আন্তর্জাতিক বিষয়াবলি
1377. টেকসই উন্নয়ন অভীষ্ট কবে গৃহীত হয়?
- ক. ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর
- খ. ২০১৬ সালের ২৩ সেপ্টেম্বর
- গ. ২০১৫ সালের ২৫ সেপ্টেম্বর
- ঘ. ২০১৫ সালের ২৪ সেপ্টেম্বর
উত্তরঃ ২০১৫ সালের ২৫ সেপ্টেম্বর
1378. ‘ওয়াটার লু’ যুদ্ধক্ষেত্র কোথায় অবস্থিত?
- ক. বেলজিয়াম
- খ. জাপান
- গ. জার্মানি
- ঘ. ইংল্যান্ড
উত্তরঃ বেলজিয়াম
1379. ২০২০ সালের এশিয়া কাপ কোথায় অনুষ্ঠিত হবে?
- ক. বাংলাদেশ
- খ. ভারত
- গ. পাকিস্তান
- ঘ. শ্রীলংকা
উত্তরঃ পাকিস্তান
1380. জনসংখ্যা ঘনত্বে বিশ্বে শীর্ষ দেশ কোনটি?
- ক. মোনাকো
- খ. বাংলাদেশ
- গ. ম্যাকাও
- ঘ. ভারত
উত্তরঃ মোনাকো
1381. ২৫ মে ২০১৮ তারিখে ভারতের কোথায় ‘বাংলাদেশ ভবন’ উদ্বোধন করা হয়েছে?
- ক. পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শান্তি নিকেতন
- খ. দিল্লির লোদি গার্ডেনে
- গ. পশ্চিমবঙ্গের পেট্টাপোলে
- ঘ. ত্রিপুরা রাজ্যের আগরতলায়
উত্তরঃ পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শান্তি নিকেতন
1383. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
- ক. জয়নুল আবেদিন
- খ. কাইয়ুম চৌধুরী
- গ. কামরুল হাসান
- ঘ. কবি শামসুর রাহমান
উত্তরঃ কামরুল হাসান
1385. সময়ের শূন্য রেখা কোন দেশে অবস্থিত?
- ক. যুক্তরাষ্ট্র
- খ. যুক্তরাজ্য
- গ. সংযুক্ত আরব আমিরাত
- ঘ. চীন
উত্তরঃ যুক্তরাজ্য
1387. ফিফা (FIFA) কত সালে প্রতিষ্ঠিত হয়?
- ক. ১৯০০ সালে
- খ. ১৯০২ সালে
- গ. ১৯০৪ সালে
- ঘ. ১৯০৬ সালে
উত্তরঃ ১৯০৪ সালে
1391. ইংল্যান্ড কতবার বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে?
- ক. ৩ বার
- খ. ১ বার
- গ. ৫ বার
- ঘ. ৪ বার
উত্তরঃ ১ বার
1395. বর্তমানে ১ লিটার অকটেনের বাজার মূল্য কত?
- ক. ৮৯ টাকা
- খ. ৮০ টাকা
- গ. ৮৫ টাকা
- ঘ. ৯৯ টাকা
উত্তরঃ ৮৯ টাকা
1399. কোন দেশটি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য?
- ক. জার্মানি
- খ. জাপান
- গ. ফ্রান্স
- ঘ. ব্রাজিল
উত্তরঃ ফ্রান্স
1400. নেলসন ম্যান্ডেলা কোন দেশের ছিলেন?
- ক. কেনিয়া
- খ. চীন
- গ. দক্ষিণ আফ্রিকা
- ঘ. জাম্বিয়া
উত্তরঃ দক্ষিণ আফ্রিকা