আন্তর্জাতিক বিষয়াবলি
1577. বিশ্ব মানবাধিকার দিবস কবে?
- ক. ১০ ডিসেম্বর
- খ. ১১ ডিসেম্বর
- গ. ১২ ডিসেম্বর
- ঘ. 13 ডিসেম্বর
উত্তরঃ ১০ ডিসেম্বর
1579. বিমসটেকের ৪র্থ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
- ক. বাংলাদেশ
- খ. ভুটান
- গ. নেপাল
- ঘ. পাকিস্তান
উত্তরঃ নেপাল
1580. ২০১৮ সালের দ্বাদশ সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
- ক. পাকিস্তান
- খ. বাংলাদেশ
- গ. ভারত
- ঘ. মালদ্বীপ
উত্তরঃ মালদ্বীপ
1581. ২০২০ সালে ত্রয়োদশ সাফ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হবে?
- ক. পাকিস্তান
- খ. বাংলাদেশ
- গ. ভারত
- ঘ. মালদ্বীপ
উত্তরঃ পাকিস্তান
1582. ২০১৮ সালে FIFA the best ও UEFA বর্ষসেরা হয় কোন খেলোয়াড়?
- ক. লুকা মডরিচ (ক্রোয়েশিয়া)
- খ. ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল)
- গ. মোহাম্মদ সালাহ (মিসর)
- ঘ. লিওনেল মেসি (আর্জেন্টিনা)
উত্তরঃ লুকা মডরিচ (ক্রোয়েশিয়া)
1583. জাতিসংঘের ৭৬তম সাধারণ পরিষদের সভাপতি কে?
- ক. আবদুল্লাহ শহীদ
- খ. ভোলকান বোজকির
- গ. এম এ মান্নান
- ঘ. এস জয় শংকর
উত্তরঃ আবদুল্লাহ শহীদ
1584. জাতিসংঘের ৭৬তম সাধারণ পরিষদের সভাপতি কোন দেশের নাগরিক?
- ক. ভারত
- খ. তুরস্ক
- গ. ভুটান
- ঘ. মালদ্বীপ
উত্তরঃ মালদ্বীপ
1585. কোন দেশে সেনাবাহিনী নেই?
- ক. জার্মানি
- খ. ইতালি
- গ. মালদ্বীপ
- ঘ. সবগুলো
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
1586. কে চন্দ্রে পা রাখেননি?
- ক. নীল আর্মস্টং
- খ. এডুইন অলড্রিন
- গ. মাইকেল কলিন্স
- ঘ. সকলে পা রেছেছেন
উত্তরঃ মাইকেল কলিন্স
1587. রুশ বিপ্লবের নেতৃত্বদানকারী দল কোনটি?
- ক. নাৎসী পার্টি
- খ. রুশ সমাজতান্ত্রিক দল
- গ. বলশেভিক পার্টি
- ঘ. রুশ রেভুল্যুশন ফ্রন্ট
উত্তরঃ বলশেভিক পার্টি
1589. WHO (World Health organization) এর সদর দপ্তর কোনটি?
- ক. জেনেভা
- খ. প্যারিস
- গ. নিউইয়র্ক
- ঘ. লন্ডন
উত্তরঃ জেনেভা
1590. বেলিজের পূর্বনাম কী?
- ক. লালা শিলসিলা
- খ. বিট্রিশ হুণ্ডুরাস
- গ. তিরিশো গ্রান্ড
- ঘ. কোনোটিই নয়
উত্তরঃ বিট্রিশ হুণ্ডুরাস
1591. ওয়াটার গেট কি?
- ক. জল প্রপাত
- খ. বাণিজ্যিক ভবন
- গ. পাকিস্তানের নদী
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ বাণিজ্যিক ভবন
1592. কোনটি ফিলিস্তিন শহর নয়?
- ক. রামাল্লা
- খ. নাবলুস
- গ. বেথেলহেম
- ঘ. সবগুলো
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
1594. ফ্লোরেন্স নাইটিঙ্গেল নামটি কোন যুদ্ধের সাথে সংশ্লিষ্ট?
- ক. ওয়াটার লু’র যুদ্ধ
- খ. আমেরিকার গৃহযুদ্ধ
- গ. ফরাসি বিপ্লব
- ঘ. ক্রিমিয়ার যুদ্ধ
উত্তরঃ ওয়াটার লু’র যুদ্ধ
1597. ইতিহাসের জনক কাকে বলা হয়?
- ক. রুসিডাই জিস
- খ. হেরোডোটাস
- গ. এরিস্টটল
- ঘ. টায়নবি
উত্তরঃ হেরোডোটাস
1598. আয়তনের দিক দিয়ে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি?
- ক. রাশিয়া
- খ. কানাডা
- গ. অস্ট্রেলিয়া
- ঘ. মার্কিন যুক্তরাষ্ট্র
উত্তরঃ রাশিয়া
1600. করােনা ভাইরাসের বিরুদ্ধে বিশ্বের প্রথম কোন দেশ প্রাণীর জন্য ভ্যাকসিন প্রবর্তন করে?
- ক. চীন
- খ. রাশিয়া
- গ. মার্কিন যুক্তরাষ্ট্র
- ঘ. ইসরায়েল
উত্তরঃ রাশিয়া