আন্তর্জাতিক বিষয়াবলি

1226. ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা?

  • ক. মালয়েশিয়া
  • খ. চীন
  • গ. সিঙ্গাপুর
  • ঘ. যুক্তরাষ্ট্র

উত্তরঃ মালয়েশিয়া

বিস্তারিত

1227. ভিভাক (VEVAK) কোন দেশের গোয়েন্দা সংস্থা?

  • ক. চীন
  • খ. ইরান
  • গ. ইরাক
  • ঘ. রাশিয়া

উত্তরঃ ইরান

বিস্তারিত

1228. PLO কোন সালে গঠিত হয়?

  • ক. ১৯৬৪
  • খ. ১৯৬৫
  • গ. ১৯৬৬
  • ঘ. ১৯৬৭

উত্তরঃ ১৯৬৪

বিস্তারিত

1229. কোন খাল আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে?

  • ক. পানামা খাল
  • খ. সুয়েজ খাল
  • গ. ইংলিশ চ্যানেল
  • ঘ. ওয়ারেন্টা খাল

উত্তরঃ পানামা খাল

বিস্তারিত

1230. ‘নাগার্নো কারাবাখ’ কিসের নাম?

  • ক. ছিটমহল
  • খ. সমর কেন্দ্র
  • গ. গোয়েন্দা সংস্থা
  • ঘ. বিদ্রোহী দল

উত্তরঃ ছিটমহল

বিস্তারিত

1231. মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টের রাজনৈতিক দল হলো :

  • ক. ডেমোক্রেটিক পার্টি
  • খ. রিপাবলিক পার্টি
  • গ. লেবার পার্টি
  • ঘ. কনজারভেটিভ

উত্তরঃ রিপাবলিক পার্টি

বিস্তারিত

1232. জনসংখ্যার ভিত্তিতে পৃথিবীর বৃহত্তম মুসলিম দেশ কোনটি?

  • ক. বাংলাদেশ
  • খ. ইন্দোনেশিয়া
  • গ. ভারত
  • ঘ. ইরাক

উত্তরঃ ইন্দোনেশিয়া

বিস্তারিত

1233. কোন দেশ থেকে প্রথম কৃত্রিম উপগ্রহ উড্ডয়ন করা হয়?

  • ক. চীন
  • খ. জাপান
  • গ. যুক্তরাষ্ট্র
  • ঘ. রাশিয়া

উত্তরঃ রাশিয়া

বিস্তারিত

1234. নিচের কোন নদীটি মিয়ানমার ও বাংলাদেশ দুটি দেশেরই মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে?

  • ক. করতোয়া
  • খ. কর্ণফুলী
  • গ. মাতামুহুরী
  • ঘ. ফেনী

উত্তরঃ মাতামুহুরী

বিস্তারিত

1236. নিচের কোন সংগঠনটি জাতিসংঘ সম্পর্কিত?

  • ক. আন্তর্জাতিক আণবিক শক্তি এজেন্সি
  • খ. বিশ্ব বাণিজ্য সংস্থা
  • গ. রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি সংস্থা
  • ঘ. সবগুলোই জাতিসংঘ সম্পর্কিত সংস্থা

উত্তরঃ সবগুলোই জাতিসংঘ সম্পর্কিত সংস্থা

বিস্তারিত

1237. সর্বশেষ সদস্য হিসেবে আফগানিস্তানকে কত সালে সার্কের অন্তর্ভুক্ত করা হয়?

  • ক. ২০০৬ সালে
  • খ. ২০০৭ সালে
  • গ. ২০০৮ সালে
  • ঘ. ২০০৯ সালে

উত্তরঃ ২০০৭ সালে

বিস্তারিত

1238. আরব লীগের প্রতিষ্ঠাতা সদস্য দেশ নয় কোনটি?

  • ক. মিশর
  • খ. সংযুক্ত আরব আমিরাত
  • গ. লেবানন
  • ঘ. ইয়েমেন

উত্তরঃ সংযুক্ত আরব আমিরাত

বিস্তারিত

1239. নিচের কোন কমনওয়েলথ রাষ্ট্রটি ব্রিটিশ শাসনের অধীনস্ত ছিল না?

  • ক. দক্ষিণ আফ্রিকা
  • খ. মালয়েশিয়া
  • গ. অস্ট্রেলিয়া
  • ঘ. মোজাম্বিক

উত্তরঃ মোজাম্বিক

বিস্তারিত

1240. জাফনা দ্বীপ কোথায় অবস্থিত?

  • ক. জাপান
  • খ. শ্রীলঙ্কা
  • গ. মালদ্বীপ
  • ঘ. ভারত

উত্তরঃ শ্রীলঙ্কা

বিস্তারিত

1241. কোন দেশটি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য?

  • ক. ইতালি
  • খ. জার্মানি
  • গ. জাপান
  • ঘ. ফ্রান্স

উত্তরঃ ফ্রান্স

বিস্তারিত

1242. বর্তমানে ক্রিকেটের বিশ্ব চ্যাম্পিয়ন কে?

  • ক. ভারত
  • খ. অস্ট্রেলিয়া
  • গ. নিউজিল্যান্ড
  • ঘ. ইংল্যান্ড

উত্তরঃ ইংল্যান্ড

বিস্তারিত

1243. ল্যুভর মিউজিয়াম কোথায় অবস্থিত?

  • ক. প্যারিস
  • খ. লন্ডন
  • গ. হেগ
  • ঘ. ওয়াশিংটন

উত্তরঃ প্যারিস

বিস্তারিত

1244. আন্তর্জাতিক ন্যায়বিচর আদালত কোথায় অবস্থিত?

  • ক. নেদারল্যান্ড
  • খ. সুইজারল্যান্ড
  • গ. ফ্রান্স
  • ঘ. জার্মানি

উত্তরঃ নেদারল্যান্ড

বিস্তারিত

1246. কিউবার রাজধানীর নাম কী?

  • ক. সান্টিয়াগো
  • খ. কারাকাস
  • গ. হাভানা
  • ঘ. মানামা

উত্তরঃ হাভানা

বিস্তারিত

1247. আরব বসন্তের উত্থান কোন দেশ হতে হয়েছিল?

  • ক. মিসর
  • খ. লিবিয়া
  • গ. ইরাক
  • ঘ. তিউনিশিয়া

উত্তরঃ তিউনিশিয়া

বিস্তারিত

1248. মালয়েশিয়ার মুদ্রার নাম কী?

  • ক. দিনার
  • খ. ক্রোমা
  • গ. রিংগিত
  • ঘ. ইয়েন

উত্তরঃ রিংগিত

বিস্তারিত

1249. পরবর্তী ফুটবল বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে?

  • ক. কাতার
  • খ. জাপান
  • গ. দক্ষিণ কোরিয়া
  • ঘ. রাশিয়া

উত্তরঃ কাতার

বিস্তারিত

1250. উলানবাটোর কোন দেশের রাজধানী?

  • ক. ইন্দোনেশিয়া
  • খ. ফিলিপাইন
  • গ. আজারবাইজান
  • ঘ. মঙ্গোলিয়া

উত্তরঃ মঙ্গোলিয়া

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects