আন্তর্জাতিক বিষয়াবলি

1251. ‘বার্ডি’ ও ‘বগি’ শব্দ দুটি কোন খেলার সাথে সম্পর্কযুক্ত?

  • ক. ফুটবল
  • খ. রাগবি
  • গ. গলফ
  • ঘ. লন টেনিস

উত্তরঃ গলফ

বিস্তারিত

1253. সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?

  • ক. মুম্বাই
  • খ. লাহোর
  • গ. কাঠমান্ডু
  • ঘ. কোনোটিই নয়

উত্তরঃ কোনোটিই নয়

বিস্তারিত

1254. ‘জাতীয় মূল্য সংযোজন কর দিবস’ কত তারিখে উদযাপিত হয়?

  • ক. ১৫ নভেম্বর
  • খ. ৩০ নভেম্বর
  • গ. ১০ ডিসেম্বর
  • ঘ. কোনোটিই নয়

উত্তরঃ কোনোটিই নয়

বিস্তারিত

1255. আমাজন বনভূমি কোন ধরনের বনভূমি?

  • ক. ম্যানগ্রোভ
  • খ. গ্রীষ্মমণ্ডলীয় ঘনবর্ধন বনাঞ্চল
  • গ. ঘনবর্ধন বনাঞ্চল
  • ঘ. উপক্রান্তীয় ঘনবর্ধন বনাঞ্চল

উত্তরঃ গ্রীষ্মমণ্ডলীয় ঘনবর্ধন বনাঞ্চল

বিস্তারিত

1256. নিচের কোন দেশটি ‘মিলেনেশিয়া’ অঞ্চলের অন্তর্ভুক্ত?

  • ক. সামোয়া
  • খ. নাউরু
  • গ. ফিজি
  • ঘ. লাওস

উত্তরঃ ফিজি

বিস্তারিত

1259. ওজোন স্তরের সুরক্ষা ও সংরক্ষণের জন্য নিচের কোন সনদ স্বাক্ষরিত হয়?

  • ক. কিয়োটো প্রটোকল
  • খ. ভিয়েনা কনভেনশন
  • গ. বাসেল কনভেনশন
  • ঘ. কার্টাগেনা প্রটোকল

উত্তরঃ ভিয়েনা কনভেনশন

বিস্তারিত

1261. সাবেক সোভিয়েত ইউনিয়ন হতে আলাদা হওয়া মুসলিম প্রজাতন্ত্র কোনটি?

  • ক. সার্বিয়া
  • খ. বেলারুশ
  • গ. জর্জিয়া
  • ঘ. তাজিকিস্তান

উত্তরঃ তাজিকিস্তান

বিস্তারিত

1262. ঐতিহাসিক ‘ফ্রিডম স্কয়ার’ কোন শহরে অবস্থিত?

  • ক. নিউইর্য়ক সিটি
  • খ. কায়রো
  • গ. ইস্তাম্বুল
  • ঘ. বাকু

উত্তরঃ বাকু

বিস্তারিত

1263. একদিনের আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপে এক ইনিংসে দলীয় সর্বনিম্ন রান করেছে কোন দেশ?

  • ক. আফগানিস্তান
  • খ. পাকিস্তান
  • গ. বাংলাদেশ
  • ঘ. কোনোটিই নয়

উত্তরঃ কোনোটিই নয়

বিস্তারিত

1264. নিশীথ সূর্যের দেশ কোনটি?

  • ক. সুইডেন
  • খ. কানাডা
  • গ. সুইজারল্যান্ড
  • ঘ. নরওয়ে

উত্তরঃ নরওয়ে

বিস্তারিত

1265. জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্টনিও গুতেরেস কোন দেশের অধিবাসী?

  • ক. পর্তুগাল
  • খ. গাম্বিয়া
  • গ. ফিজি
  • ঘ. আর্জেন্টিনা

উত্তরঃ পর্তুগাল

বিস্তারিত

1266. জাতিসংঘের সদর দপ্তর কোথায়?

  • ক. লন্ডন
  • খ. ইস্তাম্বুল
  • গ. ওয়াশিংটন
  • ঘ. নিউইয়র্ক

উত্তরঃ নিউইয়র্ক

বিস্তারিত

1267. সুয়েজ খাল কোন দেশে অবস্থিত?

  • ক. মিশর
  • খ. ভারত
  • গ. ইন্দোনেশিয়া
  • ঘ. রাশিয়া

উত্তরঃ মিশর

বিস্তারিত

1268. তুরস্কের মুদ্রার নাম কি?

  • ক. লিরা
  • খ. দিরহাম
  • গ. দিনার
  • ঘ. ডলার

উত্তরঃ লিরা

বিস্তারিত

1269. আয়তনে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ কোনটি?

  • ক. সুদান
  • খ. তুর্কমেনিস্তান
  • গ. ইন্দোনেশিয়া
  • ঘ. কাজাখস্তান

উত্তরঃ কাজাখস্তান

বিস্তারিত

1270. বিশ্ব পরিবেশ দিবস কোনটি?

  • ক. ৫ জুন
  • খ. ১৫ জুন
  • গ. ৫ মে
  • ঘ. ১৫ মে

উত্তরঃ ৫ জুন

বিস্তারিত

1271. ‘থিওরি অব রিলেটিভিটি’র প্রণেতা কে?

  • ক. আইজাক নিউটন
  • খ. আদ্রে শাখারভ
  • গ. আলবার্ট আইনস্টাইন
  • ঘ. চার্লস ডারউইন

উত্তরঃ আলবার্ট আইনস্টাইন

বিস্তারিত

1272. ইন্টারপোল -এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

  • ক. ভার্সাই
  • খ. প্যারিস
  • গ. লিওঁ
  • ঘ. মার্সাই

উত্তরঃ লিওঁ

বিস্তারিত

1273. ‘লীগ অব ন্যাশনস’ কোন সালে প্রতিষ্ঠিত হয়?

  • ক. ১৯২২
  • খ. ১৯২৪
  • গ. ১৯২০
  • ঘ. ১৯১৯

উত্তরঃ ১৯১৯

বিস্তারিত

1274. কোন দেশটি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়?

  • ক. রাশিয়া
  • খ. যুক্তরাজ্য
  • গ. ফ্রান্স
  • ঘ. জার্মানি

উত্তরঃ জার্মানি

বিস্তারিত

1275. ব্রিটেনের রানি তার দেশ ব্যতীত অন্য কোন দেশের রানি হিসেবে বিবেচিত হন?

  • ক. ডেনমার্ক
  • খ. ফ্রান্স
  • গ. জার্মানি
  • ঘ. কানাডা

উত্তরঃ কানাডা

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects