আন্তর্জাতিক বিষয়াবলি
1703. মায়া সভ্যতাটি আবিষ্কৃত হয় -
- ক. উত্তর আমেরিকায়
- খ. দক্ষিণ আমেরিকায়
- গ. মধ্য আফ্রিকায়
- ঘ. মধ্য আমেরিকায়
উত্তরঃ মধ্য আমেরিকায়
1704. বিশ্ব মানবাধিকার দিবস -
- ক. ৮ ডিসেম্বর
- খ. ১০ ডিসেম্বর
- গ. ১১ ডিসেম্বর
- ঘ. ১২ ডিসেম্বর
উত্তরঃ ১০ ডিসেম্বর
1706. ইরান - ইরাক যুদ্ধবিরতির তদারকির কাজে নিয়োজিত জাতিসংঘের বাহিনী কোন নামে পরিচিত ছিল?
- ক. UNIMOG
- খ. UNIIMOG
- গ. UNGOMAP
- ঘ. UNICEF
উত্তরঃ UNIIMOG
1707. আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কোন তারিখে পালিত হয়?
- ক. ১৫ সেপ্টেম্বর
- খ. ১৫ অক্টোবর
- গ. ১৫ নভেম্বর
- ঘ. ১৫ ডিসেম্বর
উত্তরঃ ১৫ সেপ্টেম্বর
1708. ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর প্রধান কার্যালয় কোথায়?
- ক. ফ্রান্স
- খ. জার্মানি
- গ. নেদারল্যান্ড
- ঘ. হাঙ্গেরি
উত্তরঃ জার্মানি
1709. 'The lady with the Lamp' নামে পরিচিত -
- ক. হেরেন কেলার
- খ. ফ্লোরেন্স নাইটিঙ্গেল
- গ. মাদার তেরেসা
- ঘ. সরোজিনী নাইডু
উত্তরঃ ফ্লোরেন্স নাইটিঙ্গেল
1711. বর্তমান জাতিসংঘ মহাসচিবের নাম কি?
- ক. কফি আনান
- খ. বান কি মুন
- গ. অ্যান্টনিও গুতারেস
- ঘ. বুট্রোস ঘালি
উত্তরঃ অ্যান্টনিও গুতারেস
1712. COP-26 সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে কোথায়?
- ক. রিও ডি জেনেরিও
- খ. গ্লাসগো
- গ. লন্ডন
- ঘ. প্যারিস
উত্তরঃ গ্লাসগো
1713. সম্প্রতি যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কে রাশিয়া ভ্রমণ করেন?
- ক. প্রতিরক্ষামন্ত্রী
- খ. সেনাবাহিনী প্রধান
- গ. সিআইএ পরিচালক
- ঘ. পররাষ্ট্রমন্ত্রী
উত্তরঃ সিআইএ পরিচালক
1714. সম্প্রতি কোন দেশে বিদেশী মুদ্রার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে?
- ক. মায়ানমার
- খ. আফগানিস্তান
- গ. তাইওয়ান
- ঘ. উত্তর কোরিয়া
উত্তরঃ আফগানিস্তান
1715. টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ এর দ্বিতীয় সেমি ফাইনাল কবে অনুষ্ঠিত হবে?
- ক. ৮ নভেম্বর ২০২১
- খ. ১০ নভেম্বর ২০২১
- গ. ১১ নভেম্বর ২০২১
- ঘ. ১৪ নভেম্বর ২০২১
উত্তরঃ ১১ নভেম্বর ২০২১
1716. জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন অতিসম্প্রতি কোন শহরে শুরু হয়েছে?
- ক. এডিনবার্গ
- খ. গ্লাসগো
- গ. লন্ডস
- ঘ. ড্যান্ডি
উত্তরঃ গ্লাসগো
1717. সম্প্রতি বিশ্ব নেতৃবৃন্দ পৃথিবীর তাপমাত্রা কত ডিগ্রীর মধ্যে ধরে রাখার বিষয়ে একমত হয়েছেন?
- ক. ৩.১ সেলসিয়াস
- খ. ৩.১ ফারেনহাইট
- গ. ১.৫ সেলসিয়াস
- ঘ. ১.৫ ফারেনহাইট
উত্তরঃ ১.৫ সেলসিয়াস
1718. Paris agreement কোন ধরনের চুক্তি?
- ক. মহামারি নিয়ন্ত্রণ সংক্রান্ত
- খ. জলবায়ু সংক্রান্ত
- গ. আন্তর্জাতিক টিকা উৎপাদন সংক্রান্ত
- ঘ. কোনটিইন নয়
উত্তরঃ জলবায়ু সংক্রান্ত
1719. ASIAN এর সদস্য নয় কোন দেশটি?
- ক. নেপাল
- খ. থাইল্যান্ড
- গ. ক্রোয়েশিয়া
- ঘ. ফিলিপাইন
উত্তরঃ ক্রোয়েশিয়া
1720. একাডেমি অব সায়েন্স কোন দেশের বিখ্যাত লাইব্রেরী?
- ক. যুক্তরাজ্য
- খ. ফ্রান্স
- গ. রাশিয়া
- ঘ. জার্মানি
উত্তরঃ রাশিয়া
1721. `Blue Economy' কোন বিষয়ের সাথে সম্পর্কিত?
- ক. সমুদ্র অর্থনীতি
- খ. সবুজ বিপ্লব
- গ. বিশ্বায়ন
- ঘ. নীল চাষ
উত্তরঃ সমুদ্র অর্থনীতি
1722. সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সাক্ষরতার হারে শীর্ষ দেশ কোনটি?
- ক. মালদ্বীপ
- খ. মালয়েশিয়া
- গ. নেপাল
- ঘ. শ্রীলংকা
উত্তরঃ মালদ্বীপ
1723. যুক্তরাজ্যের রাজা বা রাণী অন্য কোন দেশের রাষ্ট্র প্রধান?
- ক. কানাডা
- খ. সাইপ্রাস
- গ. জিম্বাবুয়ে
- ঘ. অস্ট্রেলিয়া
উত্তরঃ কানাডা
1724. জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশ কোনটি?
- ক. ম্যাকাও
- খ. পূর্ব তিমুর
- গ. প্যালেস্টাইন
- ঘ. মোনাকো
উত্তরঃ প্যালেস্টাইন
1725. Nollywood refers to -
- ক. Norwegian Film Indudtry
- খ. Nepalese Film Industry
- গ. Nigerian Film Industry
- ঘ. Namibian Film Industry
উত্তরঃ Nigerian Film Industry