আন্তর্জাতিক বিষয়াবলি
1151. ইন্টারফ্যাক্স হলো -
- ক. কোরিয়ার একটি বার্তা সংস্থা
- খ. রাশিয়ার একটি বার্তা সংস্থা
- গ. চীনের একটি বার্তা সংস্থা
- ঘ. জাপানের একটি বার্তা সংস্থা
উত্তরঃ রাশিয়ার একটি বার্তা সংস্থা
1152. আগুনের দ্বীপ কোনটি?
- ক. আইসল্যান্ড
- খ. আয়ারল্যান্ড
- গ. থাইল্যান্ড
- ঘ. ফিনল্যান্ড
উত্তরঃ আইসল্যান্ড
1154. ‘আরব বসন্ত’ এর (Arab Spring) উত্থান কোন দেশ হতে?
- ক. সৌদি আরব
- খ. কুয়েত
- গ. তিউনিসিয়া
- ঘ. লিবিয়া
উত্তরঃ তিউনিসিয়া
1155. ক্রিকেট ওয়াল্র্ডকাপ ২০১৯ এ ম্যান অব দ্যা টুর্নামেন্ট কে হন?
- ক. সাকিব আল হাসান
- খ. রোহিত শর্মা
- গ. কেন উইলিয়ামসন
- ঘ. বেন স্টোকস
উত্তরঃ কেন উইলিয়ামসন
1157. কত সালে OIC প্রতিষ্ঠিত হয়?
- ক. ১৯৬৯ সালে
- খ. ১৯৬৮ সালে
- গ. ১৯৬৭ সালে
- ঘ. ১৯৬৫ সালে
উত্তরঃ ১৯৬৯ সালে
1158. জাতিসংঘের কোন অঙ্গসংস্থা ‘ভেটো’ (Veto) ক্ষমতা প্রয়োগ করে?
- ক. আইন পরিষদ
- খ. জাতিসংঘ সচিবালয়
- গ. সাধারণ পরিষদ
- ঘ. নিরাপত্তা পরিষদ
উত্তরঃ নিরাপত্তা পরিষদ
1159. ন্যাটোর (NATO) সদর দপ্তর কোথায় অবস্থিত?
- ক. প্যারিস
- খ. ব্রাসেলস
- গ. লন্ডন
- ঘ. জেনেভা
উত্তরঃ ব্রাসেলস
1160. নিচের কোন দেশটি 'Buffer State'?
- ক. জার্মানি
- খ. কানাডা
- গ. অস্ট্রিয়া
- ঘ. ডেনমার্ক
উত্তরঃ অস্ট্রিয়া
1161. পৃথিবীর কোন দেশ সবচেয়ে বেশি জ্বালানি তেল ব্যবহার করে?
- ক. রাশিয়া
- খ. জাপান
- গ. মার্কিন যুক্তরাষ্ট্র
- ঘ. চীন
উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্র
1162. জাতিসংঘ দিবস কবে পালিত হয়?
- ক. ২৪ আগস্ট
- খ. ২৪ নভেম্বর
- গ. ২৪ ডিসেম্বর
- ঘ. ২৪ অক্টোবর
উত্তরঃ ২৪ অক্টোবর
1163. ইউরোপীয় দেশ বুলগেরিয়ার রাজধানীর নাম কি?
- ক. প্রাগ
- খ. বার্লিন
- গ. সোফিয়া
- ঘ. বুখারেস্ট
উত্তরঃ সোফিয়া
1165. জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের অধিবাসী?
- ক. দক্ষিণ কোরিয়া
- খ. নাইজেরিয়া
- গ. পর্তুগাল
- ঘ. ব্রাজিল
উত্তরঃ পর্তুগাল
1166. নিচের কোন প্রতিষ্ঠানিটি নোবেল পুরস্কারপ্রাপ্ত?
- ক. আরব লীগ
- খ. ইউরোপীয় ইউনিয়ন
- গ. আসিয়ান
- ঘ. ন্যাটো
উত্তরঃ ইউরোপীয় ইউনিয়ন
1167. ধান উৎপাদনে বিশ্বে বর্তমানে শীর্ষস্থানে কোন দেশ রয়েছে?
- ক. চীন
- খ. বাংলাদেশ
- গ. ভারত
- ঘ. ইন্দোনেশিয়া
উত্তরঃ চীন
1168. আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (ICC) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
- ক. লন্ডন
- খ. মুম্বাই
- গ. দুবাই
- ঘ. মেলবোর্ন
উত্তরঃ দুবাই
1170. জাপান ও রাশিয়ার বিরোধপূর্ণ দ্বীপটির নাম কী?
- ক. মার্শাল দ্বীপপুঞ্জ
- খ. দিয়াগো গার্সিয়া
- গ. কুড়িল দ্বীপপুঞ্জ
- ঘ. গ্রেট বেরিয়ার রীফ
উত্তরঃ কুড়িল দ্বীপপুঞ্জ
1171. Persona-non-grata কোন শ্রেণির ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য?
- ক. রাজনীতিবিদ
- খ. ক্রীড়াবিদ
- গ. ব্যবসায়ী
- ঘ. কূটনীতিক
উত্তরঃ কূটনীতিক
1172. ২০১৯ সালে শান্তিতে নোবেল বিজয়ী -
- ক. নাদিয়া মুরাদ
- খ. অভিজিৎ ব্যানার্জি
- গ. আবি আহমেদ আলী
- ঘ. কাজুও ইশিগুরো
উত্তরঃ আবি আহমেদ আলী
1173. ‘মেক্সিকো’ কোন মহাদেশের অন্তর্ভুক্ত?
- ক. ইউরোপ
- খ. এশিয়া
- গ. উত্তর আমেরিকা
- ঘ. দক্ষিণ আমেরিকা
উত্তরঃ উত্তর আমেরিকা
1174. সিয়াচেন হিমবাহ কোন দুইটি দেশের মধ্যে অবস্থিত ?
- ক. ভারত ও চীন
- খ. ভারত ও পাকিস্তান
- গ. চীন ও পাকিস্তান
- ঘ. চীন ও নেপাল
উত্তরঃ ভারত ও পাকিস্তান
1175. নিচের কোন প্রতিষ্ঠানটি ‘ভৌগোলিক নির্দেশক পণ্য’ এর স্বীকৃতি দেয়?
- ক. ইউনেস্কো
- খ. আন্তর্জাতিক মেধাস্বত্ব সংস্থা
- গ. বিশ্ব বাণিজ্য সংস্থা
- ঘ. বিশ্বব্যাংক
উত্তরঃ আন্তর্জাতিক মেধাস্বত্ব সংস্থা