আন্তর্জাতিক বিষয়াবলি

976. জাতিসংঘ কোন সালে প্রতিষ্ঠিত হয়?

  • ক. ১৯৪১
  • খ. ১৯৪৫
  • গ. ১৯৪৮
  • ঘ. ১৯৪৯

উত্তরঃ ১৯৪৫

বিস্তারিত

977. UNESCO এর সদর দপ্তর কোথায়?

  • ক. নিউইয়র্ক
  • খ. প্যারিস
  • গ. মস্কো
  • ঘ. লন্ডন

উত্তরঃ প্যারিস

বিস্তারিত

978. বঙ্গবন্ধু কখন পাকিস্তানি কারাগার থেকে প্রথম স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন?

  • ক. ২৬ মার্চ ১৯৭২
  • খ. ১৭ মার্চ ১৯৭২
  • গ. ১০ জানুয়ারি ১৯৭২
  • ঘ. ১৬ ডিসেম্বর ১৯৭১

উত্তরঃ ১০ জানুয়ারি ১৯৭২

বিস্তারিত

979. তাপের এস. আই. একক কী?

  • ক. ক্যালরি
  • খ. কিলো-ক্যালরি
  • গ. জুল
  • ঘ. ওয়াট

উত্তরঃ জুল

বিস্তারিত

980. ফিদেল ক্যাস্ট্রো কোন দেশের অধিবাসী ছিলেন?

  • ক. মেক্সিকো
  • খ. কিউবা
  • গ. যুক্তরাষ্ট্র
  • ঘ. রাশিয়া

উত্তরঃ কিউবা

বিস্তারিত

981. ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন -

  • ক. জওহরলাল হেনেরু
  • খ. ইন্দিরা গান্ধী
  • গ. মহাত্মা গান্ধী
  • ঘ. অক্টোভিয়ান হিউম

উত্তরঃ অক্টোভিয়ান হিউম

বিস্তারিত

982. Rome Statute 1998 দ্বারা কোন আদালতের সৃষ্টি?

  • ক. International court of justice
  • খ. International criminal court
  • গ. Permanent court of arbitration
  • ঘ. Permanent court of international justice

উত্তরঃ International criminal court

বিস্তারিত

983. Victory over Europe Day (VE Day) পালিত হয় কবে?

  • ক. ৮ মে
  • খ. ৬ সেপ্টেম্বর
  • গ. ৬ জুন
  • ঘ. ৬ আগস্ট

উত্তরঃ ৮ মে

বিস্তারিত

984. কোন রাষ্ট্রটি ডি-৮ সদস্য নয়?

  • ক. বাংলাদেশ
  • খ. আলজেরিয়া
  • গ. তুরস্ক
  • ঘ. মিশর

উত্তরঃ আলজেরিয়া

বিস্তারিত

985. UN Convention on the law of the sea স্বাক্ষরিত হয় -

  • ক. ১৯৮২ সালের ১০ ডিসেম্বর
  • খ. ১৯৮২ সালের ১০ নভেম্বর
  • গ. ১৯৯৪ সালের ১৬ নভেম্বর
  • ঘ. ১৯৮৪ সালের ১০ ডিসেম্বর

উত্তরঃ ১৯৮২ সালের ১০ ডিসেম্বর

বিস্তারিত

986. ১ আগস্ট ১৯৭১ ‘দ্যা কনসার্ট ফর বাংলাদেশ’ অনুষ্ঠিত হয়েছিল -

  • ক. লন্ডনে
  • খ. প্যারিসে
  • গ. নিউইয়র্কে
  • ঘ. ওয়াশিংটনে

উত্তরঃ নিউইয়র্কে

বিস্তারিত

987. টিফফা চুক্তির দুই পক্ষ হলো -

  • ক. ভারত - বাংলাদেশ
  • খ. নেপাল - বাংলাদেশ
  • গ. যুক্তরাষ্ট্র - বাংলাদেশ
  • ঘ. যুক্তরাজ্য - বাংলাদেশ

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

988. বিশ্বের প্রাচীনতম সংবাদ সংস্থা কোনটি?

  • ক. এ. এফ. পি
  • খ. বিবিসি
  • গ. এপি
  • ঘ. রয়টার

উত্তরঃ এ. এফ. পি

বিস্তারিত

989. 'A Brief History of time' গ্রন্থে বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ তত্ত্বটি ব্যাখ্যা দিয়েছেন -

  • ক. জি. লেমেটর
  • খ. স্টিফেন হকিং
  • গ. আগাস্টা বায়রন
  • ঘ. চার্লস ব্যাবেজ

উত্তরঃ স্টিফেন হকিং

বিস্তারিত

990. কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল ভারতের কোন রাজ্যে?

  • ক. ত্রিপুরা
  • খ. মিজোরাম
  • গ. মনিপুর
  • ঘ. আসাম

উত্তরঃ মিজোরাম

বিস্তারিত

991. হাউজ অব কমনস কোন দেশের পার্লামেন্ট?

  • ক. যুক্তরাষ্ট্র
  • খ. যুক্তরাজ্য
  • গ. ভারত
  • ঘ. অস্ট্রেলিয়া

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

992. হামবুর্গ কোন দেশের সমুদ্র বন্দর?

  • ক. যুক্তরাজ্য
  • খ. ফ্রান্স
  • গ. ইতালি
  • ঘ. জার্মানি

উত্তরঃ জার্মানি

বিস্তারিত

993. স্ক্যান্ডিনেভিয়ান দেশ কোনটি?

  • ক. ইতালি
  • খ. জার্মানি
  • গ. ডেনমার্ক
  • ঘ. মেসিডোনিয়া

উত্তরঃ ডেনমার্ক

বিস্তারিত

994. বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোন দেশের?

  • ক. যুক্তরাষ্ট্র
  • খ. ভারত
  • গ. বাংলাদেশ
  • ঘ. ভুটান

উত্তরঃ ভারত

বিস্তারিত

995. ডং কোন দেশের মুদ্রা?

  • ক. দক্ষিণ কোরিয়া
  • খ. ভিয়েতনাম
  • গ. চীন
  • ঘ. ভুটান

উত্তরঃ ভিয়েতনাম

বিস্তারিত

996. ম্যাপল পাতার দেশ কোনটি?

  • ক. কানাডা
  • খ. থাইল্যান্ড
  • গ. নরওয়ে
  • ঘ. সুইজারল্যান্ড

উত্তরঃ কানাডা

বিস্তারিত

997. মালয়েশিা কোন দেশের উপনিবেশ ছিল?

  • ক. পর্তুগিজ
  • খ. ফ্রান্স
  • গ. ব্রিটেন
  • ঘ. অস্ট্রেলিয়া

উত্তরঃ ব্রিটেন

বিস্তারিত

998. বিশ্বের বৃহত্তম হ্রদের নাম -

  • ক. কাস্পিয়ান সাগর
  • খ. বৈকাল হ্রদ
  • গ. সুপিরিয়র হ্রদ
  • ঘ. ভিক্টোরিয়া হ্রদ

উত্তরঃ কাস্পিয়ান সাগর

বিস্তারিত

999. প্রথম সার্ক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় -

  • ক. দিল্লি
  • খ. ঢাকা
  • গ. কাবুল
  • ঘ. শ্রীলংকা

উত্তরঃ ঢাকা

বিস্তারিত

1000. বাংলা ভাষার আধুনিক যুগের সূচনার সাল ধরা হয়?

  • ক. ১৭৫০
  • খ. ১৮০০
  • গ. ১৮৫০
  • ঘ. ১৯০০

উত্তরঃ ১৮০০

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects