আন্তর্জাতিক বিষয়াবলি
1876. GIS এর অর্থ কি?
- ক. Geographic Information Service
- খ. Geographic Information System
- গ. Global Information Service
- ঘ. Global Information System
উত্তরঃ Geographic Information System
1878. ভারত ও চীনের সীমান্ত রেখার নাম কি?
- ক. ম্যাকমোহন লাইন
- খ. ডুরাল্ড লাইন
- গ. রেডলাইন
- ঘ. রেডক্লিফ
উত্তরঃ ম্যাকমোহন লাইন
1880. কোন দেশ ব্রিকস গ্রুপের অন্তর্ভুক্ত নয়
- ক. রাশিয়া
- খ. ব্রিটেন
- গ. ভারত
- ঘ. দক্ষিণ আফ্রিকা
উত্তরঃ ব্রিটেন
1884. গ্রাউন্ড জিরো কোনটির সঙ্গে সম্পৃক্ত?
- ক. ১/১১
- খ. ৯/১১
- গ. সুনামী
- ঘ. ব্ল্যাক সেপ্টেম্বর
উত্তরঃ ৯/১১
1885. এডমাস পিক - তীর্থস্থানটি কোথায়?
- ক. ইন্দোনেশিয়া
- খ. শ্রীলঙ্কা
- গ. ভারত
- ঘ. ভিয়েতনাম
উত্তরঃ শ্রীলঙ্কা
1886. সাগর মহাসাগর কোন ধরণের সম্পদ
- ক. ব্যক্তিগত
- খ. সমষ্টিগত
- গ. আন্তর্জাতিক
- ঘ. জাতীয়
উত্তরঃ আন্তর্জাতিক
1888. জেনেভা কনভেনশন হলো কতগুলো -
- ক. মানবাধিকার চুক্তি
- খ. সামরিক চুক্তি
- গ. যুদ্ধ চুক্তি
- ঘ. অর্থনৈতিক চুক্তি
উত্তরঃ যুদ্ধ চুক্তি
1890. নোবেল বিজয়ী মালালা ইউসুফ আই কোন দেশের নাগরিক?
- ক. ভারত
- খ. পাকিস্তান
- গ. বাংলাদেশ
- ঘ. নেপাল
উত্তরঃ পাকিস্তান
1891. রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযানের সময়ে কোন দেশটি প্রত্যক্ষভাবে রাশিয়ার পক্ষ নেয় ?
- ক. রুমানিয়া
- খ. হাঙ্গোরি
- গ. বেলারুশ
- ঘ. তুরস্ক
উত্তরঃ বেলারুশ
1892. রোহিঙ্গা গণহত্যার দায়ে কোন দেশ আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করেছে?
- ক. ঘানা
- খ. কানাডা
- গ. গাম্বিয়া
- ঘ. সৌদি আরব
উত্তরঃ গাম্বিয়া
1893. 'ব্লু-ইকোনমি' কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট?
- ক. নীল চাষের অর্থনীতি
- খ. সমুদ্র অর্থনীতি
- গ. বনজ অর্থনীতি
- ঘ. খনিজ অর্থনীতি
উত্তরঃ সমুদ্র অর্থনীতি
1894. জাপান ও রাশিয়ার মধ্যে বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জ কোনটি?
- ক. কুড়িল দ্বীপপুঞ্জ
- খ. শিকোকু দ্বীপপুঞ্জ
- গ. ঝিনাগুয়া পপুঞ্জ
- ঘ. ক্যুশু দ্বীপপুঞ্জ
উত্তরঃ কুড়িল দ্বীপপুঞ্জ
1896. ক্রিস্টোফার কলম্বাস কোন দেশের নাবিক ছিলেন?
- ক. ফ্রান্স
- খ. ইংল্যান্ড
- গ. পর্তুগাল
- ঘ. ইতালি
উত্তরঃ ইতালি
1897. ‘Long walk to Freedom’ কার আত্মজীবনী?
- ক. Indira Gandhi
- খ. Bill Clinton
- গ. Nelson Mandela
- ঘ. Kailash Satyarthi
উত্তরঃ Nelson Mandela
1899. জাপানের পার্লামেন্টের নাম কি?
- ক. হাউজ অব লর্ডস
- খ. কংগ্রেস
- গ. ডায়েট
- ঘ. হাউজ অব সিনেট
উত্তরঃ ডায়েট
1900. জাতিসংঘ বিষয়ক আলোচনায় ‘P5' বলতে কী বোঝায়?
- ক. নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী রাষ্ট্র
- খ. জাতিসংঘের পাঁচটি সংস্থা
- গ. পাঁচটি পরমাণু শক্তিধর রাষ্ট্র
- ঘ. উপরের কোনটিই নয়
উত্তরঃ নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী রাষ্ট্র