আন্তর্জাতিক বিষয়াবলি
1901. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী রাষ্ট্রের সংখ্যা কতটি?
- ক. ৭টি
- খ. ৬ টি
- গ. ৫ টি
- ঘ. ৪ টি
উত্তরঃ ৫ টি
1902. ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা?
- ক. মালয়েশিয়া
- খ. ইন্দোনেশিয়া
- গ. ভূটান
- ঘ. চীন
উত্তরঃ ইন্দোনেশিয়া
1903. কার্ল মার্কস কোন দেশে মৃত্যুবরণ করেন?
- ক. জার্মানী
- খ. ফ্রান্স
- গ. যুক্তরাজ্য
- ঘ. রাশিয়া
উত্তরঃ যুক্তরাজ্য
1904. কোন দেশের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করে?
- ক. সুইডেন
- খ. নিউজিল্যান্ড
- গ. নরওয়ে
- ঘ. দক্ষিণ আফ্রিকা
উত্তরঃ নিউজিল্যান্ড
1906. গিনিচ মান মন্দির অবস্থিত-
- ক. যুক্তরাজ্যে
- খ. যুক্তরাষ্ট্রে
- গ. ফ্রান্সে
- ঘ. ইটালিতে
উত্তরঃ যুক্তরাজ্যে
1907. ভারতের পঞ্চদশ রাষ্ট্রপতি হিসেবে ২৫ জুলাই ২০২২ তারিখে শপথ গ্রহণ করেন—
- ক. দ্রৌপদী শৰ্মা
- খ. দ্রৌপদী মার্মা
- গ. দ্রৌপদী চাকমা
- ঘ. দ্রৌপদী মুর্মু
উত্তরঃ দ্রৌপদী মুর্মু
1909. বিশ্বে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণে শীর্ষে রয়েছে -
- ক. জাপান
- খ. চীন
- গ. যুক্তরাজ্য
- ঘ. যুক্তরাষ্ট্র
উত্তরঃ চীন
1910. প্রবাসী আয়ে বর্তমানে বিশ্বে শীর্ষ দেশ—
- ক. বাংলাদেশ
- খ. ভিয়েতনাম
- গ. কম্বোডিয়া
- ঘ. ভারত
উত্তরঃ ভারত
1911. বিশ্বের সবচেয়ে ব্যয় বহুল শহর কোনটি?
- ক. লন্ডন
- খ. দুবাই
- গ. তেল আবিব
- ঘ. নিউ ইয়র্ক
উত্তরঃ নিউ ইয়র্ক
1912. কোনটি একটি বৈশ্বিক জলবায়ু ও পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক নির্দলীয় আন্দোলনের নাম?
- ক. Extinction Rebellion
- খ. Nature Compact
- গ. Eco Friends
- ঘ. Build Better World
উত্তরঃ Extinction Rebellion
1914. চীনের উইঘুর সম্প্রদায় কোন বংশ থেকে উদ্ভূত জাতিগোষ্ঠী?
- ক. হুন
- খ. মরো
- গ. জিনজিং
- ঘ. তুর্কি
উত্তরঃ তুর্কি
1916. সুইডেনের নির্বাচিত প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম—
- ক. ম্যাগডালেনা অ্যান্ডারসন
- খ. এমিলিন পাঙ্করস্ট
- গ. উইলহেলমিনা ড্রুকার
- ঘ. বেল হকস্
উত্তরঃ ম্যাগডালেনা অ্যান্ডারসন
1917. কোন পরিষদের সুপারিশক্রমে জাতিসংঘের মহাসচিব নিয়োগপ্রাপ্ত হন?
- ক. সাধারণ পরিষদ
- খ. অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
- গ. নিরাপত্তা পরিষদ
- ঘ. অছি পরিষদ
উত্তরঃ নিরাপত্তা পরিষদ
1918. আন্তর্জাতিক অভিবাসী সংস্থার (IOM) সদর দপ্তর কোথায়?
- ক. রোম
- খ. জেনেভা
- গ. বার্ন
- ঘ. লন্ডন
উত্তরঃ জেনেভা
1919. ‘ভারত ছাড়’ আন্দোলন শুরু হয়-
- ক. ১৯৩৭ সালে
- খ. ১৯১৭ সালে
- গ. ১৯৪২ সালে
- ঘ. ১৯২৭ সালে
উত্তরঃ ১৯৪২ সালে
1924. কোথায় আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট অবস্থিত?
- ক. টোকিও
- খ. ভারত
- গ. ম্যানিলা
- ঘ. নেপাল
উত্তরঃ ম্যানিলা
1925. কোথায় ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক অবস্থিত?
- ক. লন্ডন
- খ. প্যারিস
- গ. ব্রাসেলস
- ঘ. ফ্রাঙ্কফুর্ট
উত্তরঃ ফ্রাঙ্কফুর্ট