আন্তর্জাতিক বিষয়াবলি
876. ‘কারাগারের রোজনামচা’ গ্রন্থের লেখক কে?
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. কবি কাজী নজরুল ইসলাম
- গ. জাহানারা ইমাম
- ঘ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
877. Who is the speaker of this quote? 'No man is above the law and no man is below it -'
- ক. Franklin
- খ. Dickens
- গ. Douglas
- ঘ. Roosevelt
উত্তরঃ Roosevelt
878. এসডিজি-৪ কোন বিষয়ের সাথে সম্পর্কিত?
- ক. নারীর সম অধিকার
- খ. মানবাধিকার
- গ. মানসম্মত শিক্ষা
- ঘ. জলবায়ু
উত্তরঃ মানসম্মত শিক্ষা
880. 'Bangladesh Road' কোন শহরের একটি সড়কের নাম?
- ক. Danane Town
- খ. Fish Town
- গ. Dalaba
- ঘ. Freetown
উত্তরঃ Danane Town
882. কোন দেশে সবচেয়ে বেশি সংখ্যক ভাষা ব্যবহৃত হয়?
- ক. চীন
- খ. ভারত
- গ. পাপুয়া নিউ গিনি
- ঘ. রাশিয়া
উত্তরঃ পাপুয়া নিউ গিনি
883. ইষ্ট ইন্ডিয়া কোম্পানির বিরূদ্ধে অস্ত্র ধারণ করে প্রথম শহীদ হয়েছিলেন -
- ক. ফকির মজনু শাহ
- খ. মঙ্গল পাণ্ডে
- গ. সৈয়দ নিসার আলী
- ঘ. নেতাজী সুভাষ চন্দ্র বসু
উত্তরঃ সৈয়দ নিসার আলী
886. নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত?
- ক. যুক্তরাষ্ট্র
- খ. দক্ষিণ আফ্রিকা
- গ. নরওয়ে
- ঘ. ইন্দোনেশিয়া
উত্তরঃ যুক্তরাষ্ট্র
888. বাংলাদেশ সর্বপ্রথম কোন দলের বিরুদ্ধে ওয়ানডে ও টেস্ট সিরিজ জয়লাভ করে?
- ক. শ্রীলংকা
- খ. জিম্বাবুয়ে
- গ. ওয়েস্ট ইন্ডিজ
- ঘ. অস্ট্রেলিয়অ
উত্তরঃ জিম্বাবুয়ে
894. DNA ম্যাপিং এর জন্য কোন প্রযুক্তি ব্যবহৃত হয়?
- ক. বায়োমেট্রিক্স
- খ. বায়োইনফরমেটিক্স
- গ. রোবোটিক্স
- ঘ. জেনেটিক্স
উত্তরঃ বায়োইনফরমেটিক্স
896. বর্তমানে বিশ্বে তেল আমদানিতে শীর্ষে কোন দেশ?
- ক. যুক্তরাষ্ট্র
- খ. চীন
- গ. ফ্রান্স
- ঘ. যুক্তরাজ্য
উত্তরঃ চীন
897. ‘ডট বল’ শব্দটি কোন খেলার সাথে সম্পর্কযুক্ত?
- ক. ফুটবল
- খ. রাগবি
- গ. লন টেনিস
- ঘ. ক্রিকেট
উত্তরঃ ক্রিকেট
898. ‘ফেতুল্লাহ গুলেন’ নিচের কোন দেশটির রাজনৈতিক নেতা?
- ক. ইয়েমেন
- খ. দক্ষিণ আফ্রিকা
- গ. সিরিয়া
- ঘ. কোনোটিই নয়
উত্তরঃ কোনোটিই নয়
900. ২০১৭ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন কে?
- ক. বেইনার ওয়েইস
- খ. কাজুওইশিগুরো
- গ. ব্যারি সি বারিশ
- ঘ. রিচার্ড হেন্ডারসন
উত্তরঃ কাজুওইশিগুরো