আন্তর্জাতিক বিষয়াবলী

376. মার্শাল দ্বীপপুঞ্জের প্রথম নারী প্রেসিডেন্টের নাম কি?

  • ক. হিলদা হিউগেট
  • খ. ঝাউ হাইনে
  • গ. হিলদা হাইনে
  • ঘ. জিউম হিউ

উত্তরঃ হিলদা হাইনে

বিস্তারিত

377. সৌরশক্তি চালিত বিশ্বের প্রথম পার্লামেন্টে ভবনের অধিকারী কোন দেশ?

  • ক. জাপান
  • খ. জার্মানি
  • গ. ভারত
  • ঘ. পাকিস্তান

উত্তরঃ পাকিস্তান

বিস্তারিত

378. আফ্রিকান ইউনিয়নের বর্তমান (২০১৬) চেয়ারপারসন কে?

  • ক. উহুরু কেনিয়াত্তা (কেনিয়া)
  • খ. ওমর আল বশির (সুদান)
  • গ. ইদ্রিস দেবি (শাদ)
  • ঘ. রবার্ট মুগাবে (জিম্বাবুয়ে)

উত্তরঃ ইদ্রিস দেবি (শাদ)

বিস্তারিত

379. জি-৮ এর বর্তমান (২০১৬) চেয়ারম্যান কে?

  • ক. সিলভিও বার্লুসকনি (ইতালি)
  • খ. ভ্লাদিমির পুতিন (রাশিয়া)
  • গ. স্টিভেন হারপার (কানাডা)
  • ঘ. শিনজো অ্যাবে (জাপান)

উত্তরঃ শিনজো অ্যাবে (জাপান)

বিস্তারিত

380. আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থা (IMO)-এর বর্তমান (২০১৬) মহাসচিব কে?

  • ক. কাইটেক লিম (দক্ষিণ কোরিয়া)
  • খ. মাশাতো ওয়াতানাবে (জাপান)
  • গ. কলিন রাড (যুক্তরাজ্য)
  • ঘ. রাহুল গান্ধী (ভারত)

উত্তরঃ কাইটেক লিম (দক্ষিণ কোরিয়া)

বিস্তারিত

383. ৩১ ডিসেম্বর ২০১৫ কোন দেশ শিল্পোন্নয়ন সংস্থা (UNIDO)-এর সদস্যপদ প্রত্যাহার করে?

  • ক. রাশিয়া
  • খ. থাইল্যান্ড
  • গ. অস্ট্রিয়া
  • ঘ. বেলজিয়াম

উত্তরঃ বেলজিয়াম

বিস্তারিত

384. ২০১৫ সালে চাল আমদানিতে শীর্ষ দেশ কোনটি?

  • ক. পাকিস্তান
  • খ. চীন
  • গ. থাইল্যান্ড
  • ঘ. ভারত

উত্তরঃ চীন

বিস্তারিত

385. ২০১৫ সালে চাল উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?

  • ক. পাকিস্তান
  • খ. চীন
  • গ. থাইল্যান্ড
  • ঘ. ভারত

উত্তরঃ চীন

বিস্তারিত

386. ২০১৫ সালে খাদ্য শষ্য উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?

  • ক. ব্রাজিল
  • খ. ভারত
  • গ. যুক্তরাষ্ট্র
  • ঘ. চীন

উত্তরঃ চীন

বিস্তারিত

388. অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?

  • ক. ফ্রান্স
  • খ. চীন
  • গ. জাপান
  • ঘ. যুক্তরাষ্ট্র

উত্তরঃ যুক্তরাষ্ট্র

বিস্তারিত

389. অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি?

  • ক. সংযুক্ত আরব আমিরাত
  • খ. চীন
  • গ. সৌদি আরব
  • ঘ. ভারত

উত্তরঃ ভারত

বিস্তারিত

390. Mercer-এর জরীপ অনুযায়ী, বিশ্বে সবচেয়ে বসবাস উপযোগী শহর কোনটি?

  • ক. মিউনিখ (জার্মানি)
  • খ. অকল্যান্ড (নিউজিল্যান্ড)
  • গ. জুরিখ (সুইজারল্যান্ড)
  • ঘ. ভিয়েনা (অস্ট্রিয়া)

উত্তরঃ ভিয়েনা (অস্ট্রিয়া)

বিস্তারিত

391. Mercer-এর জরীপ অনুযায়ী, বসবাসের জন্য সবচেয়ে খারাপ শহর কোনটি?

  • ক. বাগদাদ (ইরাক)
  • খ. ঢাকা (বাংলাদেশ)
  • গ. ইসলামাবাদ (পাকিস্তান)
  • ঘ. মুম্বাই (ভারত)

উত্তরঃ বাগদাদ (ইরাক)

বিস্তারিত

392. Mercer-এর জরীপ অনুযায়ী, বসবাসের জন্য বিশ্বে ঢাকার অবস্থান কততম?

  • ক. ২১৭তম
  • খ. ২১৬তম
  • গ. ২১৫তম
  • ঘ. ২১৪তম

উত্তরঃ ২১৪তম

বিস্তারিত

393. অর্থনৈতিক স্বাধীনতা সূচক ২০১৬ অনুযায়ী সবচেয়ে ভালো দেশ কোনটি?

  • ক. সুইজারল্যান্ড
  • খ. নিউজিল্যান্ড
  • গ. সিঙ্গাপুর
  • ঘ. হংকং

উত্তরঃ হংকং

বিস্তারিত

394. অর্থনৈতিক স্বাধীনতা সূচক ২০১৬ অনুযায়ী সবচেয়ে খারাপ দেশ কোনটি?

  • ক. উত্তর কোরিয়া
  • খ. কিউবা
  • গ. ভেনিজুয়েলা
  • ঘ. জিম্বাবুয়ে

উত্তরঃ উত্তর কোরিয়া

বিস্তারিত

396. দুর্নীতির ধারণা সূচক ২০১৫ অনুযায়ী কম দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি?

  • ক. অস্ট্রেলিয়া
  • খ. নেদারল্যান্ডস
  • গ. নিউজিল্যান্ড
  • ঘ. ডেনমার্ক

উত্তরঃ ডেনমার্ক

বিস্তারিত

397. দুর্নীতির ধারণা সূচক ২০১৫ অনুযায়ী সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি?

  • ক. উত্তর কোরিয়া ও সোমালিয়া
  • খ. আফগানিস্তান ও সুদান
  • গ. ইরাক ও সিরিয়া
  • ঘ. দক্ষিন সুদান ও লিবিয়া

উত্তরঃ উত্তর কোরিয়া ও সোমালিয়া

বিস্তারিত

398. '৬৭-পি' কি?

  • ক. উপগ্রহ
  • খ. গ্রহাণু
  • গ. ধূমকেতু
  • ঘ. নক্ষত্র

উত্তরঃ ধূমকেতু

বিস্তারিত

399. মহাকর্ষীয় তরঙ্গ শনাক্তে কোন বাংলাদেশি বিজ্ঞানী যুক্ত ছিলেন?

  • ক. আবুল হুসসাম
  • খ. দীপঙ্কর তালুকদার
  • গ. সেলিম শাহরিয়ার
  • ঘ. খ ও গ উভয়ই

উত্তরঃ খ ও গ উভয়ই

বিস্তারিত

400. বিশ্বের বৃহত্তম রেডিও টেলিস্কোপের নাম কি?

  • ক. ন্যাচারাল রেডিও টেলিস্কোপ
  • খ. স্কেরিয়াল রেডিও টেলিস্কোপ
  • গ. অ্যাপাচার স্ফেরিয়াল রেডিও টেলিস্কোপ
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ অ্যাপাচার স্ফেরিয়াল রেডিও টেলিস্কোপ

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects