আন্তর্জাতিক বিষয়াবলী
876. ETA'র পূর্ণরূপ কি?
- ক. Euskadi Trade Askatasuna
- খ. Euskadi Ta Askatasuna
- গ. Euskadi Tiger Askatasuna
- ঘ. None of the above
উত্তরঃ Euskadi Ta Askatasuna
877. PTA'র পূর্ণরূপ কি?
- ক. Preferential Trading Agreement
- খ. Preferential Trading Association
- গ. Preferential Trade Agreement
- ঘ. Preferential Trade Association
উত্তরঃ Preferential Trade Agreement
878. জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP)-এর বর্তমান প্রশাসক কে?
- ক. ডেভিড বিয়াসলে (যুক্তরাষ্ট্র)
- খ. জোয়াহের চরফি (মরক্কো)
- গ. অসিম স্টেইনার (জার্মানি)
- ঘ. জন এলিয়ানসন (সুইডেন)
উত্তরঃ অসিম স্টেইনার (জার্মানি)
879. ২০১৬ সালে প্রবাসী আয় বা রেমিট্যান্স অর্জনে শীর্ষ দেশ কোনটি?
- ক. মেক্সিকো
- খ. ফিলিপাইন
- গ. চীন
- ঘ. ভারত
উত্তরঃ ভারত
880. ২০১৬ সালে প্রবাসী আয় বা রেমিট্যান্স অর্জনে বাংলাদেশের অবস্থান কততম?
- ক. দশম
- খ. নবম
- গ. অষ্টম
- ঘ. সপ্তম
উত্তরঃ অষ্টম
881. প্রবাসী আয় বা রেমিট্যান্স কোন দেশের জিডিপি'তে সর্বাধিক অবদান রাখে?
- ক. হাইতি
- খ. লাইবেরিয়া
- গ. নেপাল
- ঘ. কিরগিজস্তান
উত্তরঃ কিরগিজস্তান
882. ২০১৭ সালের ভ্রমণ ও পর্যটন প্রতিযোগিতা সূচকে শীর্ষ দেশ কোনটি?
- ক. জাপান
- খ. জার্মানি
- গ. ফ্রান্স
- ঘ. স্পেন
উত্তরঃ স্পেন
883. ২০১৭ সালের ভ্রমণ ও পর্যটন প্রতিযোগিতা সূচকে সর্বনীম্ন দেশ কোনটি?
- ক. ইয়েমেন
- খ. শাদ
- গ. বুরুন্ডি
- ঘ. মৌরতানিয়া
উত্তরঃ ইয়েমেন
884. ২০১৭ সালের ভ্রমণ ও পর্যটন প্রতিযোগিতা সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
- ক. ১২৫তম
- খ. ১২২তম
- গ. ১২০তম
- ঘ. ১১৫তম
উত্তরঃ ১২৫তম
885. WHO'র এর পরিসংখ্যান অনুযায়ী কোন দেশে হামের প্রকোপ সর্বাধিক?
- ক. মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র
- খ. পাকিস্তান
- গ. ভারত
- ঘ. নাইজেরিয়া
উত্তরঃ ভারত
886. বিদ্যুৎ সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর তালিকায় বিশ্বের শীর্ষ দেশ?
- ক. বাংলাদেশ
- খ. ইথিওপিয়া
- গ. নাইজেরিয়া
- ঘ. ভারত
উত্তরঃ ভারত
887. বিশ্ব শুল্ক সংস্থা (WCO)-এর বর্তমান (২০১৭) কাউন্সিল চেয়ারম্যান কে?
- ক. সার্জিও মুজিকা (চিলি)
- খ. ইউকিয়ো আমানো (জাপান)
- গ. টমাস গ্রিমিনজার (সুইজারল্যান্ড)
- ঘ. এনরিক ক্যানন (উরুগুয়ে)
উত্তরঃ এনরিক ক্যানন (উরুগুয়ে)
888. বিদ্যুৎ সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর তালিকায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
- ক. পঞ্চম
- খ. অষ্টম
- গ. সপ্তম
- ঘ. চতুর্থ
উত্তরঃ পঞ্চম
889. আন্তর্জাতিক মান সংস্থা (ISO)-এর বর্তমান (২০১৭) মহাসচিব কে?
- ক. সার্জিও মুজিকা (চিলি)
- খ. ইউকিয়ো আমানো (জাপান)
- গ. টমাস গ্রিমিনজার (সুইজারল্যান্ড)
- ঘ. এনরিক ক্যানন পেড্রোগোসা (উরুগুয়ে)
উত্তরঃ সার্জিও মুজিকা (চিলি)
890. NATO'র ২৯তম সদস্যপদ লাভ করে কোন দেশ?
- ক. ভারত
- খ. মন্টিনিগ্রো
- গ. ব্রাজিল
- ঘ. রাশিয়া
উত্তরঃ মন্টিনিগ্রো
891. ইউরোপীয় নিরাপত্তা ও সহযোগিতা সংস্থা (OSCE)-এর বর্তমান (২০১৭) মহাসচিব কে?
- ক. সার্জিও মুজিকা (চিলি)
- খ. ইউকিয়ো আমানো (জাপান)
- গ. টমাস গ্রিমিনজার (সুইজারল্যান্ড)
- ঘ. এনরিক ক্যানন পেড্রোগোসা (উরুগুয়ে)
উত্তরঃ টমাস গ্রিমিনজার (সুইজারল্যান্ড)
892. আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)-এর বর্তমান (২০১৭) সদস্য দেশ কতটি?
- ক. ১০০টি
- খ. ১০৪টি
- গ. ১০২টি
- ঘ. ৯৮টি
উত্তরঃ ১০৪টি
893. ১০ এপ্রিল ২০১৭ কোন দেশ WCO'এর ১৮২তম সদস্য পদ লাভ করে?
- ক. অ্যান্টিগুয়া অ্যান্ড বারমুডা
- খ. সোমালিয়া
- গ. আফগানিস্তান
- ঘ. দক্ষিণ সুদান
উত্তরঃ অ্যান্টিগুয়া অ্যান্ড বারমুডা
894. ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের বর্তমান (২০১৭) নেতা কে?
- ক. রামি হামদাল্লাহ
- খ. মাহমুদ আব্বাস
- গ. ইসমাইল হানিয়া
- ঘ. খালিদ মিশাল
উত্তরঃ ইসমাইল হানিয়া
895. বিশ্বের নির্মিতব্য সর্বোচ্চ টাওয়ার বা ভবনের নাম কি?
- ক. ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার
- খ. সাংহাই টাওয়ার
- গ. জেদ্দা টাওয়ার
- ঘ. বুর্জ খলিফা
উত্তরঃ জেদ্দা টাওয়ার
897. আন্তর্জাতিক টেলিযোগাযোগ স্যাটেলাইট সংস্থা (ITSO)-এর বর্তমান (২০১৭) মহাসচিব কে?
- ক. সার্জিও মুজিকা
- খ. ফ্রান্সিস প্যাট্রিক মাসম্বু
- গ. টমাস গ্রিমিনজার
- ঘ. ম্যাথিয়াস জোনাস
উত্তরঃ ফ্রান্সিস প্যাট্রিক মাসম্বু
898. জেদ্দা টাওয়ারের উচ্চতা হবে কত?
- ক. ১২০৮ মিটার
- খ. ১১০৮ মিটার
- গ. ১০০০ মিটার
- ঘ. ৯২৫ মিটার
উত্তরঃ ১০০০ মিটার
899. সর্বশেষ কোন দেশটি LDC ভুক্ত হয়?
- ক. দক্ষিণ সুদান
- খ. পূর্ব তিমুর
- গ. সেনেগাল
- ঘ. অ্যাঙ্গোলা
উত্তরঃ দক্ষিণ সুদান
900. যৌথ নিরাপত্তা চুক্তি সংস্থা (CSTO)-এর বর্তমান (২০১৭) মহাসচিব কে?
- ক. গিলবার্ট এফ. হিউংবো
- খ. ফ্রান্সিস প্যাট্রিক মাসম্বু
- গ. ইউরি খাচাতুরভ
- ঘ. ম্যাথিয়াস জোনাস
উত্তরঃ ইউরি খাচাতুরভ