আন্তর্জাতিক বিষয়াবলি
1802. SDG'র কত নম্বর Goal এ 'সাশ্রয়ী, নির্ভরযোগ্য, টেকসইও আধুনিক বিদ্যুৎ সরবরাহ' এর কথা বলা হয়েছে?
- ক. Goal 03
- খ. Goal 07
- গ. Goal 09
- ঘ. Goal 12
উত্তরঃ Goal 07
1804. SDG এর Goal মোট কয়টি এবং Target কয়টি?
- ক. 15টি এবং 155টি
- খ. 17টি এবং 169টি
- গ. 1৪টি এবং 165টি
- ঘ. 19টি এবং 171টি
উত্তরঃ 17টি এবং 169টি
1805. Black Lives Matter' কী?
- ক. একটি গ্রন্থের নাম
- খ. একটি পানীয়ের নাম
- গ. বর্ণবাদ বিরোধী আন্দোলন
- ঘ. একটি NGO
উত্তরঃ বর্ণবাদ বিরোধী আন্দোলন
1806. নিচের কোনটি "Brettton Woods Institutions এর অন্তরভুক্ত ?
- ক. IDB
- খ. IMF
- গ. WTO
- ঘ. ADB
উত্তরঃ IMF
1807. আন্তর্জাতিক আদালতে মিয়ানমার কর্তৃক রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মামলা করেছে কোন দেশ?
- ক. নাইজেরিয়া
- খ. বাংলাদেশ
- গ. গাম্বিয়া
- ঘ. আলজেরিয়া
উত্তরঃ গাম্বিয়া
1808. Belt and Road Initiatives (BRI)" এর প্রস্তাব করেছে কোন দেশ?
- ক. জাপান
- খ. ভারত
- গ. চীন
- ঘ. রাশিয়া
উত্তরঃ চীন
1809. NASA এর সদর দপ্তর কোথায়?
- ক. ওয়াশিংটন ডিসি
- খ. ফ্লোরিডা
- গ. হিউস্টন
- ঘ. কেপ কেনেডি
উত্তরঃ ওয়াশিংটন ডিসি
1811. IMF এর পূর্ণ অভিব্যক্তি কী?
- ক. International Monetary Fund
- খ. International Mutual Fund
- গ. International Matching Fund
- ঘ. International Mandatory Fund
উত্তরঃ International Monetary Fund
1812. 'ভেটো' ক্ষমতার অধিকারী কোন কোন রাষ্ট্র ?
- ক. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রসমূহ
- খ. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সকল সদস্য রাষ্ট্র
- গ. জাতিসংঘের সাধারন পরিষদের সকল সদস্য রাষ্ট্র
- ঘ. জাতিসংঘের মহাসচিব
উত্তরঃ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রসমূহ
1814. হাম্বানটোটা সমুদ্র বন্দর কোথায় অবস্থিত?
- ক. ভারত
- খ. জিবুতি
- গ. শ্রীলংকা
- ঘ. মাদাগাস্কার
উত্তরঃ শ্রীলংকা
1817. জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কী?
- ক. কফি আনান
- খ. আন্তেনিও গুতেরেস
- গ. বান কি মুন
- ঘ. বুত্রোস গালি
উত্তরঃ আন্তেনিও গুতেরেস
1818. নিম্নের কোন সংস্থা ২১ শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে ?
- ক. ECOSOC
- খ. UNICEF
- গ. UNCTAD
- ঘ. UNESCO
উত্তরঃ UNESCO
1819. নিম্নের কোন দেশটি Horn of Africa-তে অবস্থিত?
- ক. সুদান
- খ. মরক্কো
- গ. ইথিওপিয়া
- ঘ. সোমালিয়া
উত্তরঃ ইথিওপিয়া
1820. ইউরোপীয় ইউনিয়ন কর্তৃক স্বল্পোন্নত দেশসমূহকে প্ৰদত্ত EBA সুবিধা কোন ক্ষেত্রে প্রযোজ্য?
- ক. পরিবহণের ক্ষেত্রে
- খ. বাণিজ্যের ক্ষেত্রে
- গ. যুদ্ধের ক্ষেত্রে
- ঘ. শিক্ষার ক্ষেত্রে
উত্তরঃ বাণিজ্যের ক্ষেত্রে
1822. দুবার নোবেল পুরস্কার অর্জনকারী বিজ্ঞানী হলেন --
- ক. রোনাল্ড রস
- খ. পিয়ারে কুরি
- গ. মাদাম কুরি
- ঘ. লুই পাস্তুর
উত্তরঃ মাদাম কুরি
1823. ‘Loss and Damage’ নামক তহবিল কোন বিষয়ের সাথে সসম্পর্কিত?
- ক. জলবায়ু পরিবর্তন
- খ. আন্তঃদেশীয় বাণিজ্য
- গ. আন্তর্জাতিক ঋণ
- ঘ. ইউক্রেন যুদ্ধে ন্যাটো'র ব্যয়
উত্তরঃ জলবায়ু পরিবর্তন
1825. গত ০৬/০২/২০২৩ তারিখ সিরিয়া-তুরস্কে সংঘটিত ভু-কম্পনের উৎপত্তিস্থল কোথায়?
- ক. Izmir
- খ. Gaziantep
- গ. Damascus
- ঘ. Istanbul
উত্তরঃ Gaziantep