আন্তর্জাতিক বিষয়াবলি

1051. Which country is completely surrounded by South Africa?

  • ক. Lasotho
  • খ. Laos
  • গ. Gabon
  • ঘ. Zimbabuwe

উত্তরঃ Lasotho

বিস্তারিত

1052. The largest museum in the world is -

  • ক. Vatican Museum
  • খ. State Hermitage Museum
  • গ. Louvre Museum
  • ঘ. National Museum of China

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

1053. The FIFA world cup 2026 will be hosted by -

  • ক. China
  • খ. France and Germany
  • গ. Brazil and Argentena
  • ঘ. Canada, Mexico and United States

উত্তরঃ Canada, Mexico and United States

বিস্তারিত

1054. Which country is the largest producer of natural gas?

  • ক. Saudi Arabia
  • খ. Iran
  • গ. Russia
  • ঘ. Qatar

উত্তরঃ Russia

বিস্তারিত

1055. European Union has - states.

  • ক. 28
  • খ. 29
  • গ. 30
  • ঘ. 31

উত্তরঃ 28

বিস্তারিত

1056. The most populous city in the world is -

  • ক. Beijing
  • খ. Bunos Aires
  • গ. Shanghai
  • ঘ. Tokyo

উত্তরঃ Tokyo

বিস্তারিত

1057. 'State of Unity' কোথায় অবস্থিত?

  • ক. দিল্লী
  • খ. গুজরাট
  • গ. মুম্বাই
  • ঘ. চেন্নাই

উত্তরঃ গুজরাট

বিস্তারিত

1059. কোন দেশর সংসদের নাম ‘দুমা’?

  • ক. ফ্রান্স
  • খ. জার্মানি
  • গ. ইসরায়েল
  • ঘ. রাশিয়া

উত্তরঃ রাশিয়া

বিস্তারিত

1060. কানাডার রাজধানীর নাম কী?

  • ক. অটোয়া
  • খ. মন্ট্রিল
  • গ. টরেন্টো
  • ঘ. ভিক্টোরিয়া

উত্তরঃ অটোয়া

বিস্তারিত

1061. শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী শিরিন এবাদী কোন দেশের নাগরিক?

  • ক. তুরস্ক
  • খ. ইরান
  • গ. ইরাক
  • ঘ. পাকিস্তান

উত্তরঃ ইরান

বিস্তারিত

1062. কোন দেশের নভোচারী সর্বপ্রথম মহাশূন্যে ভ্রমণ করেন?

  • ক. রাশিয়া
  • খ. যুক্তরাষ্ট্র
  • গ. যুক্তরাজ্য
  • ঘ. জাপান

উত্তরঃ রাশিয়া

বিস্তারিত

1063. মিয়ানমারের মুদ্রার নাম :

  • ক. ক্রোনার
  • খ. কিয়াট
  • গ. লেভ
  • ঘ. পেসো

উত্তরঃ কিয়াট

বিস্তারিত

1064. ২০১৮ বিশ্বকাপ ফুটবলে কে 'Golden Ball' পুরস্কার পেয়েছে?

  • ক. Mbappe
  • খ. Luka Modric
  • গ. Eden Hazard
  • ঘ. Harry Kane

উত্তরঃ Luka Modric

বিস্তারিত

1065. বিশ্ব এইডস দিবস কবে পালিত হয়?

  • ক. ১ জানুয়ারি
  • খ. ১ জুলাই
  • গ. ১ নভেম্বর
  • ঘ. ১ ডিসেম্বর

উত্তরঃ ১ ডিসেম্বর

বিস্তারিত

1066. স্বর্ণ উৎপাদনের বিশ্বে শীর্ষস্থানীয় দেশ কোনটি?

  • ক. চীন
  • খ. শ্রীলংকা
  • গ. ব্রাজিল
  • ঘ. দক্ষিণ আফ্রিকা

উত্তরঃ চীন

বিস্তারিত

1067. ২০১৯ সালে বিশ্বকাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হবে?

  • ক. ভারত
  • খ. ইংল্যান্ড
  • গ. শ্রীলংকা
  • ঘ. অস্ট্রেলিয়া

উত্তরঃ ইংল্যান্ড

বিস্তারিত

1068. হরপ্পা ও মহেঞ্জোদারোতে প্রাপ্ত সভ্যতা ইতিহাসে কোন সভ্যতা হিসাবে পরিচিত?

  • ক. ক্যালডীয় সভ্যতা
  • খ. অ্যাসিরীয় সভ্যতা
  • গ. সিন্ধু সভ্যতা
  • ঘ. ইনকা সভ্যতা

উত্তরঃ সিন্ধু সভ্যতা

বিস্তারিত

1069. কনফুসিয়াল কে?

  • ক. দার্শনিক
  • খ. চিকিৎসক
  • গ. রাষ্ট্রনায়ক
  • ঘ. বৈজ্ঞানিক

উত্তরঃ দার্শনিক

বিস্তারিত

1070. তাহরির স্কোয়ার কোথায় অবস্থিত?

  • ক. মিশর
  • খ. তিউনিসিয়া
  • গ. সিরিয়া
  • ঘ. তুরস্ক

উত্তরঃ মিশর

বিস্তারিত

1071. শেখ সাদী কোন ভাষার কবি ছিলেন?

  • ক. ফারসি
  • খ. আরবি
  • গ. ফরাসি
  • ঘ. তুর্কি

উত্তরঃ ফারসি

বিস্তারিত

1072. পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক লোক কোন ভাষায় কথা বলে?

  • ক. ইংরেজি
  • খ. স্প্যানিশ
  • গ. ম্যান্ডারিন
  • ঘ. আরবি

উত্তরঃ ম্যান্ডারিন

বিস্তারিত

1073. ফরাসী বিপ্লব সংঘটিত হয় ?

  • ক. ১৭৮৯
  • খ. ১৯৭১
  • গ. ১৭৯৫
  • ঘ. ১৮০০

উত্তরঃ ১৭৮৯

বিস্তারিত

1074. আফ্রিকাকে স্পেন থেকে আলাদা করেছে -

  • ক. মালাক্কা প্রণালী
  • খ. ফ্লোরিডা প্রণালী
  • গ. জিব্রাল্টার প্রণালী
  • ঘ. লোহিত সাগর

উত্তরঃ জিব্রাল্টার প্রণালী

বিস্তারিত

1075. গ্রিনিচ মানমন্দির কোন দেশে অবস্থিত?

  • ক. জাপান
  • খ. জার্মানি
  • গ. যুক্তরাজ্য
  • ঘ. রাশিয়া

উত্তরঃ যুক্তরাজ্য

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects