আন্তর্জাতিক বিষয়াবলী
201. নামিবিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী কে?
- ক. ক্যাথেরিন ক্রিচনার
- খ. সারা কুগনজেলা
- গ. জয়েস সান্দা
- ঘ. ম্যালাইসা ম্যারি
উত্তরঃ সারা কুগনজেলা
202. নাইজেরিয়ার বর্তমান (২০১৫) প্রেসিডেন্ট কে?
- ক. জোনাথন গুডরাক
- খ. কেনিয়াত্তা জোমো
- গ. আথিকিউ নামদি
- ঘ. মুহাম্মদ বুহারি
উত্তরঃ মুহাম্মদ বুহারি
203. বর্তমানে (২০১৫) বাজার মূল্যে বৃহৎ জ্বালানি কোম্পানি কোনটি?
- ক. ব্রিটিশ পেট্রোলিয়াম
- খ. এক্সন মবিল
- গ. পেট্রোচায়না
- ঘ. সেভরন কর্পোরেশন
উত্তরঃ পেট্রোচায়না
204. পিস পাইপলাইনের সাথে সংশ্লিষ্ট দেশ--
- ক. মিশর-ইরান
- খ. সৌদি আরব-ইরাক
- গ. পাকিস্তান-ইরান
- ঘ. ইরান-ইরাক
উত্তরঃ পাকিস্তান-ইরান
205. ৫ এপ্রিল ২০১৫ কোন দেশ পিতৃত্বকালীন ছুটি চালু করে?
- ক. ওমান
- খ. ইসরাইল
- গ. যুক্তরাষ্ট্র
- ঘ. যুক্তরাজ্য
উত্তরঃ যুক্তরাজ্য
206. বিতর্কিত স্প্রাটলি দ্বীপপুঞ্জে কোন দেশ কংক্রিটের রানওয়ে নির্মাণ করেছে?
- ক. ভারত
- খ. ইংল্যান্ড
- গ. যুক্তরাষ্ট্র
- ঘ. চীন
উত্তরঃ চীন
208. ২৬ এপ্রিল ২০১৫ কোন দেশ বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO)- এর ১৬১তম সদস্য পদ লাভ করে?
- ক. ইরান
- খ. সার্বিয়া
- গ. সুদান
- ঘ. সিচেলিস
উত্তরঃ সিচেলিস
209. স্থায়ী সালিশি আদালত (PCA)- এর বর্তমান (২০১৬) সদস্য দেশ কতটি?
- ক. ১২১ টি
- খ. ১২০ টি
- গ. ১১৫ টি
- ঘ. ১১৩ টি
উত্তরঃ ১২১ টি
210. ২২ মার্চ ২০১৫ স্থায়ী সালিশি আদালত (PCA)- এর ১১৭তম সদস্য পদ লাভ করে--
- ক. ইরাক
- খ. ইউক্রেন
- গ. ইরান
- ঘ. জর্জিয়া
উত্তরঃ জর্জিয়া
211. আন্তর্জাতিক নবায়নযোগ্য শক্তি সংস্থা (IRENA)- এর বর্তমান (২০১৫) সদস্য দেশ কতটি?
- ক. ১১৫ টি
- খ. ১২৫ টি
- গ. ১৩৫ টি
- ঘ. ১৪০ টি
উত্তরঃ ১৪০ টি
212. ৯ মার্চ ২০১৫ কোন দেশ আন্তর্জাতিক নবায়নযোগ্য শক্তি সংস্থা (IRENA)- এর ১৪০তম সদস্য পদ লাভ করে?
- ক. ফিলিস্তিন
- খ. নাইজেরিয়া
- গ. কলম্বিয়া
- ঘ. দক্ষিন সুদান
উত্তরঃ কলম্বিয়া
213. ১ মার্চ ২০১৫ ইউনিয়ন অব সাউথ আমেরিকান নেশনস (UNASUR)- এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
- ক. ওলান্তা হুমালা (পেরু)
- খ. মিশেল বাশেলেট (চিলি)
- গ. নিকোলাস মাদুরো (ভেনিজুয়েলা)
- ঘ. তাবারে ভাজকুয়েজ (উরুগুয়ে)
উত্তরঃ তাবারে ভাজকুয়েজ (উরুগুয়ে)
- ক. মারিও দ্রাঘি (ইতালি)
- খ. ইভিকা দাচ্চি (সার্বিয়া)
- গ. হেলেন ক্লার্ক (নিউজিল্যান্ড)
- ঘ. প্যাট্রিক ইগ্নাতিয়ুস গোমেজ (গায়ানা)
উত্তরঃ প্যাট্রিক ইগ্নাতিয়ুস গোমেজ (গায়ানা)
215. ৬ ফেব্রুয়ারি ২০১৫ কে আন্তর্জাতিক বিচার আদালত (ICJ)-এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন?
- ক. স্যাং হিয়ুন (দক্ষিন কোরিয়া)
- খ. রন্নি আব্রাহাম (ফ্রান্স)
- গ. মার্গারেট চ্যান (হংকং)
- ঘ. গাই রাইডার (যুক্তরাজ্য)
উত্তরঃ রন্নি আব্রাহাম (ফ্রান্স)
216. আন্তর্জাতিক টেবিল টেনিস দিবস কবে?
- ক. ১২ এপ্রিল
- খ. ৯ এপ্রিল
- গ. ৮ এপ্রিল
- ঘ. ৬ এপ্রিল
উত্তরঃ ৬ এপ্রিল
218. পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (NPT) স্বাক্ষরকারী দেশ কতটি?
- ক. ১৯০ টি
- খ. ১৭৫ টি
- গ. ১৮৫ টি
- ঘ. ১৬৫ টি
উত্তরঃ ১৯০ টি
219. ১০ ফেব্রুয়ারি ২০১৫ কোন দেশ পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (NPT) স্বাক্ষর করে?
- ক. ওমান
- খ. ইরান
- গ. ইরাক
- ঘ. ফিলিস্তিন
উত্তরঃ ফিলিস্তিন
220. ২০ মার্চ ২০১৫ কোন দেশ CTBT অনুমোদন করে?
- ক. মিসর
- খ. পাকিস্তান
- গ. অ্যাঙ্গোলা
- ঘ. জর্ডান
উত্তরঃ অ্যাঙ্গোলা
221. এ পর্যন্ত (২০১৫) কতটি দেশ CTBT অনুমোদন করেছে?
- ক. ১৬৪ টি
- খ. ১৬০ টি
- গ. ১৫৫ টি
- ঘ. ১৬৫ টি
উত্তরঃ ১৬৪ টি
222. ২৩ মার্চ ২০১৫ কোন দেশ অ্যান্টার্কটিক চুক্তিতে যুক্ত হয়েছে?
- ক. সিংগাপুর
- খ. পাকিস্তান
- গ. মঙ্গোলিয়া
- ঘ. জর্জিয়া
উত্তরঃ মঙ্গোলিয়া
223. এ পর্যন্ত (২০১৫) কতটি দেশ অ্যান্টার্কটিক চুক্তিতে যুক্ত হয়েছে?
- ক. ৫২ টি
- খ. ৪৫ টি
- গ. ৫৫ টি
- ঘ. ৪৭ টি
উত্তরঃ ৫২ টি
224. SDSN-এর রিপোর্টে বিশ্বের সবচেয়ে সুখী দেশ কোনটি?
- ক. সুইজারল্যান্ড
- খ. নরওয়ে
- গ. আইসল্যান্ড
- ঘ. ডেনমার্ক
উত্তরঃ সুইজারল্যান্ড
225. SDSN-এর রিপোর্টে বিশ্বের সবচেয়ে অসুখী দেশ কোনটি?
- ক. বেনিন
- খ. সিরিয়া
- গ. বুরুন্ডি
- ঘ. টোগো
উত্তরঃ টোগো