আন্তর্জাতিক বিষয়াবলি
851. ‘বিশ্ব আবহাওয়া সংস্থা’ - এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
- ক. ইতালি
- খ. সুইজারল্যান্ড
- গ. নেদারল্যান্ড
- ঘ. যুক্তরাষ্ট্র
উত্তরঃ সুইজারল্যান্ড
852. জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের অধিবাসী?
- ক. ব্রাজিল
- খ. পর্তুগাল
- গ. স্পেন
- ঘ. দক্ষিণ কোরিয়া
উত্তরঃ পর্তুগাল
853. ২০১৮ বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাা কোন দেশের অধিবাসী?
- ক. ফ্রান্স
- খ. ক্রোয়েশিয়া
- গ. ইংল্যান্ড
- ঘ. বেলজিয়াম
উত্তরঃ ইংল্যান্ড
856. কানাডার প্রধানমন্ত্রী কে?
- ক. মাইক পেন্স
- খ. জাস্টিন ট্রুডো
- গ. মাদুরো
- ঘ. ড্যানিয়েল ওর্তেগা
উত্তরঃ জাস্টিন ট্রুডো
858. জার্মানির চ্যান্সেলরের নাম কী?
- ক. ইমানুয়েল ম্যাথরো
- খ. ভ্লাদিমির পুতিন
- গ. এঙ্গেলা মার্কেল
- ঘ. থেরেসা মে
উত্তরঃ এঙ্গেলা মার্কেল
859. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কতটি?
- ক. ১৫টি
- খ. ১০টি
- গ. ২০টি
- ঘ. ৫টি
উত্তরঃ ৫টি
860. একটি দেশ সম্প্রতি তার নারী নাগরিকদের গাড়ি চালনার অনুমতি দিয়েছে। দেশটির নাম কী?
- ক. মিসর
- খ. ইয়েমেন
- গ. সংযুক্ত আরব আমিরাত
- ঘ. সৌদি আরব
উত্তরঃ সৌদি আরব
861. ‘তুন্দ্রা’ অঞ্চল কোন দেশে অবস্থিত?
- ক. রাশিয়া
- খ. চীন
- গ. মার্কিন যুক্তরাষ্ট্র
- ঘ. ব্রাজিল
উত্তরঃ রাশিয়া
862. বিশ্বব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত?
- ক. নিউইয়র্ক
- খ. ওয়াশিংটন ডিসি
- গ. ডেট্রয়েট
- ঘ. ভালাস
উত্তরঃ ওয়াশিংটন ডিসি
864. স্বাস্থ্য বিষয়ক সাময়িকী ল্যানসেট এর মতে স্বাস্থ্য সেবা সূচকে কোন দেশের অবস্থান বাংলাদেশের উপরে?
- ক. ভারত
- খ. শ্রীলংকা
- গ. পাকিস্তান
- ঘ. নেপাল
উত্তরঃ শ্রীলংকা
865. কোন তারিখে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়?
- ক. ৫ মে
- খ. ১ ডিসেম্বর
- গ. ৭ এপ্রিল
- ঘ. ১ মে
উত্তরঃ ৭ এপ্রিল
867. আগরতলা ভারতের কোন রাজ্যের রাজধানী?
- ক. পশ্চিম বাংলা
- খ. ত্রিপুরা
- গ. মিজোরাম
- ঘ. মেঘালয়
উত্তরঃ ত্রিপুরা
868. বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গের কোন স্থানে ‘বাংলাদেশ ভবন’ উদ্বোধন করেন?
- ক. আসানসোল
- খ. কলকাতা
- গ. মুর্শিদাবাদ
- ঘ. শান্তি নিকেতন
উত্তরঃ শান্তি নিকেতন
874. ২০২২ সালে বিশ্বকাপ ফুটবল আসর কোথায় বসবে?
- ক. সংযু্ক্ত আরব আমিরাত
- খ. কাতার
- গ. মেক্সিকো
- ঘ. মার্কিন যুক্তরাষ্ট্র
উত্তরঃ কাতার
875. ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতা ২০১৮ তে মোট কতটি দেশ অংশ নিয়েছে?
- ক. ২৪টি
- খ. ২৮টি
- গ. ৩২টি
- ঘ. ৩৬টি
উত্তরঃ ৩২টি