আন্তর্জাতিক বিষয়াবলি
951. বিশ্ব হাত ধোঁয়া দিবস কত তারিখে পালন করা হয়?
- ক. ১১ অক্টোবর
- খ. ১৪ নভেম্বর
- গ. ৭ এপ্রিল
- ঘ. ১৫ অক্টোবর
উত্তরঃ ১৫ অক্টোবর
952. ইউনেস্কোর নতুন মহাপরিচালক অন্ড্রে আজুলে কোন দেশের নাগরিক?
- ক. ফ্রান্স
- খ. জার্মানি
- গ. সুইডেন
- ঘ. যুক্তরাষ্ট্র
উত্তরঃ ফ্রান্স
- ক. ইউনেস্কো
- খ. ইউনিসেফ
- গ. সার্ক
- ঘ. ইউএনডিপি
উত্তরঃ ইউনিসেফ
954. সার্ক এর অন্তর্ভুক্ত সর্বশেষ রাষ্ট্র কোনটি?
- ক. মালদ্বীপ
- খ. শ্রীলংকা
- গ. নেপাল
- ঘ. আফগানিস্তান
উত্তরঃ আফগানিস্তান
957. ভারতের জাতীয় সংগীতের রচয়িতা কে?
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. তারাশংকর বন্দ্যোপাধ্যায়
- গ. বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
- ঘ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
958. রোহিঙ্গা ইস্যুতে কোন দেশের আন্তর্জাতিক গণ-আদালতের রায়ে মিয়ানমার কে দোষী সাব্যস্ত করা হয়েছে?
- ক. ইন্দ্রোনেশিয়া
- খ. মালয়েশিয়া
- গ. বাংলাদেশ
- ঘ. যুক্তরাজ্য
উত্তরঃ মালয়েশিয়া
959. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতির মেয়াদ কত দিন?
- ক. ৩০ দিন
- খ. ৬০ দিন
- গ. ১২০ দিন
- ঘ. ১৮০ দিন
উত্তরঃ ৩০ দিন
960. নোবেল পুরস্কার প্রবর্তন করা হয় কত সালে?
- ক. ১৯০৫ সালে
- খ. ১৮৮৬ সালে
- গ. ১৯০১ সালে
- ঘ. ১৯০২ সালে
উত্তরঃ ১৯০১ সালে
961. উড়ন্ত ট্যাক্সি প্রথম কোন শহরে যাত্রা শুরু করে?
- ক. প্যারিস
- খ. দুবাই
- গ. নিউইর্য়ক
- ঘ. টোকিও
উত্তরঃ দুবাই
962. বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সদর দপ্তর কোথায় অবস্থিত?
- ক. ভিয়েনা
- খ. জেনেভা
- গ. রোম
- ঘ. লন্ডন
উত্তরঃ জেনেভা
964. নিচের কোনটি ব্রিটিশ রাজপরিবারের বাসভবন?
- ক. হোয়াইট হাউজ
- খ. ১৩ নং ডাইনিং স্ট্রিট
- গ. ক্রেমলিন
- ঘ. বাকিংহাম প্যালেস
উত্তরঃ বাকিংহাম প্যালেস
- ক. পার্লামেন্ট
- খ. অ্যাসেম্বলি
- গ. ডায়েট
- ঘ. সোগডু
উত্তরঃ পার্লামেন্ট
966. রোবট সোফিয়ার নির্মাতা প্রতিষ্ঠানের নাম:
- ক. আইবিএম রোবটিক্স ইউনিট
- খ. স্যাম রোবটিক্স
- গ. হ্যাল্ক রোবটিক্স
- ঘ. হ্যানসন রোবটিক্স
উত্তরঃ হ্যানসন রোবটিক্স
967. 'The Modem Star' গ্রন্থটির রচয়িতা কে?
- ক. Aristotle
- খ. Abraham Lincoin
- গ. R.M. Maclver
- ঘ. John F. Kenedy
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
968. Fire and Fury বইটির রচয়িতা কে?
- ক. Hillary Clinton
- খ. Michael Wolf
- গ. Donald Trump
- ঘ. Barrack obama
উত্তরঃ Michael Wolf
969. ডোকলাম উপত্যকা কোন কোন দেশের সাথে সংযুক্ত?
- ক. ভারত - পাকিস্তান
- খ. ভারত - চীন
- গ. ভারত - ভুটান
- ঘ. ভারত - ভুটান - চীন
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
970. ‘ব্রেটন উডস ইসস্টিটিউট’ নিচের কোন কোন সংস্থাকে বোঝায়?
- ক. আইএমএফ
- খ. বিশ্বব্যাংক
- গ. এডিবি
- ঘ. আইডিবি
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
971. হোয়াংহো নদীর উৎপত্তি স্থল কোথায়?
- ক. হিমালয়
- খ. কুয়েনলুন পর্বত
- গ. ব্ল্যাক ফরেস্ট
- ঘ. আল্পস
উত্তরঃ কুয়েনলুন পর্বত
972. ‘উইঘর’ হলো -
- ক. চীনের একটি খাবারের নাম
- খ. চীনের একটি শহরের নাম
- গ. চীনের একটি ধর্মীয় স্থানের নাম
- ঘ. চীনের একটি সম্প্রদায়ের নাম
উত্তরঃ চীনের একটি সম্প্রদায়ের নাম
973. আয়তনের দিক থেকে বিশ্বের সবচেয়ে বৃহৎ রাষ্ট্র রচয়িতা কে?
- ক. যুক্তরাষ্ট্র
- খ. কানাডা
- গ. রাশিয়া
- ঘ. চীন
উত্তরঃ রাশিয়া
974. ২০১৫ সালে ইরানের সাথে মোট কয়টি দেশের পারমাণবিক চু্ক্তি স্বাক্ষরিত হয়েছে?
- ক. ৪টি
- খ. ৬টি
- গ. ৫টি
- ঘ. ৭টি
উত্তরঃ ৬টি