আন্তর্জাতিক বিষয়াবলি

1501. নিচের কোনটি স্ক্যানডিনেভীয় দেশ নয়?

  • ক. সুইডেন
  • খ. হল্যান্ড
  • গ. নরওয়ে
  • ঘ. ডেনমার্ক

উত্তরঃ হল্যান্ড

বিস্তারিত

1502. "Democracy is a Government of the People, by the People and for the People" - উক্তিটি কার?

  • ক. আব্রাহাম লিংকন
  • খ. উইনস্টল চার্চিল
  • গ. জন এফ কেনেডি
  • ঘ. প্লেটো

উত্তরঃ আব্রাহাম লিংকন

বিস্তারিত

1503. বেলজিয়াম- এর রাজধানীর নাম -

  • ক. বিসায়ু
  • খ. ব্রাসিলিয়া
  • গ. ব্রাসেলস
  • ঘ. বুদাপেস্ট

উত্তরঃ ব্রাসেলস

বিস্তারিত

1504. দোহা কোন দেশের রাজধানী?

  • ক. তানজানিয়া
  • খ. সিরিয়া
  • গ. কাতার
  • ঘ. তাজাকিস্তান

উত্তরঃ কাতার

বিস্তারিত

1505. 'The Cruel Birth of Bangladesh' গ্রন্থের লেখক কে?

  • ক. এস এ করিম
  • খ. এস্থনি মার্সকারেনহাস
  • গ. আর্চার কে ব্লাড
  • ঘ. এডওয়ার্ড কেনেডি

উত্তরঃ আর্চার কে ব্লাড

বিস্তারিত

1506. Man is born free and everywhere is in chains -

  • ক. এরিস্টটল
  • খ. প্লেটো
  • গ. মেকিয়াভেলী
  • ঘ. রুশো

উত্তরঃ রুশো

বিস্তারিত

1507. We shall fight on the beaches - উক্তিটি কার?

  • ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  • খ. আব্রাহমা লিঙ্কন
  • গ. উইনস্টল চার্চিল
  • ঘ. মাও সেতুং

উত্তরঃ উইনস্টল চার্চিল

বিস্তারিত

1510. জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি?

  • ক. বান কি মুন
  • খ. অ্যান্টনিও গুতেরেস
  • গ. পিটার থমসন
  • ঘ. ব্রাউন

উত্তরঃ অ্যান্টনিও গুতেরেস

বিস্তারিত

1511. রেডক্রম- এর প্রতিষ্ঠাতা কে?

  • ক. ফ্রেডরিক প্যাসে
  • খ. ফ্রেডরিখ এঞ্জেলস
  • গ. হেনরি ডুনান্ট
  • ঘ. লর্ড ব্যাডেন পাওয়েল

উত্তরঃ হেনরি ডুনান্ট

বিস্তারিত

1512. SDGs কোন সময় থেকে ‍শুরু?

  • ক. জানুয়ারি ২০১৫
  • খ. জানুয়ারি ২০১৬
  • গ. ফেব্রুয়ারি ২০১৭
  • ঘ. মার্চ ২০১৭

উত্তরঃ জানুয়ারি ২০১৬

বিস্তারিত

1513. The Wealth of Nations গ্রন্থটির রচয়িতা কে?

  • ক. অ্যাডাম স্মিথ
  • খ. কার্ল মার্কস
  • গ. জ্যাঁ জ্যাক রুশো
  • ঘ. থমাস হবস

উত্তরঃ অ্যাডাম স্মিথ

বিস্তারিত

1514. কানাডার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি?

  • ক. ডোনাল্ড ট্রাম্প
  • খ. জন হাওয়ার্ড
  • গ. জুলিয়া গিলার্ড
  • ঘ. জাস্টিন ট্রুডো

উত্তরঃ জাস্টিন ট্রুডো

বিস্তারিত

1515. ‘আলেপ্পো’ শহরটি কোথায় অবস্থিত?

  • ক. ইরাক
  • খ. ইরান
  • গ. জর্ডান
  • ঘ. সিরিয়া

উত্তরঃ সিরিয়া

বিস্তারিত

1516. গ্রিন ক্লাইমেট ফান্ডের হেড অফিস কোথায়?

  • ক. ফিলিপিনস
  • খ. সিঙ্গাপুর
  • গ. প্যারিস
  • ঘ. রোম

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

1518. প্রথম বিশ্বযুদ্ধ কত সালে শেষ হয়?

  • ক. ১৯১৪
  • খ. ১৯১৬
  • গ. ১৯৪৫
  • ঘ. ১৯১৮

উত্তরঃ ১৯১৪

বিস্তারিত

1519. আয়তনের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় দেশ কোনটি?

  • ক. মার্কিন যুক্তরাষ্ট্র
  • খ. কানাডা
  • গ. চীন
  • ঘ. রাশিয়া

উত্তরঃ রাশিয়া

বিস্তারিত

1520. মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কী?

  • ক. হিলারি ক্লিনটন
  • খ. জর্জ মাতিস
  • গ. মাইক পেনস
  • ঘ. রেক্স টিলারসন

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

1521. ভারতের মোট রাজ্যের সংখ্যা কতটি?

  • ক. ২০টি
  • খ. ২৯টি
  • গ. ৩০টি
  • ঘ. ৩২টি

উত্তরঃ ২৯টি

বিস্তারিত

1522. ‘কালাপানি’ কোন দুই রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখণ্ড?

  • ক. ভারত ও নেপাল
  • খ. পাকিস্তান ও চীন
  • গ. ভুটান ও ভারত
  • ঘ. বাংলাদেশ ও ভারত

উত্তরঃ ভারত ও নেপাল

বিস্তারিত

1523. সুয়েজ খাল কোন বৎসর চালু হয়?

  • ক. ১৯০৩
  • খ. ১৮৬৯
  • গ. ১৮৮৯
  • ঘ. ১৮৫৪

উত্তরঃ ১৮৬৯

বিস্তারিত

1524. মাথাপিছু গ্রিন হাউস গ্যাস উদগীরণে সবচেয়ে বেশি দায়ী কোন দেশটি?

  • ক. রাশিয়া
  • খ. যুক্তরাষ্ট্র
  • গ. ইরান
  • ঘ. জার্মানি

উত্তরঃ যুক্তরাষ্ট্র

বিস্তারিত

1525. ‘ডমিনো’ তত্ত্বটি কোন অঞ্চলের জন্য প্রযোজ্য ছিল?

  • ক. নিকট প্রাচ্য
  • খ. দক্ষিণ পূর্ব এশিয়া
  • গ. পূর্ব আফ্রিকা
  • ঘ. পূর্ব ইউরোপ

উত্তরঃ দক্ষিণ পূর্ব এশিয়া

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects