আন্তর্জাতিক বিষয়াবলি

1176. নিচের কোন দেশটি কফি উৎপাদন ও রপ্তানিতে বিশ্বে শীর্ষে আছে?

  • ক. ব্রাজিল
  • খ. চীন
  • গ. ভিয়েতনাম
  • ঘ. কলম্বিয়া

উত্তরঃ ব্রাজিল

বিস্তারিত

1177. ‘কাসাব্লাঙ্কা’ সমুদ্র বন্দরটি কোন দেশে অবস্থিত?

  • ক. জর্ডান
  • খ. মিশর
  • গ. মরক্কো
  • ঘ. সুদান

উত্তরঃ মরক্কো

বিস্তারিত

1178. বাংলাদশে জাতীয় ক্রিকেট দলের নতুন কোচ কোন দেশের নাগরিক?

  • ক. ওয়েস্ট ইন্ডিজ
  • খ. দক্ষিণ আফ্রিকা
  • গ. অস্ট্রেলিয়া
  • ঘ. ইংল্যান্ড

উত্তরঃ দক্ষিণ আফ্রিকা

বিস্তারিত

1179. অতীশ দীপঙ্কর কোন দেশে বৌদ্ধধর্ম প্রচার করেন?

  • ক. তিব্বত
  • খ. শ্রীলংকা
  • গ. মিয়ানমার
  • ঘ. দক্ষিণ ভারত

উত্তরঃ তিব্বত

বিস্তারিত

1180. ২০২৩ সালে এশিয়ান কাপ ফুটবল টুর্নামেন্ট কোথায় অনুষ্ঠিত হবে?

  • ক. কাতার
  • খ. দক্ষিণ কোরিয়া
  • গ. চীন
  • ঘ. জাপান

উত্তরঃ চীন

বিস্তারিত

1181. সার্ক কত সালে গঠিত হয়?

  • ক. ১৯৮২
  • খ. ১৯৮৫
  • গ. ১৯৮৬
  • ঘ. ১৯৮৮

উত্তরঃ ১৯৮৫

বিস্তারিত

1182. চাঁদে অভিযানকারী চতুর্থ দেশ কোনটি?

  • ক. চীন
  • খ. রাশিয়া
  • গ. ইসরাইল
  • ঘ. ভারত

উত্তরঃ ভারত

বিস্তারিত

1183. মিয়ানমারের রোহিঙ্গারা তাদের নাগরিকত্ব কত সালে হারায়?

  • ক. ১৯৬২ সালে
  • খ. ১৯৮২ সালে
  • গ. ১৯৮৬ সালে
  • ঘ. ১৯৮৮ সালে

উত্তরঃ ১৯৮২ সালে

বিস্তারিত

1184. IDA বলতে কী বোঝেন?

  • ক. International Development Authority
  • খ. Industrial Development Authority
  • গ. Inland Development Authority
  • ঘ. International Development Association

উত্তরঃ International Development Association

বিস্তারিত

1185. মরিশাস দ্বীপপুঞ্জ কোন সাগরে অবস্থিত?

  • ক. প্রশান্ত মহাসাগরে
  • খ. আরব সাগরে
  • গ. আটলান্টি মহাসাগরে
  • ঘ. ভারত মহাসাগরে

উত্তরঃ ভারত মহাসাগরে

বিস্তারিত

1186. কুইবেক প্রদেশ কোন দেশের অংশ?

  • ক. যুক্তরাজ্য
  • খ. কানাডা
  • গ. যুক্তরাষ্ট্র
  • ঘ. ফ্রান্স

উত্তরঃ কানাডা

বিস্তারিত

1187. জাপানের অতীত রাজধানীর নাম কী?

  • ক. ওসাকা
  • খ. হিরোশিয়া
  • গ. কিয়োটা
  • ঘ. নাগাসাকি

উত্তরঃ কিয়োটা

বিস্তারিত

1188. বিশ্বের সর্বাধিক দ্বীপ নিয়ে গঠিত রাষ্ট্র কোনটি?

  • ক. ইন্দোনেশিয়া
  • খ. ফিলিপাইন
  • গ. মালদ্বীপ
  • ঘ. জাপান

উত্তরঃ ইন্দোনেশিয়া

বিস্তারিত

1189. Eupopean Union এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

  • ক. প্যারিসে
  • খ. ব্রাসেলসে
  • গ. রোমে
  • ঘ. বার্লিনে

উত্তরঃ ব্রাসেলসে

বিস্তারিত

1190. Spain এর রাজধানীর নাম কী?

  • ক. বার্সেলোনা
  • খ. কর্ডোভা
  • গ. গ্রানাডা
  • ঘ. মাদ্রিদ

উত্তরঃ মাদ্রিদ

বিস্তারিত

1191. সিরডাপ (CIRDAP) এর সদর দপ্তর -

  • ক. দিল্লি
  • খ. ওয়াশিংটন
  • গ. ব্যাংকক
  • ঘ. ঢাকা

উত্তরঃ ঢাকা

বিস্তারিত

1192. আন্তর্জাতিক ওজোন দিবস পালিত হয় -

  • ক. ২২ জুলাই
  • খ. ২৮ জুলাই
  • গ. ১৭ আগস্ট
  • ঘ. ১৬ সেপ্টেম্বর

উত্তরঃ ১৬ সেপ্টেম্বর

বিস্তারিত

1193. ‘গোল্ডেন ট্রায়াঙ্গল’ যেসব দেশ নিয়ে গঠিত -

  • ক. মিয়ানমার, থাইল্যান্ড ও লাওস
  • খ. আফগানিস্তান, পাকিস্তান ও ইরান
  • গ. বাংলাদেশ, ভারত ও নেপাল
  • ঘ. কম্বোডিয়া, লাওস ও ভিয়েতনাম

উত্তরঃ মিয়ানমার, থাইল্যান্ড ও লাওস

বিস্তারিত

1194. মার্কিন যুক্তরাষ্ট্রকে ‘স্ট্যাচু অব লিবার্টি’ উপহার দেয় -

  • ক. যুক্তরাজ্য
  • খ. ইতালি
  • গ. ফ্রান্স
  • ঘ. জার্মানি

উত্তরঃ ফ্রান্স

বিস্তারিত

1195. যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা লিখিত গ্রন্থটির নাম -

  • ক. উইংস অব ফায়ার
  • খ. ফ্রেন্ডস নট মাস্টার
  • গ. ক্ল্যাশ অব সিভিলাইজেশন
  • ঘ. দ্য অডাসিটি অব হোপ

উত্তরঃ দ্য অডাসিটি অব হোপ

বিস্তারিত

1196. ১০ নং ডাউনিং স্ট্রিট -

  • ক. ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন
  • খ. রানীর গ্রীষ্মকালীন নিবাস
  • গ. অর্থমন্ত্রীর অফিস ভবন
  • ঘ. কমনওয়েলথ মন্ত্রীদের সভা ভবন

উত্তরঃ ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন

বিস্তারিত

1197. আধুনিক তুরস্কের জনক -

  • ক. আনোয়ার পাশা
  • খ. কামাল পাশা
  • গ. হারুন-অর-রশীদ
  • ঘ. জেনারেল তুরগত ওজা

উত্তরঃ কামাল পাশা

বিস্তারিত

1198. মুসলমান ও পৌত্তলিকদের মধ্যে ‘মদিনা সনদ’ স্বাক্ষরিত হয় -

  • ক. ৬২২ খ্রিস্টাব্দ
  • খ. ৬২৪ খ্রিস্টাব্দ
  • গ. ৬২৫ খ্রিস্টাব্দ
  • ঘ. ৫৩০ খ্রিস্টাব্দ

উত্তরঃ ৬২২ খ্রিস্টাব্দ

বিস্তারিত

1199. আফ্রিকার মুসলিম রাষ্ট্র -

  • ক. সুদান
  • খ. নামিবিয়া
  • গ. ইথিওপিয়া
  • ঘ. কেনিয়া

উত্তরঃ সুদান

বিস্তারিত

1200. সার্কভুক্ত দেশসমূহের মধ্যে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম -

  • ক. মালদ্বীপ
  • খ. নেপাল
  • গ. ভুটান
  • ঘ. শ্রীলংকা

উত্তরঃ ভুটান

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects