আন্তর্জাতিক বিষয়াবলি

1401. মঙ্গোলিয়ার রাজধানী কোনটি?

  • ক. তাসখন্দ
  • খ. কারাকাস
  • গ. উলানবাটোর
  • ঘ. জাকার্তা

উত্তরঃ উলানবাটোর

বিস্তারিত

1402. কোন দেশটি BIMSTEC এর সদস্য নয়?

  • ক. ভারত
  • খ. বাংলাদেশ
  • গ. থাইল্যান্ড
  • ঘ. মালয়েশিয়া

উত্তরঃ মালয়েশিয়া

বিস্তারিত

1403. OPEC এর প্রধান কার্যালয় কোথায়?

  • ক. জেনেভা
  • খ. বার্ন
  • গ. ভিয়েনা
  • ঘ. তিউনিস

উত্তরঃ ভিয়েনা

বিস্তারিত

1404. জিব্রাল্টার সংলগ্ন দেশ কোনটি?

  • ক. ইতালি
  • খ. মরক্কো
  • গ. স্পেন
  • ঘ. গ্রিস

উত্তরঃ স্পেন

বিস্তারিত

1405. ইতালির মুদ্রার নাম কী?

  • ক. পাউন্ড
  • খ. ডলার
  • গ. ইউরো
  • ঘ. ফ্রাঙ্ক

উত্তরঃ ইউরো

বিস্তারিত

1406. কোন দেশের সংবিধান অলিখিত?

  • ক. ইতালি
  • খ. যুক্তরাষ্ট্র
  • গ. ফ্রান্স
  • ঘ. যুক্তরাজ্য

উত্তরঃ যুক্তরাজ্য

বিস্তারিত

1407. ‘ভিক্টোরিয়া ক্রস’ কোন দেশের সর্বোচ্চ খেতাব?

  • ক. চীন
  • খ. যুক্তরাজ্য
  • গ. কানাডা
  • ঘ. অস্ট্রেলিয়া

উত্তরঃ যুক্তরাজ্য

বিস্তারিত

1408. বিশ্ব পরিবেশ দিবস কত তারিখে পালন করা হয়?

  • ক. ৫ মে
  • খ. ৫ জুলাই
  • গ. ৫ এপ্রিল
  • ঘ. ৫ জুন

উত্তরঃ ৫ জুন

বিস্তারিত

1409. খাদ্য ও কৃষি (FAO) এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?

  • ক. রোম
  • খ. ভিয়েনা
  • গ. নিউইয়র্ক
  • ঘ. জেনেভা

উত্তরঃ রোম

বিস্তারিত

1410. ইরানের সাথে ছয় বিশ্ব শক্তির পরমাণু চুক্তি স্বাক্ষরিত হয়েছে কত সালে?

  • ক. ২০১৬ সালে
  • খ. ২০১৭ সালে
  • গ. ২০১৫ সালে
  • ঘ. ২০১৪ সালে

উত্তরঃ ২০১৫ সালে

বিস্তারিত

1411. ‘ডন’ কোন দেশের পত্রিকা?

  • ক. শ্রীলঙ্কা
  • খ. পাকিস্তান
  • গ. ভারত
  • ঘ. চীন

উত্তরঃ পাকিস্তান

বিস্তারিত

1412. ‘উত্তমাশা অন্তরীপ’ কোন দেশে অবস্থিত?

  • ক. ডেনমার্ক
  • খ. ইয়েমেন
  • গ. দক্ষিণ আফ্রিকা
  • ঘ. সুদান

উত্তরঃ দক্ষিণ আফ্রিকা

বিস্তারিত

1414. আন্তর্জাতিক তারিখ রেখা কত ডিগ্রি বরাবর কল্পনা করা হয়?

  • ক. ৩৬০ বরারব
  • খ. ০ বরারব
  • গ. ১২০ বরারব
  • ঘ. ১৮০ বরারব

উত্তরঃ ১৮০ বরারব

বিস্তারিত

1415. 'Blue Economy' কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট?

  • ক. বিশ্বায়ন
  • খ. সমুদ্র অর্থনীতি
  • গ. বাজার অর্থনীতি
  • ঘ. সবুজ অর্থনীতি

উত্তরঃ সমুদ্র অর্থনীতি

বিস্তারিত

1416. কোন অর্থনীতিবিদ ২০১৮ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন?

  • ক. অনিকা বোস
  • খ. জন স্টুয়ার্ট মিল
  • গ. মিরন শোলস
  • ঘ. পল এ রোমার

উত্তরঃ পল এ রোমার

বিস্তারিত

1417. কসোভোর রাজধানী -

  • ক. প্রিস্টিনা
  • খ. তিরানা
  • গ. বুদাপেস্ট
  • ঘ. নিকোশিয়া

উত্তরঃ প্রিস্টিনা

বিস্তারিত

1418. মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন?

  • ক. ভারত
  • খ. আলজেরিয়া
  • গ. আলবেনিয়া
  • ঘ. ফ্রান্স

উত্তরঃ আলবেনিয়া

বিস্তারিত

1419. উজবেকিস্তানের মুদ্রার নাম -

  • ক. রুবল
  • খ. সোম
  • গ. টেনগে
  • ঘ. মানাত

উত্তরঃ সোম

বিস্তারিত

1420. ২০১৮ সালের ব্যালন ডি’অর বিজয়ী কে?

  • ক. লিওনেল মেসি
  • খ. ক্রিশ্চিয়ানো রোনালদো
  • গ. লুকা মদ্রিচ
  • ঘ. গ্যারেথ বেল

উত্তরঃ লুকা মদ্রিচ

বিস্তারিত

1423. নিউ ডেভেলপমেন্ট ব্যাংক -এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

  • ক. মস্কো
  • খ. সাংহাই
  • গ. ওয়াশিংটন
  • ঘ. দিল্লী

উত্তরঃ সাংহাই

বিস্তারিত

1424. কার পৃষ্ঠপোষকতায় ‘নালন্দা বিশ্ববিদ্যালয়’ প্রাণকেন্দ্র হয়ে ওঠে?

  • ক. দেবপাল
  • খ. ধর্মপাল
  • গ. বিগ্রহ পাল
  • ঘ. নারায়ণ পাল

উত্তরঃ ধর্মপাল

বিস্তারিত

1425. এশিয়ার দীর্ঘতম নদীর নাম কী?

  • ক. ইয়াংসিকিয়াং
  • খ. ইউফ্রেটিস
  • গ. ব্রহ্মপুত্র
  • ঘ. হোয়াংহো

উত্তরঃ ইয়াংসিকিয়াং

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects