আন্তর্জাতিক বিষয়াবলী

851. মানব উন্নয়ন রিপোর্ট ২০১৬ঃ সার্কভুক্ত দেশের মধ্যে গড় আয়ুতে শীর্ষ দেশ কোনটি?

  • ক. ভারত
  • খ. শ্রীলংকা
  • গ. বাংলাদেশ
  • ঘ. মালদ্বীপ

উত্তরঃ মালদ্বীপ

বিস্তারিত

852. বিশ্বের প্রথম স্মার্টফোনের নাম কি?

  • ক. সাইকন
  • খ. সাইমন
  • গ. ব্লাকবেরি
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ সাইমন

বিস্তারিত

853. পেপাল (PayPal) কি?

  • ক. অনলাইনে তথ্য আদান-প্রদানের মাধ্যম
  • খ. অনলাইনে অর্থ লেনদেন করার মাধ্যম
  • গ. একটি ওয়েব সাইটের নাম
  • ঘ. একটি জঙ্গি সংগঠন

উত্তরঃ অনলাইনে অর্থ লেনদেন করার মাধ্যম

বিস্তারিত

854. পেপাল কবে, কোন দেশে প্রতিষ্ঠিত হয়?

  • ক. ১৯৯৮ সালে, রাশিয়ায়
  • খ. ১৯৯৮ সালে, যুক্তরাজ্যে
  • গ. ১৯৯৮ সালে, যুক্তরাষ্ট্রে
  • ঘ. ১৯৯৮ সালে, চীনে

উত্তরঃ ১৯৯৮ সালে, যুক্তরাষ্ট্রে

বিস্তারিত

855. ব্রাজিলের প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম কি?

  • ক. হোয়াইট হাউস
  • খ. আলভোরাদা
  • গ. সিনেট ভবন
  • ঘ. অ্যাসেম্বলী ভবন

উত্তরঃ আলভোরাদা

বিস্তারিত

856. ইংল্যান্ডের রানী এলিজাবেথের কোড নাম কি?

  • ক. ম্যানহাটন ব্রিজ
  • খ. লন্ডন ব্রিজ
  • গ. ওয়েম্বলি ব্রিজ
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ লন্ডন ব্রিজ

বিস্তারিত

857. 'ফাদার অব অল বোম্বস' (FOAB) কোন দেশের তৈরি?

  • ক. রাশিয়া
  • খ. যুক্তরাষ্ট্র
  • গ. চীন
  • ঘ. ফ্রান্স

উত্তরঃ রাশিয়া

বিস্তারিত

858. 'মাদার অব অল বোম্বস' (MOAB) কোন দেশের তৈরি?

  • ক. রাশিয়া
  • খ. যুক্তরাষ্ট্র
  • গ. জাপান
  • ঘ. জার্মানি

উত্তরঃ যুক্তরাষ্ট্র

বিস্তারিত

859. আন্তর্জাতিক আদিবাসী ভাষা বর্ষ কোন সাল?

  • ক. ২০২০
  • খ. ২০১৯
  • গ. ২০১৮
  • ঘ. ২০২১

উত্তরঃ ২০১৯

বিস্তারিত

860. দক্ষিণ এশিয়ার দীর্ঘতম সেতুর নাম কি?

  • ক. মহাত্মা গান্ধী সেতু
  • খ. ঢোলা-সাদিয়া সেতু
  • গ. বঙ্গবন্ধু সেতু
  • ঘ. পদ্মা সেতু

উত্তরঃ ঢোলা-সাদিয়া সেতু

বিস্তারিত

861. দক্ষিন এশিয়ার দীর্ঘতম সেতু ভুপেন হাজারিকা কোন দেশে অবস্থিত?

  • ক. শ্রীলংকা
  • খ. বাংলাদেশ
  • গ. পাকিস্তান
  • ঘ. ভারত

উত্তরঃ ভারত

বিস্তারিত

862. বিশ্ব খাদ্য কর্মসূচী (WFP)-এর বর্তমান (২০১৭) নির্বাহী পরিচালক কে?

  • ক. ডেভিড বিয়াসলে (যুক্তরাষ্ট্র)
  • খ. চিমিয়াও ফান (চীন)
  • গ. কাজুহিকো হিগুচি (জাপান)
  • ঘ. জন এলিয়ানসন (সুইডেন)

উত্তরঃ ডেভিড বিয়াসলে (যুক্তরাষ্ট্র)

বিস্তারিত

863. ৩ মার্চ ২০১৭ কোন দেশ WCO-এর ১৮১তম সদস্যপদ লাভ করে?

  • ক. ফিলিস্তিন
  • খ. সোমালিয়া
  • গ. দক্ষিণ সুদান
  • ঘ. কসোভো

উত্তরঃ কসোভো

বিস্তারিত

864. ২ এপ্রিল ২০১৭ কোন দুটি দেশ IPU-এর সদস্যপদ লাভ করে?

  • ক. ট্যুভালু ও ফিলিস্তিন
  • খ. সোমালিয়া ও ফিলিস্তিন
  • গ. ট্যুভালু ও মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র
  • ঘ. কসোভো ও দক্ষিণ সুদান

উত্তরঃ ট্যুভালু ও মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র

বিস্তারিত

865. ৪৩তম জি-৭ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?

  • ক. ২৬-২৭ মে ২০১৭
  • খ. ২৩-২৪ মে ২০১৭
  • গ. ২৮-২৯ মে ২০১৭
  • ঘ. ৩০-৩১ মে ২০১৭

উত্তরঃ ২৬-২৭ মে ২০১৭

বিস্তারিত

866. ১৩৬তম IPU সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?

  • ক. ২৬-৩০ মার্চ ২০১৭
  • খ. ৪-৯ এপ্রিল ২০১৭
  • গ. ১০-১৪ এপ্রিল ২০১৭
  • ঘ. ১-৫ এপ্রিল ২০১৭

উত্তরঃ ১-৫ এপ্রিল ২০১৭

বিস্তারিত

867. ১৩৬তম IPU সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?

  • ক. ঢাকা, বাংলাদেশ
  • খ. ইসলামাবাদ, পাকিস্তান
  • গ. প্যারিস, ফ্রান্স
  • ঘ. তেহরান, ইরান

উত্তরঃ ঢাকা, বাংলাদেশ

বিস্তারিত

868. কৃত্রিম ডিম উৎপাদন ও বাজারজাতকারী দেশ কোনটি?

  • ক. ভারত
  • খ. মায়ানমার
  • গ. চীন
  • ঘ. রাশিয়া

উত্তরঃ চীন

বিস্তারিত

869. যুক্তরাষ্ট্র কোন দেশে সর্বাধিক রপ্তানি করে?

  • ক. চীন
  • খ. মেক্সিকো
  • গ. কানাডা
  • ঘ. জার্মানি

উত্তরঃ কানাডা

বিস্তারিত

870. যুক্তরাষ্ট্র কোন দেশ থেকে সর্বাধিক আমদানি করে?

  • ক. রাশিয়া
  • খ. জাপান
  • গ. চীন
  • ঘ. কানাডা

উত্তরঃ চীন

বিস্তারিত

872. হিমালয় এনার্জি কোম্পানি লিমিটেড কোন দেশভিত্তিক?

  • ক. যুক্তরাষ্ট্র
  • খ. যুক্তরাজ্য
  • গ. চীন
  • ঘ. জার্মানি

উত্তরঃ চীন

বিস্তারিত

873. শেভরন কোন দেশভিত্তিক তেল-গ্যাস কোম্পানি?

  • ক. যুক্তরাজ্য
  • খ. চীন
  • গ. দক্ষিণ কোরিয়া
  • ঘ. যুক্তরাষ্ট্র

উত্তরঃ যুক্তরাষ্ট্র

বিস্তারিত

874. জাতিসংঘের সর্বকনিষ্ঠ শান্তিদূত কে?

  • ক. এলিজা শারমিন
  • খ. ফারজানা ইসলাম
  • গ. মালালা ইউসুফজাঈ
  • ঘ. উপরের কেউ না

উত্তরঃ মালালা ইউসুফজাঈ

বিস্তারিত

875. ইউরোপের স্বাধীনতাকামী সশত্র ও বিদ্রোহী সংগঠন ETA প্রতিষ্ঠিত হয় কবে?

  • ক. ৩১ জুন ১৯৫৮
  • খ. ৩১ জুলাই ১৯৫৯
  • গ. ৩১ মে ১৯৫৯
  • ঘ. ৩১ জুলাই ১৯৫৮

উত্তরঃ ৩১ জুলাই ১৯৫৯

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects