আন্তর্জাতিক বিষয়াবলি

1001. ILO সদর দপ্তর কোথায় অবস্থিত?

  • ক. লন্ডনে
  • খ. জেনেভায়
  • গ. রাশিয়ায়
  • ঘ. যুক্তরাষ্ট্রে

উত্তরঃ জেনেভায়

বিস্তারিত

1002. শান্তিতে নোবেল পুরস্কার দেয়া হয় কোন দেশ হতে?

  • ক. সুইডেন
  • খ. ফ্রান্স
  • গ. ব্রিটেন
  • ঘ. নরওয়ে

উত্তরঃ নরওয়ে

বিস্তারিত

1003. ২০১৮ সালে অনুষ্ঠিত জি-সেভেন শীর্ষ সম্মেলনের পর যৌথ ঘোষণার স্বাক্ষর প্রদানে কোন দেশ বিরত ছিল?

  • ক. যুক্তরাষ্ট্র
  • খ. ফ্রান্স
  • গ. জার্মানি
  • ঘ. ইতালি

উত্তরঃ যুক্তরাষ্ট্র

বিস্তারিত

1004. জিরোসাম গেম (Zero-Sum-Game) আন্তর্জাতিক সম্পর্কে কোন তত্ত্বের সঙ্গে সংশ্লিষ্ট?

  • ক. বাস্তববাদ
  • খ. মার্ফ্রবাদ (মার্ক্সবাদ)
  • গ. গঠনবাদ
  • ঘ. উদারতাবাদ

উত্তরঃ উদারতাবাদ

বিস্তারিত

1005. ট্রাম্প - কিম শীর্ষ বৈঠকটি সিঙ্গাপুরের কোথায় অনুষ্ঠিত হয়েছিল?

  • ক. ইস্টানা আইল্যান্ড
  • খ. সেনার আয়ল্যান্ড
  • গ. ম্যারিনা বে
  • ঘ. সেন্তোসা

উত্তরঃ সেন্তোসা

বিস্তারিত

1006. কোন দেশের জাতীয় সংসদ দ্বি-কক্ষ বিশিষ্ট?

  • ক. মিয়ানমার
  • খ. চীন
  • গ. সিঙ্গাপুর
  • ঘ. ব্রুনাই

উত্তরঃ মিয়ানমার

বিস্তারিত

1007. ‘খনার বচন’ এর মূলভাব কি?

  • ক. লৌকিক প্রণয়সঙ্গীত
  • খ. শুদ্ধ জীবনযাপন রীতি
  • গ. সামাজিক মঙ্গলবোধ
  • ঘ. রাষ্ট্র পরিচালনা নীতি

উত্তরঃ শুদ্ধ জীবনযাপন রীতি

বিস্তারিত

1008. বিখ্যাত, ওয়াশিংটন কনসেনসাস’ (Washington Consensus) কোন বিষয়ের সঙ্গে জড়িত?

  • ক. আন্তর্জাতিক অভিবাসন নীতি
  • খ. নয়া উদারতাবাদী অর্থনৈতিক নীতি বাস্তবায়ন
  • গ. অস্ত্র নিয়ন্ত্রণ
  • ঘ. আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দমন

উত্তরঃ নয়া উদারতাবাদী অর্থনৈতিক নীতি বাস্তবায়ন

বিস্তারিত

1010. আধুনিক রাষ্ট্রব্যবস্থা উদ্ভবের সময়কাল কোনটি?

  • ক. প্রাচীন গ্রীস সময়কাল
  • খ. প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তীকাল
  • গ. ১৬০০-১৮০০ সাল
  • ঘ. প্রাচীন রোম শাসনকাল

উত্তরঃ ১৬০০-১৮০০ সাল

বিস্তারিত

1011. সর্বপ্রথম কোথায় ওপেক এর সদর দপ্তর স্থাপিত হয়?

  • ক. জেনেভা
  • খ. ভিয়েনা
  • গ. জেদ্দা
  • ঘ. বাগদাদ

উত্তরঃ জেনেভা

বিস্তারিত

1012. ৯২ বছর বয়সী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ এর রাজনৈতিক জোট হচ্ছে?

  • ক. ইউএমএনও
  • খ. বারিসান ন্যাশনাল
  • গ. পাটি পেরিকাতান
  • ঘ. পাকাতান-হারুপান

উত্তরঃ পাকাতান-হারুপান

বিস্তারিত

1013. মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছিল কোথায়?

  • ক. হোয়াংহো নদীর তীরে
  • খ. ইয়াংসিকিয়াং নদীর তীরে
  • গ. নীলনদের তীরে
  • ঘ. ট্রাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে

উত্তরঃ ট্রাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে

বিস্তারিত

1014. বাইজেনটাইন (Byzantine) সাম্রাজ্যের রাজধানী ছিল কোন নগরী?

  • ক. লিসবন
  • খ. কনস্টান্টিনোপল
  • গ. প্যারিস
  • ঘ. ভিয়েনা

উত্তরঃ কনস্টান্টিনোপল

বিস্তারিত

1015. ফলকেটিং (Folketing) কোন দেশের আইন সভা?

  • ক. ডেনমার্ক
  • খ. বেলজিয়াম
  • গ. নরওয়ে
  • ঘ. ফিনল্যান্ড

উত্তরঃ ডেনমার্ক

বিস্তারিত

1016. Cozy Bear একটি কি?

  • ক. চুক্তি
  • খ. হ্যাকার গ্রুপ
  • গ. বিনেোদনকেন্দ্র
  • ঘ. নদী

উত্তরঃ হ্যাকার গ্রুপ

বিস্তারিত

1017. ন্যাটোর সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি?

  • ক. মন্টেনেগরো
  • খ. লিথুয়ানিয়া
  • গ. আলবেনিয়া
  • ঘ. ক্রোয়েশিয়া

উত্তরঃ মন্টেনেগরো

বিস্তারিত

1018. ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি কোন দেশের রাজনৈতিক দল?

  • ক. মালয়েশিয়া
  • খ. মিয়ানমার
  • গ. ভারত
  • ঘ. থাইল্যান্ড

উত্তরঃ মিয়ানমার

বিস্তারিত

1019. মায়া সভ্যতা বিশ্বের কোন অঞ্চলে বিরাজমান ছিল?

  • ক. পূর্ব এশিয়া
  • খ. মধ্য আমেরিকা
  • গ. মধ্যপ্রাচ্য
  • ঘ. পূর্ব আফ্রিকা

উত্তরঃ মধ্য আমেরিকা

বিস্তারিত

1020. সাস্প্রতিক কাতার সংকটের সময় কোন দেশটি কাতারের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে নাই?

  • ক. বাহরাইন
  • খ. সংযুক্ত আরব আমিরাত
  • গ. মিশর
  • ঘ. কুয়েত

উত্তরঃ কুয়েত

বিস্তারিত

1022. ২০১৮ সালের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য বিষয় কোনটি?

  • ক. জলবায়ু উষ্ণতা প্রতিরোধ তহবিল গড়ি
  • খ. প্লাস্টিক দূষণকে পরাজিত করি
  • গ. সবুজ বিশ্ব গড়ে তুলি
  • ঘ. জলবায়ু উষ্ণতাকে রুখে দেই

উত্তরঃ প্লাস্টিক দূষণকে পরাজিত করি

বিস্তারিত

1023. কোন সালে হিটলার জার্মান চ্যান্সেলর নিযুক্ত হন?

  • ক. ১৯৩৩
  • খ. ১৯৪৩
  • গ. ১৯৩১
  • ঘ. ১৯৩২

উত্তরঃ ১৯৩৩

বিস্তারিত

1024. Alliance যে দেশ ভিত্তিক গার্মেন্টস ব্রান্ডগুলোর সংগঠন -

  • ক. যুক্তরাজ্যের
  • খ. যুক্তরাষ্ট্রের
  • গ. কানাডার
  • ঘ. ইউরোপিয়ান ইউনিয়নের

উত্তরঃ যুক্তরাষ্ট্রের

বিস্তারিত

1025. যুক্তরাষ্ট্রের Guantanamo Bay Detention Camp কোথায় অবস্থিত?

  • ক. ফ্লোরিডা
  • খ. হাইতি
  • গ. কিউবা
  • ঘ. জ্যামাইকা

উত্তরঃ কিউবা

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects