আন্তর্জাতিক বিষয়াবলি

1026. মিনস্ক নিচের কোন দেশের রাজধানী?

  • ক. তাজাকিস্তান
  • খ. আজারবাইজান
  • গ. পর্তুগাল
  • ঘ. বেলারুশ

উত্তরঃ বেলারুশ

বিস্তারিত

1027. সর্বশেষ মিউনিখ নিরাপত্তা সম্মেলন কোন সালের কোন মাসে অনুষ্ঠিত হয়েছে?

  • ক. সেপ্টেম্বর, ২০১৮
  • খ. মার্চ, ২০১৯
  • গ. ফেব্রুয়ারি, ২০১৯
  • ঘ. ডিসেম্বর, ২০১৮

উত্তরঃ ফেব্রুয়ারি, ২০১৯

বিস্তারিত

1028. কোন দেশটি ইউরোপের বাল্টিক অঞ্চলে অবস্থিত নয়?

  • ক. ফিনল্যান্ড
  • খ. পোল্যান্ড
  • গ. অস্ট্রিয়া
  • ঘ. সুইডেন

উত্তরঃ অস্ট্রিয়া

বিস্তারিত

1029. OIC -এর কততম শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন?

  • ক. ২য় শীর্ষ সম্মেলন
  • খ. ৫ম শীর্ষ সম্মেলন
  • গ. ৪র্থ শীর্ষ সম্মেলন
  • ঘ. ৭ম শীর্ষ সম্মেলন

উত্তরঃ ২য় শীর্ষ সম্মেলন

বিস্তারিত

1031. নিচের কোন দেশে ২০২২ সালের G-20 বাৎসরিক সম্মেলন অনুষ্ঠিত হবে?

  • ক. ইতালী
  • খ. যুক্তরাষ্ট্র
  • গ. ভারত
  • ঘ. ব্রাজিল

উত্তরঃ ভারত

বিস্তারিত

1032. ‘দ্যা আইডিয়া অব জাস্টিস’ -গ্রন্থের রচয়িতা কে?

  • ক. মার্থা ন্যুসবাম
  • খ. জোসেফ স্টিগলিটজ
  • গ. অমর্ত্য সেন
  • ঘ. জন রাউলস

উত্তরঃ অমর্ত্য সেন

বিস্তারিত

1033. শ্রীলংকার কোন সমুদ্রবন্দর চীনের নিকট ৯৯ বছরের জন্য লীজ দেয়া হয়েছে?

  • ক. ক্রিঙ্কোমালী
  • খ. হাম্বানটোটা
  • গ. গল বন্দর
  • ঘ. পোর্ট অব কলম্বো

উত্তরঃ হাম্বানটোটা

বিস্তারিত

1034. 'V20' গ্রুপ কীসের সাথে সম্পর্কিত?

  • ক. কৃষি উন্নয়ন
  • খ. দারিদ্র বিমোচন
  • গ. জলবায়ু পবিরর্তন
  • ঘ. বিনিয়োগ সম্পর্কিত

উত্তরঃ জলবায়ু পবিরর্তন

বিস্তারিত

1036. জাতিসংঘ সমুদ্র আইন কত সালে স্বাক্ষরিত হয়েছিল?

  • ক. ১৯৭৯ সালে
  • খ. ১৯৮২ সালে
  • গ. ১৯৮৩ সালে
  • ঘ. ১৯৯৮ সালে

উত্তরঃ ১৯৮২ সালে

বিস্তারিত

1037. বিশ্বের সর্বশেষ জলবায়ু সম্মেলন (ডিসেম্বর, ২০১৮) কোথায় অনুষ্ঠিত হয়?

  • ক. কাটোউইস, পোল্যান্ড
  • খ. প্যারিস, ফ্রান্স
  • গ. রোম, ইতালি
  • ঘ. বেইজিং, চীন

উত্তরঃ কাটোউইস, পোল্যান্ড

বিস্তারিত

1038. Sunshine Policy -এর সাথে কোন দুটি দেশ জড়িত?

  • ক. চীন, রাশিয়া
  • খ. উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া
  • গ. জাপান, থাইল্যান্ড
  • ঘ. তাইওয়ান, হংকং

উত্তরঃ উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া

বিস্তারিত

1039. BRICS কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংকের নাম হচ্ছে -

  • ক. New Development Bank (NDB)
  • খ. BRICS Development (BDB)
  • গ. Economic Development Bank (EDB)
  • ঘ. International Commercial Bank (ICB)

উত্তরঃ New Development Bank (NDB)

বিস্তারিত

1041. জাতিসংঘ বিষয়ক আলোচনায় পি৫ (P5) বলতে কী বুঝায়?

  • ক. নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্র
  • খ. পাঁচটি পরমাণু শক্তিধর রাষ্ট্র
  • গ. পাচঁটি জাতিসংঘ সংস্থা
  • ঘ. উপরের কোনোটিই নয়

উত্তরঃ নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্র

বিস্তারিত

1042. আন্তর্জাতিক নারী দিবস কবে?

  • ক. ৮ মার্চ
  • খ. ৮ এপ্রিল
  • গ. ৮ মে
  • ঘ. ৮ জুন

উত্তরঃ ৮ মার্চ

বিস্তারিত

1043. The North Pole of the Earth in located in -

  • ক. Norway
  • খ. Antarctica
  • গ. Arctic Ocean
  • ঘ. Pacific Ocean

উত্তরঃ Arctic Ocean

বিস্তারিত

1044. Who is the current Prime Minister of Canada?

  • ক. Stephen Harper
  • খ. Paul Martin
  • গ. Pierre Trudeau
  • ঘ. Justin Trudeau

উত্তরঃ Justin Trudeau

বিস্তারিত

1045. Catalonia is a region in -

  • ক. Italy
  • খ. Spain
  • গ. France
  • ঘ. Portugal

উত্তরঃ Spain

বিস্তারিত

1046. Journalist Jamal Khashoggi was a citizen of -

  • ক. Saudi Arabia
  • খ. Turkey
  • গ. Iraq
  • ঘ. Iran

উত্তরঃ Saudi Arabia

বিস্তারিত

1047. Durand line separates -

  • ক. Pakistan and India
  • খ. Pakistan and Afghanistan
  • গ. India and China
  • ঘ. India and Nepal

উত্তরঃ Pakistan and Afghanistan

বিস্তারিত

1048. Gatwick Airport is located in -

  • ক. Perth
  • খ. New York
  • গ. Dubai
  • ঘ. London

উত্তরঃ London

বিস্তারিত

1049. In US, how many electoral votes does a president need to win?

  • ক. 270
  • খ. 272
  • গ. 274
  • ঘ. None

উত্তরঃ 270

বিস্তারিত

1050. What is the name of the new Multilateral Development Bank (MDB), initiated by China?

  • ক. Asian Infrastructure Development Bank
  • খ. Asian Infrastructure Investment Bank
  • গ. Asian National Development Bank
  • ঘ. Asian Cooperative Investment Bank

উত্তরঃ Asian Infrastructure Investment Bank

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects