আন্তর্জাতিক বিষয়াবলি
1278. কোন নদীটি ভারতের বোরাক নদী থেকে উৎপত্তি হয়েছে?
- ক. যাদুকাটা নদী
- খ. হালদা নদী
- গ. ডাউকি নদী
- ঘ. সুরমা নদী
উত্তরঃ সুরমা নদী
1280. ইয়াসির আরাফাত কোন দেশের অধিবাসী ছিলেন?
- ক. লেবানন
- খ. প্যালেস্টাইন
- গ. সিরিয়া
- ঘ. মিশর
উত্তরঃ সিরিয়া
1284. ‘মানাগুয়া’ কোন দেশের রাজধানী?
- ক. পানামা
- খ. এল সালভাদর
- গ. নিকারাগুয়া
- ঘ. মেক্সিকো
উত্তরঃ নিকারাগুয়া
1287. আন্তর্জাতিক আদালত কোন দেশে অবস্থিত?
- ক. ফ্রান্স
- খ. সুইজারল্যান্ড
- গ. নেদারল্যান্ড
- ঘ. জার্মানি
উত্তরঃ নেদারল্যান্ড
1288. ‘মোনালিসা’ চিত্রকর্মটি কোন শিল্পীর?
- ক. মাইকেল এঞ্জেলো
- খ. পাবলো পিকাসো
- গ. ভ্যানগগ
- ঘ. লিওনার্দো দা ভিঞ্চি
উত্তরঃ লিওনার্দো দা ভিঞ্চি
1289. ইউরোপের ক্ষুদ্রতম দেশ কোনটি?
- ক. বেলজিয়াম
- খ. অস্ট্রিয়া
- গ. ভ্যাটিকান সিটি
- ঘ. ফ্রান্স
উত্তরঃ ভ্যাটিকান সিটি
1290. OIC এর সদস্য কিন্তু জাতিসংঘের নয় কোন দেশ?
- ক. আফগানিস্তান
- খ. ইরাক
- গ. সিরিয়া
- ঘ. প্যালেস্টাইন
উত্তরঃ প্যালেস্টাইন
1291. ওভাল ক্রিকেট মাঠ কোথায় অবস্থিত?
- ক. শ্রীলংকা
- খ. অস্ট্রেলিয়া
- গ. যুক্তরাজ্য
- ঘ. ভারত
উত্তরঃ যুক্তরাজ্য
1292. এলসি প্রাসাদ কার বাসভবন?
- ক. ফরাসি প্রেসিডেন্ট
- খ. স্পেনের রানির
- গ. ভারতের রাষ্ট্রপতির
- ঘ. ব্রিটেনের রানির
উত্তরঃ ফরাসি প্রেসিডেন্ট
1294. কোন দেশটি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয় ?
- ক. চীন
- খ. রাশিয়া
- গ. জাপান
- ঘ. যুক্তরাষ্ট্র
উত্তরঃ জাপান
1295. হো চি মিন কোন দেশের নাগরিক ছিলেন?
- ক. কম্বোডিয়া
- খ. চীন
- গ. থাইল্যান্ড
- ঘ. ভিয়েতনাম
উত্তরঃ ভিয়েতনাম
1297. আন্তর্জাতিক অপরাধ আদালত কোন দেশে অবস্থিত?
- ক. ব্রিটেন
- খ. ইতালি
- গ. নেদারল্যান্ডস
- ঘ. পোল্যান্ড
উত্তরঃ নেদারল্যান্ডস
1298. ফেসবুক -এর জনক কে?
- ক. বিল গেটস
- খ. মার্ক জুকারবার্গ
- গ. মার্ক টোথেন
- ঘ. স্টিভ জবস
উত্তরঃ মার্ক জুকারবার্গ