আন্তর্জাতিক বিষয়াবলি
1402. কোন দেশটি BIMSTEC এর সদস্য নয়?
- ক. ভারত
- খ. বাংলাদেশ
- গ. থাইল্যান্ড
- ঘ. মালয়েশিয়া
উত্তরঃ মালয়েশিয়া
1407. ‘ভিক্টোরিয়া ক্রস’ কোন দেশের সর্বোচ্চ খেতাব?
- ক. চীন
- খ. যুক্তরাজ্য
- গ. কানাডা
- ঘ. অস্ট্রেলিয়া
উত্তরঃ যুক্তরাজ্য
1409. খাদ্য ও কৃষি (FAO) এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
- ক. রোম
- খ. ভিয়েনা
- গ. নিউইয়র্ক
- ঘ. জেনেভা
উত্তরঃ রোম
1410. ইরানের সাথে ছয় বিশ্ব শক্তির পরমাণু চুক্তি স্বাক্ষরিত হয়েছে কত সালে?
- ক. ২০১৬ সালে
- খ. ২০১৭ সালে
- গ. ২০১৫ সালে
- ঘ. ২০১৪ সালে
উত্তরঃ ২০১৫ সালে
1412. ‘উত্তমাশা অন্তরীপ’ কোন দেশে অবস্থিত?
- ক. ডেনমার্ক
- খ. ইয়েমেন
- গ. দক্ষিণ আফ্রিকা
- ঘ. সুদান
উত্তরঃ দক্ষিণ আফ্রিকা
1413. কাবাডি খেলায় প্রতি দলের পক্ষে কতজন খেলোয়াড় মাঠে নামেন?
- ক. ১২ জন
- খ. ৬ জন
- গ. ৭ জন
- ঘ. ৮ জন
উত্তরঃ ৭ জন
1414. আন্তর্জাতিক তারিখ রেখা কত ডিগ্রি বরাবর কল্পনা করা হয়?
- ক. ৩৬০ বরারব
- খ. ০ বরারব
- গ. ১২০ বরারব
- ঘ. ১৮০ বরারব
উত্তরঃ ১৮০ বরারব
1415. 'Blue Economy' কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট?
- ক. বিশ্বায়ন
- খ. সমুদ্র অর্থনীতি
- গ. বাজার অর্থনীতি
- ঘ. সবুজ অর্থনীতি
উত্তরঃ সমুদ্র অর্থনীতি
1416. কোন অর্থনীতিবিদ ২০১৮ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন?
- ক. অনিকা বোস
- খ. জন স্টুয়ার্ট মিল
- গ. মিরন শোলস
- ঘ. পল এ রোমার
উত্তরঃ পল এ রোমার
1418. মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন?
- ক. ভারত
- খ. আলজেরিয়া
- গ. আলবেনিয়া
- ঘ. ফ্রান্স
উত্তরঃ আলবেনিয়া
1420. ২০১৮ সালের ব্যালন ডি’অর বিজয়ী কে?
- ক. লিওনেল মেসি
- খ. ক্রিশ্চিয়ানো রোনালদো
- গ. লুকা মদ্রিচ
- ঘ. গ্যারেথ বেল
উত্তরঃ লুকা মদ্রিচ
1421. কোন আন্তর্জাতিক সংস্থা শিশুদের জীবন যাত্রার মানোন্নয়নের কাজ করে?
- ক. UNICEF
- খ. IOM
- গ. FAO
- ঘ. Oxfam
উত্তরঃ UNICEF
1422. জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে কত বছর নির্ধারণ করা হয়েছে?
- ক. ৮
- খ. ১৫
- গ. ১৭
- ঘ. ২৪
উত্তরঃ ১৫
1423. নিউ ডেভেলপমেন্ট ব্যাংক -এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
- ক. মস্কো
- খ. সাংহাই
- গ. ওয়াশিংটন
- ঘ. দিল্লী
উত্তরঃ সাংহাই
1424. কার পৃষ্ঠপোষকতায় ‘নালন্দা বিশ্ববিদ্যালয়’ প্রাণকেন্দ্র হয়ে ওঠে?
- ক. দেবপাল
- খ. ধর্মপাল
- গ. বিগ্রহ পাল
- ঘ. নারায়ণ পাল
উত্তরঃ ধর্মপাল
1425. এশিয়ার দীর্ঘতম নদীর নাম কী?
- ক. ইয়াংসিকিয়াং
- খ. ইউফ্রেটিস
- গ. ব্রহ্মপুত্র
- ঘ. হোয়াংহো
উত্তরঃ ইয়াংসিকিয়াং