আন্তর্জাতিক বিষয়াবলি
1751. বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত গঙ্গার পানি বণ্টন চুক্তি কখন শেষ হবে?
- ক. ২০৪০
- খ. ২০২৬
- গ. ২০২৪
- ঘ. ২০৩০
উত্তরঃ ২০২৬
1752. কোন দেশকে ইউরোপের রুটির ঝুড়ি বলা হয়?
- ক. জার্মানি
- খ. ইতালি
- গ. পোল্যান্ড
- ঘ. ইউক্রেন
উত্তরঃ ইউক্রেন
1753. গণতন্ত্রের ধারণা উৎসারিত হয় প্রথম কোন দেশে?
- ক. যুক্তরাষ্ট্র
- খ. প্রাচীন গ্রিস
- গ. প্রাচীন রোম
- ঘ. প্রাচীন ভারত
উত্তরঃ প্রাচীন গ্রিস
1754. কখন এবং কোথায় International Union for Conservation of Nature (IUCN) প্রতিষ্ঠিত হয়?
- ক. ১৯৪৮, ফ্রান্স
- খ. ১৯৪৯, সুইজারল্যান্ড
- গ. ১৯৬১, রোম
- ঘ. ১৯৫২, লন্ডন
উত্তরঃ ১৯৪৮, ফ্রান্স
1755. ‘নেকড়েযোদ্ধা কূটনীতি’ কোন দেশের সাথে সংশ্লিষ্ট?
- ক. ভিয়েতনাম
- খ. উত্তর কোরিয়া
- গ. চীন
- ঘ. রাশিয়া
উত্তরঃ চীন
1758. World Economic Forum এর বাৎসরিক অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়?
- ক. প্যারিস
- খ. জুরিখ
- গ. দাভোস
- ঘ. বার্ন
উত্তরঃ দাভোস
1759. তাসখন্দ চুক্তি কোন দুটি রাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হয়?
- ক. পাকিস্তান ও আফগানিস্তান
- খ. ভারত ও আফগানিস্তান
- গ. পাকিস্তান ও ভারত
- ঘ. আফগানিস্তান ও সোভিয়েত ইউনিয়ন
উত্তরঃ পাকিস্তান ও ভারত
1760. প্রথাগতভাবে বছরের কোন দিন জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন শুরু হয়?
- ক. সেপ্টেম্বর মাসের প্রথম সোমবার
- খ. অক্টোবর মাসের প্রথম মঙ্গলবার
- গ. আগস্ট মাসের শেষ সোমবার
- ঘ. অক্টোবর মাসের প্রথম সোমবার
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
- ক. জর্ডান ও মিশর
- খ. কুয়েত ও বাহরাইন
- গ. লিবিয়া ও ওমান
- ঘ. তিউনিসিয়া ও আলজেরিয়া
উত্তরঃ জর্ডান ও মিশর
1762. মহান মুক্তিযুদ্ধ চলাকালীন ‘কনসার্ট ফর বাংলাদেশ’ কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
- ক. নিউইয়র্ক
- খ. বোস্টন
- গ. লন্ডন
- ঘ. ক্যানবেরা
উত্তরঃ নিউইয়র্ক
1763. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদ কত সময়ের জন্য?
- ক. ১ বছর
- খ. ২ বছর
- গ. ৪ বছর
- ঘ. ৫ বছর
উত্তরঃ ২ বছর
1764. আন্তর্জাতিক আদালতের একজন বিচারক কয় বছরের জন্য নির্বাচিত হন?
- ক. তিন বছর
- খ. সাত বছর
- গ. চার বছর
- ঘ. নয় বছর
উত্তরঃ নয় বছর
1765. ২০২২ সালে কোন দেশ জাতিসংঘের শান্তিস্থাপন কমিশনের সভাপতি নির্বাচিত হয়?
- ক. যুক্তরাষ্ট্র
- খ. সুইজারল্যান্ড
- গ. বাংলাদেশ
- ঘ. ভারত
উত্তরঃ ভারত
1767. কোন দেশটি ভেনিজুয়েলার প্রতিবেশী রাষ্ট্র নয়?
- ক. গায়ানা
- খ. বলিভিয়া
- গ. ব্রাজিল
- ঘ. কলম্বিয়া
উত্তরঃ বলিভিয়া
1768. COP 26 এ COP মানে কী?
- ক. কনফারেন্স অব প্যারিস
- খ. কনফারেন্স অব দ্য পাওয়ার
- গ. কনফারেন্স অব দ্য পার্টিস
- ঘ. কনফারেন্স অব দ্য প্রটোকল
উত্তরঃ কনফারেন্স অব দ্য পার্টিস
- ক. প্যারিস মিউজিয়াম
- খ. ব্রিটিশ মিউজিয়াম
- গ. কায়রো মিউজিয়াম
- ঘ. শিকাগো মিউজিয়াম
উত্তরঃ প্যারিস মিউজিয়াম
1771. মুক্তিযুদ্ধকালে জর্জ হ্যারিসন আয়োজিত কনসার্টের নাম কী ছিল?
- ক. কনসার্ট ফর বাংলাদেশ
- খ. কান্ট্রি কনসার্ট
- গ. লিবারেশন কনসার্ট
- ঘ. কনসার্ট ১৯৭১
উত্তরঃ কনসার্ট ফর বাংলাদেশ
1773. ইনকা সভ্যতা কোন অঞ্চলে বিদ্যমান ছিল?
- ক. দক্ষিণ আমেরিকা
- খ. আফ্রিকা
- গ. মধ্যপ্রাচ্য
- ঘ. পূর্ব আফ্রিকা
উত্তরঃ দক্ষিণ আমেরিকা
1774. বিশ্বের কোন শহরটি নিষিদ্ধ শহর নামে পরিচিত?
- ক. লাসা
- খ. উলানবাটোর
- গ. পিয়াং ইয়াং
- ঘ. কাবুল
উত্তরঃ লাসা
1775. ‘Green Peace' এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
- ক. আমস্টারডাম
- খ. প্যারিস
- গ. জেনেভা
- ঘ. রোম
উত্তরঃ আমস্টারডাম