আন্তর্জাতিক বিষয়াবলি
1326. ব্রাজিল কোন মহাদেশে অবস্থিত?
- ক. দক্ষিণ আমেরিকা
- খ. উত্তর আমেরিকা
- গ. এশিয়া
- ঘ. ইউরোপ
উত্তরঃ দক্ষিণ আমেরিকা
1327. ২০১৮ সালে বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
- ক. ব্রাজিল
- খ. ইংল্যান্ড
- গ. ক্রোয়েশিয়া
- ঘ. ফ্রান্স
উত্তরঃ ফ্রান্স
1329. জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক?
- ক. দক্ষিণ কোরিয়া
- খ. চনি
- গ. পর্তুগাল
- ঘ. জাপান
উত্তরঃ জাপান
1330. বর্তমান বিশ্বের সর্বোচ্চ প্রাকৃতিক রাবার উৎপাদনকারী দেশ কোনটি?
- ক. থাইল্যান্ড
- খ. ভারত
- গ. ইন্দোনেশিয়া
- ঘ. ফিলিপাইন
উত্তরঃ থাইল্যান্ড
1331. 'Seven Sister' বলতে কী বোঝায়?
- ক. রূপকথার সাত বোন
- খ. ভারতের সাতটি অঙ্গরাজ্য
- গ. সার্কভুক্ত সাতটি দেশ
- ঘ. সাতটি নদী
উত্তরঃ ভারতের সাতটি অঙ্গরাজ্য
1332. 'Statue of Unity' কোন দেশে অবস্থিত?
- ক. ভারত
- খ. দক্ষিণ কোরিয়া
- গ. জাপান
- ঘ. যুক্তরাষ্ট্র
উত্তরঃ ভারত
1333. 'Extradition treaty' হলো -
- ক. পরিবেশ দূষণ সংক্রান্ত চুক্তি
- খ. তেল গ্যাস আহরণ চুক্তি
- গ. অপরাধী প্রত্যর্পণ চুক্তি
- ঘ. উত্তর মেরু চুক্তি
উত্তরঃ অপরাধী প্রত্যর্পণ চুক্তি
1334. ‘অক্টোবর বিপ্লব’ কোন দেশে সংঘটিত হয়?
- ক. রাশিয়া
- খ. ফ্রান্স
- গ. জার্মানি
- ঘ. যুক্তরাষ্ট্র
উত্তরঃ রাশিয়া
1335. মার্কিন প্রেসিডেন্ট ‘ডোনাল্ড ট্রাম্প’ কততম প্রেসিডেন্ট?
- ক. ৪৭ তম
- খ. ৪৫ তম
- গ. ৪২ তম
- ঘ. ৪১ তম
উত্তরঃ ৪৫ তম
1336. আনুষ্ঠানিকভাবে ‘বিশ্ব ঐতিহ্য এলাকা’ কোন সংস্থা ঘোষণা করে?
- ক. UNDP
- খ. UNEP
- গ. UNESCO
- ঘ. ILO
উত্তরঃ UNESCO
1338. ‘ম্যাকমোহন লাইন’ কোন কোন দেশের সীমানা নির্ধারণ লাইন?
- ক. চীন ও রাশিয়া
- খ. চীন ও ভারত
- গ. ভারত ও পাকিস্তান
- ঘ. পাকিস্তান ও আফগানিস্তান
উত্তরঃ চীন ও ভারত
1339. ‘সেন্ট হেলেনা’ দ্বীপটি কোন মহাসাগরে অবস্থিত?
- ক. প্রশান্ত মহাসাগরে
- খ. ভারত মহাসাগরে
- গ. আটলান্টি মহাসাগরে
- ঘ. ভূমধ্যসাগরে
উত্তরঃ আটলান্টি মহাসাগরে
1340. লোকসংখ্যায় বিশ্বের সবচেয়ে ছোট দেশ কোনটি?
- ক. ভুটান
- খ. সিঙ্গাপুর
- গ. ভ্যাটিকান সিটি
- ঘ. নাউরু
উত্তরঃ ভ্যাটিকান সিটি
1343. ভারত কবে প্রজাতন্ত্রে পরিণত হয়?
- ক. ১৫ আগষ্ট ১৯৪৭
- খ. ২৬ জানুয়ারি ১৯৫০
- গ. ২৫ জানুয়ারি ১৯৪৯
- ঘ. ২৬ জানুয়ারি ১৯৫১
উত্তরঃ ২৬ জানুয়ারি ১৯৫০
1344. পৃথিবীর সর্বাপেক্ষা খর্বাকার জাতি ‘পিগমি’রা কোন দেশের অধিবাসী?
- ক. কঙ্গো
- খ. লামাবিয়া
- গ. ইথিওপিয়া
- ঘ. হাইতি
উত্তরঃ কঙ্গো
1345. বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট কে?
- ক. চন্দ্রিমা কুমারাতুঙ্গা
- খ. ইসাবেলা পেরন
- গ. অং সান সুচি
- ঘ. কোরাজন একুইনো
উত্তরঃ ইসাবেলা পেরন
1346. ‘লীগ অব নেশনস’ প্রতিষ্ঠা হয় কবে?
- ক. ১৯২০ সালে
- খ. ১৯১৭ সালে
- গ. ১৯৪৫ সালে
- ঘ. ১৯১১ সালে
উত্তরঃ ১৯২০ সালে
1347. জোট নিরপেক্ষ আন্দোলন (NAM)এর সদর দপ্তর কোথায়?
- ক. বান্দুং
- খ. জেদ্দা
- গ. ভিয়েনা
- ঘ. সদর দপ্তর নেই
উত্তরঃ সদর দপ্তর নেই
1348. ‘বিশ্ব মা দিবস’ কোনটি?
- ক. মে মাসের দ্বিতীয় রবিবার
- খ. জুম মাসের তৃতীয় রবিবার
- গ. ৯ আগস্ট
- ঘ. অক্টোবর মাসের প্রথম রবিবার
উত্তরঃ মে মাসের দ্বিতীয় রবিবার
1349. চীনের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী কে?
- ক. Chen Yi
- খ. Wang Yi
- গ. Huang Hua
- ঘ. Qian Qichen
উত্তরঃ Wang Yi
1350. নিচের কোন দেশ মহিলাদের ফিফা বিশ্বকাপ ২০১৯ জিতেছে?
- ক. নেদারল্যান্ড
- খ. মার্কিন যুক্তরাষ্ট্র
- গ. সুইডেন
- ঘ. জাপান
উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্র