আন্তর্জাতিক বিষয়াবলী
551. চীনের প্রথম নারী হিসেবে নোবেল পুরস্কার লাভ করে?
- ক. জিং ফিই
- খ. ল্যান ইয়াং
- গ. ইউইউ তু
- ঘ. জাওলিং
উত্তরঃ ইউইউ তু
552. 'দ্য গ্রেট এস্কেপ' বা 'মহামুক্তি' গ্রন্থের লেখক কে?
- ক. মাইকেল স্পেন্স
- খ. রবার্ট শিলার
- গ. জ্যাঁ তিরোল
- ঘ. অ্যাঙ্গাস ডিটন
উত্তরঃ অ্যাঙ্গাস ডিটন
553. রাসায়নিক যুদ্ধবিগ্রহের জনক কাকে বলে হয়?
- ক. জর্জ বুশ
- খ. ফ্রিৎজা হেবার
- গ. এডলফ হিটলার
- ঘ. জন এফ কেনেডি
উত্তরঃ ফ্রিৎজা হেবার
554. 'পানামা পেপারস' ফাঁস হয় কবে?
- ক. ৫ এপ্রিল ২০১৬
- খ. ৯ এপ্রিল ২০১৬
- গ. ৩ এপ্রিল ২০১৬
- ঘ. ওপরের কোনটিই নয়
উত্তরঃ ৩ এপ্রিল ২০১৬
555. মহাকাশ পর্যবেক্ষণের জন্য ভারত কবে প্রথমবারের মতো স্যাটেলাইট মহাকাশে পাঠায়?
- ক. ২৫ সেপ্টেম্বর ২০১৫
- খ. ৩০ সেপ্টেম্বর ২০১৫
- গ. ২৮ সেপ্টেম্বর ২০১৫
- ঘ. ৫ অক্টোবর ২০১৫
উত্তরঃ ২৮ সেপ্টেম্বর ২০১৫
556. অভ্যন্তরীণ বাজারে খাদ্যমূল্য নিয়ন্ত্রণে শীর্ষ দেশ কোনটি?
- ক. ভিয়েতনাম
- খ. থাইল্যান্ড
- গ. মৌরিতানিয়া
- ঘ. লাওস
উত্তরঃ মৌরিতানিয়া
557. ৪২তম জি৭-এর শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে?
- ক. ২৪ - ২৫ মে ২০১৬
- খ. ২৭ - ২৮ মে ২০১৬
- গ. ২৬ - ২৭ মে ২০১৬
- ঘ. ২১ - ২২ মে ২০১৬
উত্তরঃ ২৬ - ২৭ মে ২০১৬
558. ৪২তম জি৭-এর শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
- ক. যুক্তরাষ্ট্র
- খ. ফ্রান্স
- গ. জাপান
- ঘ. ইতালি
উত্তরঃ জাপান
559. অভ্যন্তরীণ বাজারে খাদ্যমূল্য নিয়ন্ত্রণে বাংলাদেশ বিশ্বে কততম?
- ক. দ্বাদশ
- খ. দশম
- গ. অষ্টম
- ঘ. ষষ্ঠ
উত্তরঃ অষ্টম
560. কৃষিতে গ্রিনহাউস গ্যাস নিঃসরণে শীর্ষ দেশ কোনটি?
- ক. থাইল্যান্ড
- খ. রাশিয়া
- গ. চীন
- ঘ. ভারত
উত্তরঃ চীন
561. ৪ এপ্রিল ২০১৬ কোন দেশ প্রথম ডেঙ্গু টিকা চালু করে?
- ক. যুক্তরাষ্ট্র
- খ. জাপান
- গ. ফিলিপাইন
- ঘ. জার্মানি
উত্তরঃ ফিলিপাইন
564. অ্যাপল কোম্পানি প্রথম কম্পিউটার বাজারে ছাড়ে কত সালে?
- ক. ১৯৮০ সালে
- খ. ১৯৭৬ সালে
- গ. ১৯৮৫ সালে
- ঘ. ১৯৭৪ সালে
উত্তরঃ ১৯৭৬ সালে
565. প্যারালাল প্রসেসিং কোথায় ব্যবহৃত হয়--
- ক. দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে
- খ. প্রথম প্রজন্মের কম্পিউটারে
- গ. ক ও খ উভয়ই
- ঘ. ওপরের কোনটিই নয়
উত্তরঃ প্রথম প্রজন্মের কম্পিউটারে
568. ট্রানজিস্টর মূলত কি হিসেবে ব্যবহৃত হয়--
- ক. ডাটা প্রসেসিং
- খ. অ্যামপ্লিফায়ার
- গ. ডিজাইনিং
- ঘ. অপারেটিং সিস্টেম
উত্তরঃ অ্যামপ্লিফায়ার
570. ইন্টিগ্রেটেড সার্কিট (IC) আবিস্কার করেন কে?
- ক. জ্যাক কিলবি
- খ. রবার্ট নয়েস
- গ. ক ও খ উভয়ই
- ঘ. ওপরের কেউ নয়
উত্তরঃ ক ও খ উভয়ই
571. 3G বলতে বোঝায়--
- ক. Three Group
- খ. Third Generation
- গ. Third Group
- ঘ. None of these
উত্তরঃ Third Generation
572. সার্কের বর্তমান (২০১৫) চেয়ারপারসন কে?
- ক. খাগড়া প্রসাদ শর্মা অলি
- খ. নওয়াজ শরিফ
- গ. নরেন্দ্র মোদী
- ঘ. শেখ হাসিনা
উত্তরঃ খাগড়া প্রসাদ শর্মা অলি
573. কম্পিউটারে ডেটা সংরক্ষণে ব্যবহৃত হয়--
- ক. বাইনারী সংখ্যা পদ্ধতি
- খ. নিউমেরিক্যাল সংখ্যা পদ্ধতি
- গ. ডেসিমাল সংখ্যা পদ্ধতি
- ঘ. হেক্সা ডেসিমাল সংখ্যা পদ্ধতি
উত্তরঃ বাইনারী সংখ্যা পদ্ধতি
574. টেকসই উন্নয়ন লক্ষ্য- এর বাস্তবায়ন শুরু হবে কবে?
- ক. ২৫ ডিসেম্বর ২০১৫
- খ. ১ জানুয়ারি ২০১৬
- গ. ১ ফেব্রুয়ারি ২০১৬
- ঘ. ১০ জানুয়ারি ২০১৬
উত্তরঃ ১ জানুয়ারি ২০১৬
575. কম্পিউটারে Graphics Software ব্যবহৃত হয় কেন--
- ক. বিভিন্ন হিসাব নিকাশ করার জন্য
- খ. বিভিন্ন ধরনের ছবি ও প্রচ্ছদ তৈরির জন্য
- গ. বিভিন্ন ডেটা প্রসেসিং করার জন্য
- ঘ. ওপরের কোনটিই নয়
উত্তরঃ বিভিন্ন ধরনের ছবি ও প্রচ্ছদ তৈরির জন্য