আন্তর্জাতিক বিষয়াবলি
1026. মিনস্ক নিচের কোন দেশের রাজধানী?
- ক. তাজাকিস্তান
- খ. আজারবাইজান
- গ. পর্তুগাল
- ঘ. বেলারুশ
উত্তরঃ বেলারুশ
1027. সর্বশেষ মিউনিখ নিরাপত্তা সম্মেলন কোন সালের কোন মাসে অনুষ্ঠিত হয়েছে?
- ক. সেপ্টেম্বর, ২০১৮
- খ. মার্চ, ২০১৯
- গ. ফেব্রুয়ারি, ২০১৯
- ঘ. ডিসেম্বর, ২০১৮
উত্তরঃ ফেব্রুয়ারি, ২০১৯
1028. কোন দেশটি ইউরোপের বাল্টিক অঞ্চলে অবস্থিত নয়?
- ক. ফিনল্যান্ড
- খ. পোল্যান্ড
- গ. অস্ট্রিয়া
- ঘ. সুইডেন
উত্তরঃ অস্ট্রিয়া
1029. OIC -এর কততম শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন?
- ক. ২য় শীর্ষ সম্মেলন
- খ. ৫ম শীর্ষ সম্মেলন
- গ. ৪র্থ শীর্ষ সম্মেলন
- ঘ. ৭ম শীর্ষ সম্মেলন
উত্তরঃ ২য় শীর্ষ সম্মেলন
- ক. এবোটাবাদ
- খ. বালাকোট
- গ. কোয়েটা
- ঘ. গিলগিট
উত্তরঃ বালাকোট
1031. নিচের কোন দেশে ২০২২ সালের G-20 বাৎসরিক সম্মেলন অনুষ্ঠিত হবে?
- ক. ইতালী
- খ. যুক্তরাষ্ট্র
- গ. ভারত
- ঘ. ব্রাজিল
উত্তরঃ ভারত
1032. ‘দ্যা আইডিয়া অব জাস্টিস’ -গ্রন্থের রচয়িতা কে?
- ক. মার্থা ন্যুসবাম
- খ. জোসেফ স্টিগলিটজ
- গ. অমর্ত্য সেন
- ঘ. জন রাউলস
উত্তরঃ অমর্ত্য সেন
1033. শ্রীলংকার কোন সমুদ্রবন্দর চীনের নিকট ৯৯ বছরের জন্য লীজ দেয়া হয়েছে?
- ক. ক্রিঙ্কোমালী
- খ. হাম্বানটোটা
- গ. গল বন্দর
- ঘ. পোর্ট অব কলম্বো
উত্তরঃ হাম্বানটোটা
1034. 'V20' গ্রুপ কীসের সাথে সম্পর্কিত?
- ক. কৃষি উন্নয়ন
- খ. দারিদ্র বিমোচন
- গ. জলবায়ু পবিরর্তন
- ঘ. বিনিয়োগ সম্পর্কিত
উত্তরঃ জলবায়ু পবিরর্তন
- ক. ১৫
- খ. ১৭
- গ. ২১
- ঘ. ২৭
উত্তরঃ ১৭
1036. জাতিসংঘ সমুদ্র আইন কত সালে স্বাক্ষরিত হয়েছিল?
- ক. ১৯৭৯ সালে
- খ. ১৯৮২ সালে
- গ. ১৯৮৩ সালে
- ঘ. ১৯৯৮ সালে
উত্তরঃ ১৯৮২ সালে
1037. বিশ্বের সর্বশেষ জলবায়ু সম্মেলন (ডিসেম্বর, ২০১৮) কোথায় অনুষ্ঠিত হয়?
- ক. কাটোউইস, পোল্যান্ড
- খ. প্যারিস, ফ্রান্স
- গ. রোম, ইতালি
- ঘ. বেইজিং, চীন
উত্তরঃ কাটোউইস, পোল্যান্ড
1038. Sunshine Policy -এর সাথে কোন দুটি দেশ জড়িত?
- ক. চীন, রাশিয়া
- খ. উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া
- গ. জাপান, থাইল্যান্ড
- ঘ. তাইওয়ান, হংকং
উত্তরঃ উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া
1039. BRICS কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংকের নাম হচ্ছে -
- ক. New Development Bank (NDB)
- খ. BRICS Development (BDB)
- গ. Economic Development Bank (EDB)
- ঘ. International Commercial Bank (ICB)
উত্তরঃ New Development Bank (NDB)
1040. চীন নিচের কোন আফ্রিকান দেশটিতে সামরিক ঘাঁটি স্থাপনের মাধ্যমে কৌশলগত সম্পর্ক স্থাপন করেছে?
- ক. ইথিওপিয়া
- খ. জাম্বিয়া
- গ. লাইবেরিয়া
- ঘ. জীবুতি
উত্তরঃ জীবুতি
1041. জাতিসংঘ বিষয়ক আলোচনায় পি৫ (P5) বলতে কী বুঝায়?
- ক. নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্র
- খ. পাঁচটি পরমাণু শক্তিধর রাষ্ট্র
- গ. পাচঁটি জাতিসংঘ সংস্থা
- ঘ. উপরের কোনোটিই নয়
উত্তরঃ নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্র
1043. The North Pole of the Earth in located in -
- ক. Norway
- খ. Antarctica
- গ. Arctic Ocean
- ঘ. Pacific Ocean
উত্তরঃ Arctic Ocean
1044. Who is the current Prime Minister of Canada?
- ক. Stephen Harper
- খ. Paul Martin
- গ. Pierre Trudeau
- ঘ. Justin Trudeau
উত্তরঃ Justin Trudeau
1046. Journalist Jamal Khashoggi was a citizen of -
- ক. Saudi Arabia
- খ. Turkey
- গ. Iraq
- ঘ. Iran
উত্তরঃ Saudi Arabia
1047. Durand line separates -
- ক. Pakistan and India
- খ. Pakistan and Afghanistan
- গ. India and China
- ঘ. India and Nepal
উত্তরঃ Pakistan and Afghanistan
1049. In US, how many electoral votes does a president need to win?
- ক. 270
- খ. 272
- গ. 274
- ঘ. None
উত্তরঃ 270
1050. What is the name of the new Multilateral Development Bank (MDB), initiated by China?
- ক. Asian Infrastructure Development Bank
- খ. Asian Infrastructure Investment Bank
- গ. Asian National Development Bank
- ঘ. Asian Cooperative Investment Bank
উত্তরঃ Asian Infrastructure Investment Bank