আন্তর্জাতিক বিষয়াবলী

951. পারমানেন্ট স্ট্রাকচার্ড কো-অপারেশন (PESCO) কোন সংস্থার নিজস্ব প্রতিরক্ষা জোট?

  • ক. আফ্রিকান ইউনিয়ন
  • খ. ইউরোপীয় ইউনিয়ন
  • গ. ইসলামী সহযোগিতা সংস্থা
  • ঘ. আরবলীগ

উত্তরঃ ইউরোপীয় ইউনিয়ন

বিস্তারিত

952. ২০১৭ সালের ফোর্বসের তালিকায় শীর্ষ ক্ষমতাধর নারী কে?

  • ক. সেরিল স্যান্ডবার্গ
  • খ. মেলিন্ডা গেটস
  • গ. তেরেসা মে
  • ঘ. অ্যাঞ্জেলা মার্কেল

উত্তরঃ অ্যাঞ্জেলা মার্কেল

বিস্তারিত

954. মিয়ানমারের রাখাইন রাজ্যের পূর্ব নাম কি?

  • ক. নাইপিদো
  • খ. আরাকান
  • গ. ইয়াঙ্গুন
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ আরাকান

বিস্তারিত

955. IFRC'র বর্তমান (২০১৭) প্রেসিডেন্ট কে?

  • ক. আব্দুল আজিজ ডায়ালো (সেনেগাল)
  • খ. ফ্রান্সিসকো রোকা (ইতালি)
  • গ. নাফিস সাদিক (পাকিস্তান)
  • ঘ. কারিম কনিক (তুরস্ক)

উত্তরঃ ফ্রান্সিসকো রোকা (ইতালি)

বিস্তারিত

956. ২০১৭ সালের শিশু অধিকার সূচকে শীর্ষ দেশ কোনটি?

  • ক. আইসল্যান্ড
  • খ. সুইজারল্যান্ড
  • গ. নরওয়ে
  • ঘ. পর্তুগাল

উত্তরঃ পর্তুগাল

বিস্তারিত

957. চীনের 'ওয়ান বেল্ট ওয়ান রোড' এ কর্মসূচীর প্রবক্তা কে?

  • ক. জ্যাক মা
  • খ. মা হুয়াটেং
  • গ. শি চিন পিং
  • ঘ. উপরের কেউ নয়

উত্তরঃ শি চিন পিং

বিস্তারিত

958. কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়াশনের (CPA) বর্তমান (২০১৭) চেয়ারপারসন কে?

  • ক. মিক্কি রেটেল (কুক আইল্যান্ড)
  • খ. এমিলিয়া মনজোবা লিফাকা (ক্যামেরুন)
  • গ. নাফিস সাদিক (পাকিস্তান)
  • ঘ. ড. শিরীন শারমিন চৌধুরী (বাংলাদেশ)

উত্তরঃ এমিলিয়া মনজোবা লিফাকা (ক্যামেরুন)

বিস্তারিত

959. Fourth Generation (4G) প্রথম চালু হয় কোন দেশে?

  • ক. রাশিয়া
  • খ. যুক্তরাষ্ট্র
  • গ. জাপান
  • ঘ. দক্ষিণ কোরিয়া

উত্তরঃ দক্ষিণ কোরিয়া

বিস্তারিত

960. ২০১৭ সালের শিশু অধিকার সূচকে সর্বনিম্ন দেশ কোনটি?

  • ক. মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র
  • খ. আফগানিস্তান
  • গ. সিয়েরা লিওন
  • ঘ. ভানুয়াতু

উত্তরঃ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র

বিস্তারিত

961. ২৭ অক্টোবর ২০১৭ প্রথম দেশ হিসেবে আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্যপদ প্রত্যাহার করে কোন দেশ?

  • ক. বুরুন্ডি
  • খ. গাম্বিয়া
  • গ. দক্ষিণ আফ্রিকা
  • ঘ. ব্রাজিল

উত্তরঃ বুরুন্ডি

বিস্তারিত

963. ২০১৭ সালের শিশু অধিকার সূচকে বাংলাদেশের অবস্থান কততম?

  • ক. ১১০তম
  • খ. ৯৮তম
  • গ. ৮৭তম
  • ঘ. ৭৫তম

উত্তরঃ ৮৭তম

বিস্তারিত

964. আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC)-এর বর্তমান সদস্য দেশ কতটি?

  • ক. ১২৭টি
  • খ. ১২৫টি
  • গ. ১২৩টি
  • ঘ. ১২১টি

উত্তরঃ ১২৩টি

বিস্তারিত

965. ২০১৭ সালের আরব বুকার পুরস্কার লাভ করেন কে?

  • ক. মোহাম্মদ আবদেল নবী
  • খ. ইসমাইল ফাহদ
  • গ. সাঈদ মোহাম্মদ রহিম
  • ঘ. মোহাম্মেদ হাসান আলওয়ান

উত্তরঃ মোহাম্মেদ হাসান আলওয়ান

বিস্তারিত

968. ১১ অক্টোবর ২০১৭ কোন দেশ IRENA'র ১৫৩তম সদস্যপদ লাভ করে?

  • ক. উজবেকিস্তান
  • খ. বতসোয়ানা
  • গ. আফগানিস্তান
  • ঘ. নেপাল

উত্তরঃ নেপাল

বিস্তারিত

969. 'মহামানবের দেশে' কোন ব্যক্তিকে নিয়ে নির্মিত টেলিভিশন নাটক?

  • ক. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • খ. কামাল আতাতুর্ক
  • গ. আবদুল কালাম আজাদ
  • ঘ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

বিস্তারিত

970. ২০১৬ সালের জলবায়ু পরিবর্তনজনিত কারণে শীর্ষ ক্ষতিগ্রস্থ দেশ কোনটি?

  • ক. শ্রীলংকা
  • খ. ফিজি
  • গ. জিম্বাবুয়ে
  • ঘ. হাইতি

উত্তরঃ হাইতি

বিস্তারিত

971. 'মহামানবের দেশে' নাকটির নাট্যরূপ নির্দেশক ও পরিচালক কে?

  • ক. মান্নান হীরা
  • খ. আবদুল্লাহ আল মামুন
  • গ. কাজী হায়াৎ
  • ঘ. তানভীর মোকাম্মেল

উত্তরঃ মান্নান হীরা

বিস্তারিত

973. হাম্বানটোটা (Hambantota) গভীর সমুদ্রবন্দর কোন দেশে অবস্থিত?

  • ক. শ্রীলংকা
  • খ. মালদ্বীপ
  • গ. ভারত
  • ঘ. নেপাল

উত্তরঃ শ্রীলংকা

বিস্তারিত

974. ১৯৯৭ থেকে ২০১৬ সালের জলবায়ু পরিবর্তনজনিত কারণে শীর্ষ ক্ষতিগ্রস্থ দেশ কোনটি?

  • ক. নিকারাগুয়া
  • খ. মিয়ানমার
  • গ. হাইতি
  • ঘ. হন্ডুরাস

উত্তরঃ হন্ডুরাস

বিস্তারিত

975. হামফ্রেইস (Humphreys) সামরিক ঘাঁটি কোন দেশে অবস্থিত?

  • ক. যুক্তরাষ্ট্র
  • খ. জার্মানি
  • গ. দক্ষিণ কোরিয়া
  • ঘ. রাশিয়া

উত্তরঃ দক্ষিণ কোরিয়া

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects