আন্তর্জাতিক বিষয়াবলি

1551. 'আবু গারিব' বলিতে বুঝায়?

  • ক. একজন বিখ্যাত দার্শনিক
  • খ. একটি যাদুঘর
  • গ. একটি জেলখানা
  • ঘ. একজন বৈজ্ঞানিক

উত্তরঃ একটি জেলখানা

বিস্তারিত

1552. বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা আছে?

  • ক. ২টি
  • খ. ৩টি
  • গ. ৪টি
  • ঘ. ৫টি

উত্তরঃ ৪টি

বিস্তারিত

1554. কোন দুটি দেশের মধ্যে সীমান্ত বিরোধ নিষ্পত্তির জন্য ২০১৯ সালে নোবেল শান্তি পুরুষ্কার দেয়া হয়?

  • ক. ক্যামেরুন এবং ইথিওপিয়া
  • খ. পেরু এবং ভেনেজুয়েলা
  • গ. ইথিওপিয়া এবং ইরিত্রিয়া
  • ঘ. মালি এবং সেনেগাল

উত্তরঃ ইথিওপিয়া এবং ইরিত্রিয়া

বিস্তারিত

1555. বিট্রিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় কত সালে?

  • ক. ১৯১২ সালে
  • খ. ১৯১৩ সালে
  • গ. ১৯১৪ সালে
  • ঘ. ১৯১৫ সালে

উত্তরঃ ১৯১২ সালে

বিস্তারিত

1556. আন্তর্জাতিক মুদ্রা তহবিল কোন সালে গঠিত হয়?

  • ক. ১৯৪৪ সালে
  • খ. ১৯৪৫ সালে
  • গ. ১৯৪৮ সালে
  • ঘ. ১৯৪৯ সালে

উত্তরঃ ১৯৪৫ সালে

বিস্তারিত

1559. ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন দেশ ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা?

  • ক. সুইডেন
  • খ. মার্কিন যুক্তরাষ্ট্র
  • গ. যুক্তরাজ্য
  • ঘ. জার্মানি

উত্তরঃ জার্মানি

বিস্তারিত

1560. সামরিক ভাষার ‘WMD' অর্থ কি?

  • ক. Weapons of Mass Destruction
  • খ. Worldwide Mass Dewtniction
  • গ. Weapons of Missile Defence
  • ঘ. Weapons for Massive Destruction

উত্তরঃ Weapons for Massive Destruction

বিস্তারিত

1561. ২০২০ সালে প্রকাশিত ‘আইনের শাসন’ সূচকে শীর্ষস্থান অর্জনকারী দেশের নাম কী?

  • ক. ডেনমার্ক
  • খ. নরওয়ে
  • গ. জার্মানি
  • ঘ. সিঙ্গাপুর

উত্তরঃ ডেনমার্ক

বিস্তারিত

1562. ইনকা সভ্যতা কোন অঞ্চলে বিরাজমান ছিল?

  • ক. দক্ষিণ আমেরিকা
  • খ. আফ্রিকা
  • গ. মধ্যপ্রাচ্য
  • ঘ. ইউরোপ

উত্তরঃ দক্ষিণ আমেরিকা

বিস্তারিত

1563. নিচের কোন দেশটিতে রাশিয়ার সামরিক ঘাঁটির সুবিধা বিদ্যমান?

  • ক. কিউবা
  • খ. ভিয়েতনাম
  • গ. উজবেকিস্তান
  • ঘ. সোমালিয়া

উত্তরঃ কিউবা

বিস্তারিত

1564. ফিনল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল?

  • ক. রাশিয়া
  • খ. ডেনমার্ক
  • গ. সুইডেন
  • ঘ. ইংল্যান্ড

উত্তরঃ রাশিয়া

বিস্তারিত

1566. আন্তর্জাতিক আদালতে মিয়ানমার কর্তৃক রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মামলা করে কোন দেশ?

  • ক. নাইজেরিয়া
  • খ. গাম্বিয়া
  • গ. বাংলাদেশ
  • ঘ. আলজেরিয়া

উত্তরঃ গাম্বিয়া

বিস্তারিত

1567. কোন বিদেশি রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে?

  • ক. রুয়ান্ডা
  • খ. সিয়েরালিয়ন
  • গ. সুদান
  • ঘ. লাইবেরিয়া

উত্তরঃ সিয়েরালিয়ন

বিস্তারিত

1568. জাতিসংঘ নামকরণ করেন -

  • ক. রুজভেল্ট
  • খ. স্টালিন
  • গ. চার্চিল
  • ঘ. দ্যা গল

উত্তরঃ রুজভেল্ট

বিস্তারিত

1569. কোন মুসলিম দেশ সামরিক জোট ন্যাটোর সদস্য?

  • ক. সৌদি আরব
  • খ. মালয়েশিয়া
  • গ. পাকিস্তান
  • ঘ. তুরস্ক

উত্তরঃ তুরস্ক

বিস্তারিত

1570. নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন কোন বছর প্রতিষ্ঠিত হয়?

  • ক. ১৯৪৫ সালে
  • খ. ১৯৪৯ সালে
  • গ. ১৯৪৮ সালে
  • ঘ. ১৯৫১ সালে

উত্তরঃ ১৯৪৯ সালে

বিস্তারিত

1571. জার্মানির প্রথম নারী চ্যান্সেলর কে?

  • ক. অ্যানেগরেট ক্রাম্প
  • খ. লিনা হেডরিচ
  • গ. অ্যাঞ্জেলা মারকেল
  • ঘ. পেট্রা কেলি

উত্তরঃ অ্যাঞ্জেলা মারকেল

বিস্তারিত

1572. বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি কোনটি?

  • ক. ময়নামতি
  • খ. পুন্ডবর্ধন
  • গ. পাহাড়পুর
  • ঘ. আইসোথার্ম

উত্তরঃ পুন্ডবর্ধন

বিস্তারিত

1573. 10 ফেব্রুয়ারি 2015 কোন দেশ পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি স্বাক্ষর করে?

  • ক. ইসরাইল
  • খ. ফিলিস্তিন
  • গ. মিশর
  • ঘ. জর্ডান

উত্তরঃ ফিলিস্তিন

বিস্তারিত

1574. CIA এর সদর দপ্তর কোথায়?

  • ক. ওয়াশিংটন ডিসি
  • খ. ডালাস
  • গ. নিউইয়র্ক
  • ঘ. ভার্জিনিয়া

উত্তরঃ ভার্জিনিয়া

বিস্তারিত

1575. এপেক কবে গঠিত হয়?

  • ক. 1979
  • খ. 1990
  • গ. 1989
  • ঘ. 1991

উত্তরঃ 1989

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects