আন্তর্জাতিক বিষয়াবলি
1651. ‘রোসাটম’ কোন দেশের জাতীয় পরমাণু সংস্থা?
- ক. চীন
- খ. উত্তর কোরিয়া
- গ. রাশিয়া
- ঘ. ফ্রান্স
উত্তরঃ রাশিয়া
1653. বিশ্বের কোন দেশে ভোট দেওয়া বাধ্যতামূলক?
- ক. সুইডেন
- খ. অস্ট্রেলিয়া
- গ. নিউজিল্যান্ড
- ঘ. ইংল্যান্ড
উত্তরঃ অস্ট্রেলিয়া
1658. ইউরোপীয় পার্লামেন্ট কোথায় অবস্থিত?
- ক. ব্রাসেলস
- খ. লুক্সেমবার্গ
- গ. ফ্রাঙ্কফুট
- ঘ. দ্য হেগ
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
1659. এক বিশ্বকাপে সর্বাধিক উইকেট শিকারি খেলোয়াড় কে?
- ক. গ্রেন ম্যাকগ্রা
- খ. ওয়াসিম আকরাম
- গ. লসিথ মালিঙ্গা
- ঘ. কোর্টনী ওয়ালশ
উত্তরঃ গ্রেন ম্যাকগ্রা
1660. ২০২১ সালে অনুষ্ঠিত কোপা আমেরিকায় গোল্ডেন বুট কে পেয়েছে?
- ক. নেইমার
- খ. লিওনেল মেসি
- গ. সুয়ারেজ
- ঘ. জেসুস
উত্তরঃ লিওনেল মেসি
1661. ২০২০ সালে অস্কার পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ চলচ্চিত্র হলো -
- ক. মিনারি
- খ. প্যারাসাইট
- গ. হোয়াইট টাইগার
- ঘ. ম্যারেজ স্টোরি
উত্তরঃ প্যারাসাইট
1662. ‘দি ওয়েলথ অব ন্যাশনস’ গ্রন্থের রচিয়তা -
- ক. অ্যাডাম স্মিথ
- খ. চার্লস টেইলর
- গ. জি.ডব্লিউ.এফ. হেগেল
- ঘ. কার্ল মার্কস
উত্তরঃ অ্যাডাম স্মিথ
1663. নিচের যে দেশটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয় -
- ক. ফ্রান্স
- খ. চীন
- গ. রাশিয়া
- ঘ. জার্মানি
উত্তরঃ জার্মানি
1664. সদ্যঘোষিত ‘আউকুস’ (AUKUS) চুক্তির অন্তর্ভুক্ত দেশ নয় -
- ক. জাপান
- খ. যুক্তরাষ্ট্র
- গ. যুক্তরাজ্য
- ঘ. অস্ট্রেলিয়া
উত্তরঃ জাপান
1665. রোমান সভ্যতার স্থাপত্য নিদর্শন ‘কলোসিয়াম’ হলো -
- ক. খেলার মাঠ
- খ. নাট্যশালা
- গ. বিশ্ববিদ্যালয়
- ঘ. উপাসনালয়
উত্তরঃ নাট্যশালা
1666. কোভিড-১৯ এর ৩ ডোজের টিকা ‘আবদালা’র আবিষ্কারক দেশ হলো -
- ক. স্পেন
- খ. কিউবা
- গ. রাশিয়া
- ঘ. জার্মানি
উত্তরঃ কিউবা
1668. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন প্রথম যে দেশ সফর করেন -
- ক. যুক্তরাজ্য
- খ. রাশিয়া
- গ. ফ্রান্স
- ঘ. বেলজিয়াম
উত্তরঃ যুক্তরাজ্য
1669. ২২তম কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে যে শহরে -
- ক. বার্মিংহাম
- খ. মেলবোর্ন
- গ. কুয়ালালামপুর
- ঘ. সিঙ্গাপুর সিটি
উত্তরঃ বার্মিংহাম
1672. পদার্থবিজ্ঞান ও রসায়ন বিজ্ঞান উভয় বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছেন কে?
- ক. জন বার্ডিন
- খ. লিনাস পাওলি
- গ. পিয়েরে কুরি
- ঘ. মেরি কুরি
উত্তরঃ মেরি কুরি
1674. নিচের কোন দেশে সমুদ্রবন্দর নেই?
- ক. আলজেরিয়া
- খ. বেলজিয়াম
- গ. সুইজারল্যান্ড
- ঘ. মিশর
উত্তরঃ সুইজারল্যান্ড
1675. 'Veto' শব্দের অর্থ কী?
- ক. এটা আমি জানি না
- খ. এটা আমি মানি না
- গ. আমি সমর্থন করি
- ঘ. আমি মতামত দিব না
উত্তরঃ এটা আমি মানি না