. ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ডের (IMF)
- ঘ. কোনোটি নয়
উত্তরঃ বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO)
796. মার্কিন যুক্তরাষ্ট্রের ৬৯তম পররাষ্ট্রমন্ত্রী কে?
- ক. জেফ সেশন্স
- খ. জেমস ম্যাটিস
- গ. স্টিভেন মুচিন
- ঘ. রেক্স টিলারসন
উত্তরঃ রেক্স টিলারসন
797. মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান (২০১৭) অর্থমন্ত্রী কে?
- ক. জেফ সেশন্স
- খ. জেমস ম্যাটিস
- গ. স্টিভেন মুচিন
- ঘ. রেক্স টিলারসন
উত্তরঃ স্টিভেন মুচিন
798. মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান (২০১৭) পররাষ্ট্রমন্ত্রী কে?
- ক. জেফ সেশন্স
- খ. জেমস এন. ম্যাটিস
- গ. স্টিভেন মুচিন
- ঘ. রেক্স টিলারসন
উত্তরঃ জেমস এন. ম্যাটিস
799. আন্তর্জাতিক সমুদ্র সংস্থা (IMO)-এর বর্তমান (২০১৭) সদস্য দেশ কতটি?
- ক. ১৭২টি
- খ. ১৭৬টি
- গ. ১৭০টি
- ঘ. ১৭১টি
উত্তরঃ ১৭২টি
800. ২৯ নভেম্বর ২০১৬ IMO-এর ১৭২তম সদস্যপদ লাভ করে কোন দেশ?
- ক. তুরস্ক
- খ. আফগানিস্তান
- গ. বেলারুশ
- ঘ. ভিয়েতনাম
উত্তরঃ বেলারুশ