আন্তর্জাতিক বিষয়াবলি

1801. বিশ্ব পানি দিবস পালিত হয়?

  • ক. ২২ মার্চ
  • খ. ২৩ মার্চ
  • গ. ২২ এপ্রিল
  • ঘ. ২৫ এপ্রিল

উত্তরঃ ২২ মার্চ

বিস্তারিত

1803. বিশ্ব পরিবেশ দিবস কবে?

  • ক. ৫ মে
  • খ. ১৫ মে
  • গ. ৫ জুন
  • ঘ. ১৫ জুন

উত্তরঃ ৫ জুন

বিস্তারিত

1804. SDG এর Goal মোট কয়টি এবং Target কয়টি?

  • ক. 15টি এবং 155টি
  • খ. 17টি এবং 169টি
  • গ. 1৪টি এবং 165টি
  • ঘ. 19টি এবং 171টি

উত্তরঃ 17টি এবং 169টি

বিস্তারিত

1805. Black Lives Matter' কী?

  • ক. একটি গ্রন্থের নাম
  • খ. একটি পানীয়ের নাম
  • গ. বর্ণবাদ বিরোধী আন্দোলন
  • ঘ. একটি NGO

উত্তরঃ বর্ণবাদ বিরোধী আন্দোলন

বিস্তারিত

1807. আন্তর্জাতিক আদালতে মিয়ানমার কর্তৃক রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মামলা করেছে কোন দেশ?

  • ক. নাইজেরিয়া
  • খ. বাংলাদেশ
  • গ. গাম্বিয়া
  • ঘ. আলজেরিয়া

উত্তরঃ গাম্বিয়া

বিস্তারিত

1808. Belt and Road Initiatives (BRI)" এর প্রস্তাব করেছে কোন দেশ?

  • ক. জাপান
  • খ. ভারত
  • গ. চীন
  • ঘ. রাশিয়া

উত্তরঃ চীন

বিস্তারিত

1809. NASA এর সদর দপ্তর কোথায়?

  • ক. ওয়াশিংটন ডিসি
  • খ. ফ্লোরিডা
  • গ. হিউস্টন
  • ঘ. কেপ কেনেডি

উত্তরঃ ওয়াশিংটন ডিসি

বিস্তারিত

1810. নাগাসাকি কোন দেশের শহর?

  • ক. ফিলিপাইন
  • খ. ভিয়েতনাম
  • গ. কম্বোডিয়া
  • ঘ. জাপান

উত্তরঃ জাপান

বিস্তারিত

1811. IMF এর পূর্ণ অভিব্যক্তি কী?

  • ক. International Monetary Fund
  • খ. International Mutual Fund
  • গ. International Matching Fund
  • ঘ. International Mandatory Fund

উত্তরঃ International Monetary Fund

বিস্তারিত

1812. 'ভেটো' ক্ষমতার অধিকারী কোন কোন রাষ্ট্র ?

  • ক. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রসমূহ
  • খ. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সকল সদস্য রাষ্ট্র
  • গ. জাতিসংঘের সাধারন পরিষদের সকল সদস্য রাষ্ট্র
  • ঘ. জাতিসংঘের মহাসচিব

উত্তরঃ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রসমূহ

বিস্তারিত

1813. FAO এর সদর দপ্তর কোথায়?

  • ক. মস্কো
  • খ. টোকিও
  • গ. রোম
  • ঘ. ওয়াশিংটন

উত্তরঃ রোম

বিস্তারিত

1814. হাম্বানটোটা সমুদ্র বন্দর কোথায় অবস্থিত?

  • ক. ভারত
  • খ. জিবুতি
  • গ. শ্রীলংকা
  • ঘ. মাদাগাস্কার

উত্তরঃ শ্রীলংকা

বিস্তারিত

1815. এসডিজি (SDG) বাস্তবায়নের প্রান্তিক বছর কোন সাল ?

  • ক. ২০৩৬
  • খ. ২০২৫
  • গ. ২০৩০
  • ঘ. ২০৩৫

উত্তরঃ ২০৩০

বিস্তারিত

1817. জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কী?

  • ক. কফি আনান
  • খ. আন্তেনিও গুতেরেস
  • গ. বান কি মুন
  • ঘ. বুত্রোস গালি

উত্তরঃ আন্তেনিও গুতেরেস

বিস্তারিত

1819. নিম্নের কোন দেশটি Horn of Africa-তে অবস্থিত?

  • ক. সুদান
  • খ. মরক্কো
  • গ. ইথিওপিয়া
  • ঘ. সোমালিয়া

উত্তরঃ ইথিওপিয়া

বিস্তারিত

1820. ইউরোপীয় ইউনিয়ন কর্তৃক স্বল্পোন্নত দেশসমূহকে প্ৰদত্ত EBA সুবিধা কোন ক্ষেত্রে প্রযোজ্য?

  • ক. পরিবহণের ক্ষেত্রে
  • খ. বাণিজ্যের ক্ষেত্রে
  • গ. যুদ্ধের ক্ষেত্রে
  • ঘ. শিক্ষার ক্ষেত্রে

উত্তরঃ বাণিজ্যের ক্ষেত্রে

বিস্তারিত

1821. ইউরোপীয় ‘রুটির ঝুড়ি’ কোনটি?

  • ক. ফ্রান্স
  • খ. রাশিয়া
  • গ. স্পেন
  • ঘ. ইউক্রেন

উত্তরঃ ইউক্রেন

বিস্তারিত

1822. দুবার নোবেল পুরস্কার অর্জনকারী বিজ্ঞানী হলেন --

  • ক. রোনাল্ড রস
  • খ. পিয়ারে কুরি
  • গ. মাদাম কুরি
  • ঘ. লুই পাস্তুর

উত্তরঃ মাদাম কুরি

বিস্তারিত

1823. ‘Loss and Damage’ নামক তহবিল কোন বিষয়ের সাথে সসম্পর্কিত?

  • ক. জলবায়ু পরিবর্তন
  • খ. আন্তঃদেশীয় বাণিজ্য
  • গ. আন্তর্জাতিক ঋণ
  • ঘ. ইউক্রেন যুদ্ধে ন্যাটো'র ব্যয়

উত্তরঃ জলবায়ু পরিবর্তন

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects