আন্তর্জাতিক বিষয়াবলি
1301. নেপোলিয়ান বোনাপোর্ট কোন দেশের অধিবাসী ছিলেন?
- ক. ব্রিটেন
- খ. জার্মানি
- গ. ফ্রান্স
- ঘ. ইতালি
উত্তরঃ ফ্রান্স
1303. কোন দেশটি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়?
- ক. জাপান
- খ. চীন
- গ. রাশিয়া
- ঘ. যুক্তরাজ্য
উত্তরঃ জাপান
1306. বিশ্বের কোন শহরকে ‘দক্ষিণের রানি’ বলা হয়?
- ক. ওয়াশিংটন
- খ. সিডনি
- গ. নিউইয়র্ক
- ঘ. ওসাকা
উত্তরঃ সিডনি
1307. রেডক্রসের প্রতিষ্ঠাতা কে?
- ক. ফ্রেডারিক এঞ্জেলস
- খ. হেনরি মি ডুনান্ট
- গ. লর্ড ব্যাডেন পাওয়েল
- ঘ. ফ্রেডারিক প্যাসে
উত্তরঃ হেনরি মি ডুনান্ট
1309. ইলেকটোরাল কলেজ কি?
- ক. স্বনামখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান
- খ. পার্লামেন্ট সসদ্যবৃন্দ
- গ. ক্রীড়া সমর্থক গোষ্ঠী
- ঘ. নির্বাচনী সংস্থা
উত্তরঃ নির্বাচনী সংস্থা
1311. সুরিনাম কোন মহাদেশে অবস্থিত?
- ক. দক্ষিণ আমেরিকা
- খ. এশিয়া
- গ. আফ্রিকা
- ঘ. উত্তর আমেরিকা
উত্তরঃ দক্ষিণ আমেরিকা
1312. ময়নামতি ওয়ার সেমিট্রি কোন যুদ্ধের সাথে সম্পর্কিত?
- ক. দ্বিতীয় বিশ্বযুদ্ধ
- খ. বাংলাদেশের মুক্তিযুদ্ধ
- গ. ঠাণ্ডাযুদ্ধ
- ঘ. প্রথম বিশ্বযুদ্ধ
উত্তরঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধ
1314. সুয়েজ খালকে জাতীয়করণ করা হয় কত সালে এবং কোন দেশ দ্বারা?
- ক. ১৯৫৬, ব্রিটেন
- খ. ১৯৫৬, মিশর
- গ. ১৯৫৫, ইসরায়েল
- ঘ. ১৯৫৬, ইরান
উত্তরঃ ১৯৫৬, মিশর
1316. 'I have a dram' শীর্ষক ব্যক্তব্যটি কার?
- ক. বারাক ওবামা
- খ. মার্টিন লুথার কিং জুনিয়র
- গ. নোয়াম চমস্কি
- ঘ. নেলসন ম্যান্ডেলা
উত্তরঃ মার্টিন লুথার কিং জুনিয়র
1317. বিখ্যাত ওয়াটার লু যুদ্ধ ক্ষেত্র কোথায় অবস্থিত?
- ক. যুক্তরাজ্য
- খ. বেলজিয়াম
- গ. জার্মানি
- ঘ. ফ্রান্স
উত্তরঃ বেলজিয়াম
1318. কোন তারিখে আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয়?
- ক. ২১ মার্চ
- খ. ৫ জুন
- গ. ২১ জুন
- ঘ. ৫ জুলাই
উত্তরঃ ৫ জুন
1319. বিশ্ব মানবাধিকার দিবস কোন তারিখে?
- ক. ১০ ডিসেম্বর
- খ. ১১ ডিসেম্বর
- গ. ১২ ডিসেম্বর
- ঘ. ৯ ডিসেম্বর
উত্তরঃ ১০ ডিসেম্বর
1322. জাপানের আইনসভার নাম কি?
- ক. সুপ্রিম একাডেমি
- খ. ডায়েট
- গ. পার্লামেন্ট
- ঘ. অ্যাসেম্বলি
উত্তরঃ ডায়েট
1324. ফুড এ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন (FAO) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
- ক. নিউইয়র্ক
- খ. ইতালি (রোম)
- গ. জেনেভা
- ঘ. লন্ডন
উত্তরঃ ইতালি (রোম)