আন্তর্জাতিক বিষয়াবলী

702. অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (OECD)-এর ৩৫তম সদস্য দেশ কোনটি?

  • ক. পাকিস্তান
  • খ. লাটভিয়া
  • গ. এস্তোনিয়া
  • ঘ. স্লোভেনিয়া

উত্তরঃ লাটভিয়া

বিস্তারিত

703. ২০১৬ সালের ICT উন্নয়ন সূচকে শীর্ষ দেশ কোনটি?

  • ক. জাপান
  • খ. মার্কিন যুক্তরাষ্ট্র
  • গ. নরওয়ে
  • ঘ. দক্ষিণ কোরিয়া

উত্তরঃ দক্ষিণ কোরিয়া

বিস্তারিত

704. ২০১৬ সালের ICT উন্নয়ন সূচকে সর্বনীম্ন দেশ কোনটি?

  • ক. শাদ
  • খ. ইরিত্রিয়া
  • গ. ইথিওপিয়া
  • ঘ. কেনিয়া

উত্তরঃ শাদ

বিস্তারিত

705. ২০১৬ সালের ICT উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কততম?

  • ক. ১৪৪তম
  • খ. ১৪৫তম
  • গ. ১৪০তম
  • ঘ. ১৩৮তম

উত্তরঃ ১৪৪তম

বিস্তারিত

706. ২০১৬ সালের সুখী দেশের তালিকায় সবচেয়ে অসুখী দেশ কোনটি?

  • ক. শাদ
  • খ. লুক্সেমবার্গ
  • গ. টোগো
  • ঘ. বেনিন

উত্তরঃ শাদ

বিস্তারিত

707. ২০১৬ সালের বৈশ্বিক উদ্ভাবন সূচকে শীর্ষ দেশ কোনটি?

  • ক. যুক্তরাষ্ট্র
  • খ. যুক্তরাজ্য
  • গ. সুইডেন
  • ঘ. সুইজারল্যান্ড

উত্তরঃ সুইজারল্যান্ড

বিস্তারিত

708. ২০১৬ সালের বৈশ্বিক উদ্ভাবন সূচকে সর্বনীম্ন দেশ কোনটি?

  • ক. ইয়েমেন
  • খ. গিনি
  • গ. টোগো
  • ঘ. জাম্বিয়া

উত্তরঃ ইয়েমেন

বিস্তারিত

709. ২০১৬ সালের বৈশ্বিক উদ্ভাবন সূচকে বাংলাদেশের অবস্থান কততম?

  • ক. ১১৫তম
  • খ. ১১৭তম
  • গ. ১২১তম
  • ঘ. ১১২তম

উত্তরঃ ১১৭তম

বিস্তারিত

710. প্যারিস জলবায়ু চুক্তিতে চীন ও যুক্তরাষ্ট্র কবে অনুসমর্থন করে?

  • ক. ১০ আগস্ট ২০১৬
  • খ. ১২ আগস্ট ২০১৬
  • গ. ২৫ আগস্ট ২০১৬
  • ঘ. ৩ সেপ্টেম্বর ২০১৬

উত্তরঃ ৩ সেপ্টেম্বর ২০১৬

বিস্তারিত

711. প্যারিস জলবায়ু চুক্তি স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয় কবে?

  • ক. ২২ মে ২০১৬
  • খ. ২২ মার্চ ২০১৬
  • গ. ২২ এপ্রিল ২০১৬
  • ঘ. ২২ জুন ২০১৬

উত্তরঃ ২২ এপ্রিল ২০১৬

বিস্তারিত

714. প্যারিস জলবায়ু চুক্তিতে বাংলাদেশ কবে অনুসমর্থন করে?

  • ক. ২০ সেপ্টেম্বর ২০১৬
  • খ. ২৫ সেপ্টেম্বর ২০১৬
  • গ. ২১ সেপ্টেম্বর ২০১৬
  • ঘ. ২৩ সেপ্টেম্বর ২০১৬

উত্তরঃ ২১ সেপ্টেম্বর ২০১৬

বিস্তারিত

715. প্যারিস জলবায়ু চুক্তিতে বাংলাদেশ কবে স্বাক্ষর করে?

  • ক. ২৫ জুলাই ২০১৬
  • খ. ২২ জুন ২০১৬
  • গ. ২২ এপ্রিল ২০১৬
  • ঘ. ২২ মে ২০১৬

উত্তরঃ ২২ এপ্রিল ২০১৬

বিস্তারিত

717. ১০ সেপ্টেম্বর ২০১৬ PIF-এর ১৮তম সদস্যপদ লাভ করে কোন দেশ?

  • ক. ফরাসি পলিনেশিয়া
  • খ. ভানুয়াতু
  • গ. নিউ ক্যালেডোনিয়া
  • ঘ. পালাউ

উত্তরঃ নিউ ক্যালেডোনিয়া

বিস্তারিত

718. CTBT অনুমোদনকারী দেশ কতটি?

  • ক. ১৬৬
  • খ. ১৬০
  • গ. ১৬৭
  • ঘ. ১৬৯

উত্তরঃ ১৬৬

বিস্তারিত

719. ২১ সেপ্টেম্বর ২০১৬ কোন দুটি দেশ CTBT অনুমোদন করে?

  • ক. কসোভো
  • খ. মায়ানমার
  • গ. সোয়াজিল্যান্ড
  • ঘ. খ ও গ উভয়ই

উত্তরঃ খ ও গ উভয়ই

বিস্তারিত

720. ১৯ সেপ্টেম্বর ২০১৬ জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থা হিসেবে যোগ দেয়---

  • ক. আন্তর্জাতিক সমুদ্রতল কর্তৃপক্ষ (IAS)
  • খ. আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC)
  • গ. ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (ICC)
  • ঘ. আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM)

উত্তরঃ আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM)

বিস্তারিত

721. আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM) প্রতিষ্ঠিত হয় কবে?

  • ক. ১৯ সেপ্টেম্বর ২০১৬
  • খ. ২০ নভেম্বর ১৯৮০
  • গ. ১৫ ডিসেম্বর ১৯৫২
  • ঘ. ৫ ডিসেম্বর ১৯৫১

উত্তরঃ ৫ ডিসেম্বর ১৯৫১

বিস্তারিত

722. আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM)-এর সদর দপ্তর কোথায়?

  • ক. ব্রাসেলস, বেলজিয়াম
  • খ. জেনেভা, সুইজারল্যান্ড
  • গ. প্যারিস, ফ্রান্স
  • ঘ. রোম, ইতালি

উত্তরঃ জেনেভা, সুইজারল্যান্ড

বিস্তারিত

723. ১৭ সেপ্টেম্বর ২০১৬ NAM-এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?

  • ক. রাউল কাস্ত্রো (কিউবা)
  • খ. হাসান রুহানি (ইরান)
  • গ. নিকোলাস মাদুরো (ভেনিজুয়েলা)
  • ঘ. নাজিব রাজাক (মালয়েশিয়া)

উত্তরঃ নিকোলাস মাদুরো (ভেনিজুয়েলা)

বিস্তারিত

724. ১১তম জি-২০ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?

  • ক. ৯-১০ সেপ্টেম্বর ২০১৬
  • খ. ৭-৮ সেপ্টেম্বর ২০১৬
  • গ. ৫-৬ সেপ্টেম্বর ২০১৬
  • ঘ. ৪-৫ সেপ্টেম্বর ২০১৬

উত্তরঃ ৪-৫ সেপ্টেম্বর ২০১৬

বিস্তারিত

725. ১১তম জি-২০ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?

  • ক. সাও পাওলো, ব্রাজিল
  • খ. হামবুর্গ, জার্মানি
  • গ. হাংঝু, চীন
  • ঘ. টোকিও, জাপান

উত্তরঃ হাংঝু, চীন

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects