আন্তর্জাতিক বিষয়াবলি
1126. জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল হয় - ২০১৯ তারিখ।
- ক. ২ আগস্ট
- খ. ৩ আগস্ট
- গ. ৪ আগস্ট
- ঘ. ৫ আগস্ট
উত্তরঃ ৫ আগস্ট
1127. ‘গারুদা’ কোন দেশের বিমান সংস্থা?
- ক. জাপান
- খ. তুরস্ক
- গ. ইন্দোনিশিয়া
- ঘ. মালয়েশিয়া
উত্তরঃ ইন্দোনিশিয়া
1129. ২০১৯ সালের বৈশ্বিক প্রতিযোগিতার সক্ষমতা প্রতিবেদনে শীর্ষ দেশ কোনটি?
- ক. যুক্তরাষ্ট্র
- খ. সিঙ্গাপুর
- গ. হংকং
- ঘ. জার্মানি
উত্তরঃ সিঙ্গাপুর
1130. ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস’ পালিত হয় কোন তারিখে?
- ক. ১০ এপ্রিল
- খ. ০২ এপ্রিল
- গ. ১০ মার্চ
- ঘ. ০২ মার্চ
উত্তরঃ ০২ এপ্রিল
1131. ‘বাংলাদেশ স্কয়ার’ কোন দেশে অবস্থিত?
- ক. সিয়েরা লিয়ন
- খ. ইংল্যান্ড
- গ. জাপান
- ঘ. লাইবেরিয়া
উত্তরঃ লাইবেরিয়া
1132. নিচের কোনটি স্ক্যান্ডিনেভিয়ানভুক্ত রাষ্ট্র নয়?
- ক. ডেনমার্ক
- খ. নরওয়ে
- গ. জার্মানি
- ঘ. সুইডেন
উত্তরঃ জার্মানি
1133. কোনটি ‘ল্যাটিন আমেরিকান’ রাষ্ট্র নয়?
- ক. ব্রাজিল
- খ. আর্জেন্টিনা
- গ. কানাডা
- ঘ. মেক্সিকো
উত্তরঃ কানাডা
1134. কোন বিশ্ববিদ্যালয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘ডিলিট ডিগ্রী’ প্রদান করেন?
- ক. ঢাকা বিশ্ববিদ্যালয়
- খ. রাজশাহী বিশ্ববিদ্যালয়
- গ. কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গ
- ঘ. জগন্নাথ বিশ্ববিদ্যালয়
উত্তরঃ কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গ
1135. নিচের কোন দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়?
- ক. রাশিয়া
- খ. ফ্রান্স
- গ. জার্মানি
- ঘ. চীন
উত্তরঃ জার্মানি
1136. ইন্টারপোলের (Interpol) সদর দপ্তর কোন দেশে অবস্থিত?
- ক. বেলজিয়াম
- খ. যুক্তরাজ্য
- গ. ফ্রান্স
- ঘ. ইতালি
উত্তরঃ ফ্রান্স
1137. অ্যাপল কোম্পানির প্রতিষ্ঠাতা কে?
- ক. স্টিভ জবস
- খ. বিল গেটস
- গ. মার্ক জুকারবার্গ
- ঘ. ল্যারি সেজ
উত্তরঃ স্টিভ জবস
1138. ন্যাটোর (NATO) সদর দপ্তর কোথায় অবস্থিত?
- ক. ব্রাসেলস
- খ. জেনেভা
- গ. লন্ডন
- ঘ. প্যারিস
উত্তরঃ ব্রাসেলস
1139. ‘লিও টলস্টয়’ কোন দেশের সাহিত্যিক ছিলেন?
- ক. মার্কিন যুক্তরাষ্ট্র
- খ. ইংল্যান্ড
- গ. জার্মানি
- ঘ. রাশিয়া
উত্তরঃ রাশিয়া
1141. কোন নদীটি ভারতের বরাক নদী থেকে উৎপন্ন হয়েছে?
- ক. যাদুকাটা নদী
- খ. ডাউকী নদী
- গ. হালদা নদী
- ঘ. সুরমা নদী
উত্তরঃ সুরমা নদী
1142. ‘মানাগুয়া’ কোন দেশের রাজধানী?
- ক. পানামা
- খ. এলসালভেদর
- গ. নিকারাগুয়া
- ঘ. ব্রাজিল
উত্তরঃ নিকারাগুয়া
1144. International Atomic Energy Agency'র সদর দপ্তর কোথায়?
- ক. জেনেভা
- খ. জেদ্দা
- গ. ভিয়েনা
- ঘ. রোম
উত্তরঃ ভিয়েনা
1146. পৃথিবীর সর্বাধিক দ্বীপপুঞ্জের দেশ কোনটি?
- ক. রাশিয়া
- খ. ইন্দোনেশিয়া
- গ. ফিলিপাইন
- ঘ. ভারত
উত্তরঃ ইন্দোনেশিয়া
1147. টি-২০ বিশ্বকাপ ক্রিকেট প্রথম অনুষ্ঠিত হয় -
- ক. ২০০৬ সালে
- খ. ২০০৮ সালে
- গ. ২০০৭ সালে
- ঘ. ২০১২ সালে
উত্তরঃ ২০০৭ সালে
1150. পক প্রণালি কোন দুটি দেশকে পৃথক করেছে?
- ক. ভারত ও পাকিস্তান
- খ. ভারত ও চীন
- গ. ভারত ও শ্রীলংকা
- ঘ. ভারত ও ভুটান
উত্তরঃ ভারত ও শ্রীলংকা