আন্তর্জাতিক বিষয়াবলি

1451. কোন দেশের জাতীয় পতাকা কখনোই অর্ধনমিত করা হয় না?

  • ক. ভ্যাটিকান
  • খ. সৌদি আরব
  • গ. আইসল্যান্ড
  • ঘ. গ্রিনল্যান্ড

উত্তরঃ সৌদি আরব

বিস্তারিত

1452. পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম শহরের নাম কি?

  • ক. জেরিকো
  • খ. এথেন্স
  • গ. রোম
  • ঘ. বাগদাদ

উত্তরঃ জেরিকো

বিস্তারিত

1453. মাইক্রোনেশিয়ার অবস্থান হলো -

  • ক. এশিয়া ও আফ্রিকার মাঝে
  • খ. প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে
  • গ. আটলান্টিক ও লোহিত সাগরের মাঝে
  • ঘ. এশিয়া ও ইউরোপের মধ্যে

উত্তরঃ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে

বিস্তারিত

1454. প্রথম মহিলা মহাশূন্যচারী কবে মহাশূন্যে যাত্রা করেন?

  • ক. ১৯৬১ সালের ১২ এপ্রিল
  • খ. ১৯৬৩ সালের ৪ ডিসেম্বর
  • গ. ১৯৬৫ সালের ১৬ নভেম্বর
  • ঘ. ১৯৬৭ সালের ৪ অক্টোবর

উত্তরঃ ১৯৬১ সালের ১২ এপ্রিল

বিস্তারিত

1455. ‘ইকোলজি হাউজ’ কি?

  • ক. পরিবেশবাদী আন্দোলন
  • খ. গ্রিন হাউজের নাম
  • গ. বিল গেটসের বাড়ির নাম
  • ঘ. ইতালির প্রেসিডেন্ট ভবন

উত্তরঃ বিল গেটসের বাড়ির নাম

বিস্তারিত

1456. আমেরিকা স্বাধীনতা ঘোষণা করে -

  • ক. ৪ জুলাই ১৭৭৬
  • খ. ৭ জুলাই ১৭৭৬
  • গ. ৪জুলাই ১৭৭৮
  • ঘ. ৫ জুলাই ১৭৭৫

উত্তরঃ ৪ জুলাই ১৭৭৬

বিস্তারিত

1457. ককেশাস অঞ্চলটি অবস্থিত কোথায়?

  • ক. এশিয়া মহাদেশে
  • খ. আফ্রিকা মহাদেশে
  • গ. ইউরোপে
  • ঘ. দক্ষিণ আমেরিকায়

উত্তরঃ ইউরোপে

বিস্তারিত

1458. ‘লীগ অব নেশনস’ কোন সালে বিলুপ্ত হয়?

  • ক. ১৯৪৬
  • খ. ১৯৪৭
  • গ. ১৯৩৯
  • ঘ. ১৯৪১

উত্তরঃ ১৯৪৬

বিস্তারিত

1460. D-Day হিসেবে উদযাপন হয় কোন দিনটি?

  • ক. ৮মে
  • খ. ৬ ‍জুন
  • গ. ১৪ আগস্ট
  • ঘ. ৭ ডিসেম্বর

উত্তরঃ ৬ ‍জুন

বিস্তারিত

1461. ক্রিস্টোফার কলম্বাস কোন দেশের নাগরিক ছিলেন?

  • ক. ভারত
  • খ. ইংল্যান্ড
  • গ. নেদারল্যান্ড
  • ঘ. ইতালি

উত্তরঃ ইতালি

বিস্তারিত

1462. ২০১৭ সালের চিকিৎসাবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন কে?

  • ক. Michael W. Young, Jeffrey C. Hall and Rainer Weiss
  • খ. Jeffrey C Hall, Michael Rosbash and Michael W. Young
  • গ. Jeant Pierre Sauvage, Michael Rosbash and Micheal W. Young
  • ঘ. Richard Henderson, Jeffrey C. Hall and Rainer Weiss

উত্তরঃ Jeffrey C Hall, Michael Rosbash and Michael W. Young

বিস্তারিত

1463. আন্তর্জাতিক তারিখ রেখা সম্পর্কে যে তথ্যটি সঠিক হয়?

  • ক. রেখাটি আঁকা বাঁকা
  • খ. রেখাটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত
  • গ. উত্তর মেরু হতে দক্ষিণ মেরু পর্যন্ত ‍বিস্তৃত একটি কাল্পনিক রেখা
  • ঘ. রেখাটি জাপানের কয়েকটি উপদ্বীপের উপর দিয়ে গিয়েছে

উত্তরঃ রেখাটি আঁকা বাঁকা

বিস্তারিত

1464. মার্কিন কংগ্রেসের উচ্চ পরিষদের নাম কি?

  • ক. কংগ্রেস
  • খ. সিনেট
  • গ. হাউস অফ কমন্স
  • ঘ. হাউস অফ রিপ্রেজেন্টেটিভস

উত্তরঃ সিনেট

বিস্তারিত

1465. United Nations Framework Convention on Climate Change স্বাক্ষর হয় কবে?

  • ক. ১১ ডিসেম্বর ১৯৯৭
  • খ. ১১ নভেম্বর ১৯৯৮
  • গ. ১৬ ফেব্রুয়ারি ২০০৫
  • ঘ. ১১ ডিসেম্বর ২০০৫

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

1466. ২০১৭ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন কে?

  • ক. Rainer Wesis, Franser Stoddart and Kip S. Thome
  • খ. Jacques Dobochet, Joachim Frank and Barry C. Barish
  • গ. Duncan Haldane, Vliver Hart and Richard Henderson
  • ঘ. Rainer Weisis, Barry C. Barish and Kip S. Thome

উত্তরঃ Rainer Weisis, Barry C. Barish and Kip S. Thome

বিস্তারিত

1467. কোনটি বলকান রাষ্ট্র?

  • ক. প্যান্স
  • খ. লুক্সেমবার্গ
  • গ. মোনাকো
  • ঘ. বুলগেরিয়া

উত্তরঃ বুলগেরিয়া

বিস্তারিত

1468. EU পূর্ণরূপ কী?

  • ক. European Union
  • খ. European Understanding
  • গ. English University
  • ঘ. Evangalic University

উত্তরঃ European Union

বিস্তারিত

1469. Kyoto Protocol কোন দেশে স্বাক্ষরিত হয়?

  • ক. ফিলিপিনসে
  • খ. কোরিয়ায়
  • গ. জাপানে
  • ঘ. চীনে

উত্তরঃ জাপানে

বিস্তারিত

1470. গ্রিনিচ টাইমের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য কত?

  • ক. ৪ ঘণ্টা
  • খ. ৫ ঘণ্টা
  • গ. ৬ ঘণ্টা
  • ঘ. ৮ ঘণ্টা

উত্তরঃ ৬ ঘণ্টা

বিস্তারিত

1471. শতকরা হিসেবে সার্কভুক্ত কোন দেশে বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি?

  • ক. শ্রীলংকা
  • খ. ভুটান
  • গ. নেপাল
  • ঘ. ভারত

উত্তরঃ ভুটান

বিস্তারিত

1472. 'Man of the match' award is given to the best player is - .

  • ক. Soccer
  • খ. Cricket
  • গ. Hookey
  • ঘ. Kabadi

উত্তরঃ Cricket

বিস্তারিত

1473. লেবানের রাজধানীর নাম কি?

  • ক. বৈরুত
  • খ. রিয়াদ
  • গ. আম্মান
  • ঘ. কায়রো

উত্তরঃ বৈরুত

বিস্তারিত

1474. জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি?

  • ক. থেরেসা মে
  • খ. কফি আনান
  • গ. জন ম্যানুয়েল সান্তোষ
  • ঘ. অ্যান্টনিও গুতেরেস

উত্তরঃ অ্যান্টনিও গুতেরেস

বিস্তারিত

1475. ইস্তাম্বুল কোথায় অবস্থিত?

  • ক. ইরানে
  • খ. তুরস্কে
  • গ. জর্দানে
  • ঘ. সিরিয়ায়

উত্তরঃ তুরস্কে

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects