আন্তর্জাতিক বিষয়াবলী
901. দক্ষিণ এশীয় উপগ্রহ কবে উৎক্ষেপণ করা হয়?
- ক. ৪ মে ২০১৭
- খ. ৫ মে ২০১৭
- গ. ৪ মার্চ ২০১৭
- ঘ. ৭ মার্চ ২০১৭
উত্তরঃ ৫ মে ২০১৭
902. ৪ জুন ২০১৭ কোন দেশটি LDC থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশের তালিকায় অন্তর্ভুক্ত হয়?
- ক. লাওস
- খ. নিরিক্ষীয় গিনি
- গ. ভুটান
- ঘ. কম্বোডিয়া
উত্তরঃ নিরিক্ষীয় গিনি
903. আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD)-এর বর্তমান (২০১৭) প্রেসিডেন্ট কে?
- ক. গিলবার্ট এফ. হিউংবো
- খ. ফ্রান্সিস প্যাট্রিক মাসম্বু
- গ. টমাস গ্রিমিনজার
- ঘ. ম্যাথিয়াস জোনাস
উত্তরঃ গিলবার্ট এফ. হিউংবো
904. দক্ষিণ এশীয় উপগ্রহ উৎক্ষেপণ করে কোন দেশ?
- ক. পাকিস্তান
- খ. ভারত
- গ. বাংলাদেশ
- ঘ. শ্রীলংকা
উত্তরঃ ভারত
905. নিরক্ষীয় গিনি কবে LDC ভুক্ত হয়েছিল?
- ক. ১৯৮২ সালে
- খ. ১৯৭৯ সালে
- গ. ১৯৮৫ সালে
- ঘ. ১৯৭৫ সালে
উত্তরঃ ১৯৮২ সালে
906. ইউরোপীয় পূনর্নির্মাণ ও উন্নয়ন ব্যাংক (EBRD)-এর বর্তমান (২০১৭) সদস্য দেশ কতটি?
- ক. ৬৮টি
- খ. ৭০টি
- গ. ৭২টি
- ঘ. ৬৬টি
উত্তরঃ ৬৮টি
907. LDC থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশের তালিকায় অন্তর্ভুক্ত দেশের সংখ্যা ২০১৭ পর্যন্ত কতটি?
- ক. ১০টি
- খ. ৬টি
- গ. ৫টি
- ঘ. ৮টি
উত্তরঃ ৫টি
908. চীনের তৈরি প্রথম যাত্রীবাহী উড়োজাহাজের নাম কী?
- ক. Comac D919
- খ. Comac C919
- গ. Comac B919
- ঘ. Comac A919
উত্তরঃ Comac C919
909. ১৩ জুলাই ২০১৭ কোন দেশ EBRD'র ৬৮তম সদস্যপদ লাভ করে?
- ক. লেবানন
- খ. চীন
- গ. কসোভো
- ঘ. তিউনিসিয়া
উত্তরঃ লেবানন
910. বর্তমানে (২০১৭) ধান উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
- ক. চীন
- খ. ভারত
- গ. থাইল্যান্ড
- ঘ. ভিয়েতনাম
উত্তরঃ চীন
911. কোন দেশের উদ্ভিদবিজ্ঞানীরা চা-গাছের জীবনরহস্য উন্মোচন করেছে?
- ক. বাংলাদেশ
- খ. জাপান
- গ. যুক্তরাষ্ট্র
- ঘ. চীন
উত্তরঃ চীন
912. জাতিসংঘের পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয় কবে?
- ক. ১২ সেপ্টেম্বর ২০১৭
- খ. ৮ সেপ্টেম্বর ২০১৭
- গ. ২০ সেপ্টেম্বর ২০১৭
- ঘ. ১৪ সেপ্টেম্বর ২০১৭
উত্তরঃ ২০ সেপ্টেম্বর ২০১৭
913. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর প্রথম কোন দেশ সফর করেন?
- ক. জাপান
- খ. রাশিয়া
- গ. ইসরাইল
- ঘ. সৌদি আরব
উত্তরঃ সৌদি আরব
914. বাংলাদেশ কবে জাতিসংঘের পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি স্বাক্ষর করে?
- ক. ১২ সেপ্টেম্বর ২০১৭
- খ. ৮ সেপ্টেম্বর ২০১৭
- গ. ২০ সেপ্টেম্বর ২০১৭
- ঘ. ১৪ সেপ্টেম্বর ২০১৭
উত্তরঃ ২০ সেপ্টেম্বর ২০১৭
915. বর্তমানে (২০১৭) ক্রিকেটে ব্যাটসম্যান কতটি উপায়ে আউট হতে পারেন?
- ক. ১২টি
- খ. ৮টি
- গ. ১০টি
- ঘ. ৯টি
উত্তরঃ ১০টি
916. পরিবর্তিত আইনে হ্যান্ডেল্ড দ্য বল আউটটি বর্তমানে কোন আউট হিসেবে পরিগণিত হয়ে থাকে?
- ক. হিট উইকেট
- খ. অবস্ট্র্যাক্টিং দ্য ফিল্ড
- গ. হিট দ্য বল টোয়াইস
- ঘ. হ্যান্ডেল্ড দ্য বল
উত্তরঃ অবস্ট্র্যাক্টিং দ্য ফিল্ড
917. ফ্রান্সের বর্তমান ও ২৫তম প্রেসিডেন্ট কে?
- ক. Jean-Luc Mélenchon
- খ. François Fillon
- গ. Marine Le Pen
- ঘ. Emmanuel Macron
উত্তরঃ Emmanuel Macron
918. বাংলাদেশ কবে UN ESCAP'র কাগজবিহীন বাণিজ্য সহজীকরণ কাঠামো চুক্তি স্বাক্ষর করে?
- ক. ২৯ আগস্ট ২০১৭
- খ. ২৮ আগস্ট ২০১৭
- গ. ২৬ আগস্ট ২০১৭
- ঘ. ২৪ আগস্ট ২০১৭
উত্তরঃ ২৯ আগস্ট ২০১৭
919. ২০১৭ সালের ১১তম আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
- ক. ইংল্যান্ড
- খ. নিউজিল্যান্ড
- গ. ভারত
- ঘ. অস্ট্রেলিয়া
উত্তরঃ ইংল্যান্ড
920. ফ্রান্সের বর্তমান (২০১৭) প্রধানমন্ত্রী কে?
- ক. Édouard Philippe
- খ. Arnaud Montebourg
- গ. Benoît Hamon
- ঘ. Sylvia Pinel
উত্তরঃ Édouard Philippe
921. বাংলাদেশ কবে UN ESCAP'র কাগজবিহীন বাণিজ্য সহজীকরণ কাঠামো চুক্তি স্বাক্ষর করে?
- ক. ২৯ আগস্ট ২০১৭
- খ. ২৭ আগস্ট ২০১৭
- গ. ২৫ আগস্ট ২০১৭
- ঘ. ২৩ আগস্ট ২০১৭
উত্তরঃ ২৯ আগস্ট ২০১৭
922. ২০২১ সালের ১২তম আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে?
- ক. ইংল্যান্ড
- খ. দক্ষিণ আফ্রিকা
- গ. ভারত
- ঘ. নিউজিল্যান্ড
উত্তরঃ নিউজিল্যান্ড
923. বাংলাদেশ কততম দেশ হিসেবে UN ESCAP'র কাগজবিহীন বাণিজ্য সহজীকরণ কাঠামো চুক্তি স্বাক্ষর করে?
- ক. চতুর্থ
- খ. ষষ্ঠ
- গ. প্রথম
- ঘ. তৃতীয়
উত্তরঃ প্রথম
924. দক্ষিণ কোরিয়ার বর্তমান ও ১২তম প্রেসিডেন্ট কে?
- ক. Moon Jae-in
- খ. Hong Jun-pyo
- গ. Ahn Cheol-soo
- ঘ. Sim Sang-jung
উত্তরঃ Moon Jae-in
925. বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)-এর পূর্ণ সদস্য বা টেস্ট মর্যাদা পাওয়া দেশ কতটি?
- ক. ১২টি
- খ. ১১টি
- গ. ১০টি
- ঘ. ৯টি
উত্তরঃ ১২টি