আন্তর্জাতিক বিষয়াবলি
1226. ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা?
- ক. মালয়েশিয়া
- খ. চীন
- গ. সিঙ্গাপুর
- ঘ. যুক্তরাষ্ট্র
উত্তরঃ মালয়েশিয়া
1229. কোন খাল আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে?
- ক. পানামা খাল
- খ. সুয়েজ খাল
- গ. ইংলিশ চ্যানেল
- ঘ. ওয়ারেন্টা খাল
উত্তরঃ পানামা খাল
1230. ‘নাগার্নো কারাবাখ’ কিসের নাম?
- ক. ছিটমহল
- খ. সমর কেন্দ্র
- গ. গোয়েন্দা সংস্থা
- ঘ. বিদ্রোহী দল
উত্তরঃ ছিটমহল
1231. মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টের রাজনৈতিক দল হলো :
- ক. ডেমোক্রেটিক পার্টি
- খ. রিপাবলিক পার্টি
- গ. লেবার পার্টি
- ঘ. কনজারভেটিভ
উত্তরঃ রিপাবলিক পার্টি
1232. জনসংখ্যার ভিত্তিতে পৃথিবীর বৃহত্তম মুসলিম দেশ কোনটি?
- ক. বাংলাদেশ
- খ. ইন্দোনেশিয়া
- গ. ভারত
- ঘ. ইরাক
উত্তরঃ ইন্দোনেশিয়া
1233. কোন দেশ থেকে প্রথম কৃত্রিম উপগ্রহ উড্ডয়ন করা হয়?
- ক. চীন
- খ. জাপান
- গ. যুক্তরাষ্ট্র
- ঘ. রাশিয়া
উত্তরঃ রাশিয়া
1234. নিচের কোন নদীটি মিয়ানমার ও বাংলাদেশ দুটি দেশেরই মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে?
- ক. করতোয়া
- খ. কর্ণফুলী
- গ. মাতামুহুরী
- ঘ. ফেনী
উত্তরঃ মাতামুহুরী
1235. জাতিসংঘ সনদ স্বাক্ষর সম্মেলনে উপস্থিত না থেকেও কোন রাষ্ট্র প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে পরিগণিত হয়?
- ক. হাঙ্গেরি
- খ. পোল্যান্ড
- গ. জার্মানি
- ঘ. রোমানিয়া
উত্তরঃ পোল্যান্ড
1236. নিচের কোন সংগঠনটি জাতিসংঘ সম্পর্কিত?
- ক. আন্তর্জাতিক আণবিক শক্তি এজেন্সি
- খ. বিশ্ব বাণিজ্য সংস্থা
- গ. রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি সংস্থা
- ঘ. সবগুলোই জাতিসংঘ সম্পর্কিত সংস্থা
উত্তরঃ সবগুলোই জাতিসংঘ সম্পর্কিত সংস্থা
1237. সর্বশেষ সদস্য হিসেবে আফগানিস্তানকে কত সালে সার্কের অন্তর্ভুক্ত করা হয়?
- ক. ২০০৬ সালে
- খ. ২০০৭ সালে
- গ. ২০০৮ সালে
- ঘ. ২০০৯ সালে
উত্তরঃ ২০০৭ সালে
1238. আরব লীগের প্রতিষ্ঠাতা সদস্য দেশ নয় কোনটি?
- ক. মিশর
- খ. সংযুক্ত আরব আমিরাত
- গ. লেবানন
- ঘ. ইয়েমেন
উত্তরঃ সংযুক্ত আরব আমিরাত
1239. নিচের কোন কমনওয়েলথ রাষ্ট্রটি ব্রিটিশ শাসনের অধীনস্ত ছিল না?
- ক. দক্ষিণ আফ্রিকা
- খ. মালয়েশিয়া
- গ. অস্ট্রেলিয়া
- ঘ. মোজাম্বিক
উত্তরঃ মোজাম্বিক
1241. কোন দেশটি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য?
- ক. ইতালি
- খ. জার্মানি
- গ. জাপান
- ঘ. ফ্রান্স
উত্তরঃ ফ্রান্স
1242. বর্তমানে ক্রিকেটের বিশ্ব চ্যাম্পিয়ন কে?
- ক. ভারত
- খ. অস্ট্রেলিয়া
- গ. নিউজিল্যান্ড
- ঘ. ইংল্যান্ড
উত্তরঃ ইংল্যান্ড
1244. আন্তর্জাতিক ন্যায়বিচর আদালত কোথায় অবস্থিত?
- ক. নেদারল্যান্ড
- খ. সুইজারল্যান্ড
- গ. ফ্রান্স
- ঘ. জার্মানি
উত্তরঃ নেদারল্যান্ড
1245. প্রাক্তন সোভিয়েত ইউনিয়ন বিভক্ত হয়ে কয়টি রাষ্ট্র হয়েছে?
- ক. ১৫টি
- খ. ১৬টি
- গ. ১৭টি
- ঘ. ১৮টি
উত্তরঃ ১৫টি
1247. আরব বসন্তের উত্থান কোন দেশ হতে হয়েছিল?
- ক. মিসর
- খ. লিবিয়া
- গ. ইরাক
- ঘ. তিউনিশিয়া
উত্তরঃ তিউনিশিয়া
1249. পরবর্তী ফুটবল বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে?
- ক. কাতার
- খ. জাপান
- গ. দক্ষিণ কোরিয়া
- ঘ. রাশিয়া
উত্তরঃ কাতার
1250. উলানবাটোর কোন দেশের রাজধানী?
- ক. ইন্দোনেশিয়া
- খ. ফিলিপাইন
- গ. আজারবাইজান
- ঘ. মঙ্গোলিয়া
উত্তরঃ মঙ্গোলিয়া