আধুনিক রাষ্ট্রব্যবস্থা উদ্ভবের সময়কাল কোনটি?
আধুনিক রাষ্ট্রব্যবস্থা উদ্ভবের সময়কাল কোনটি?
- ক. প্রাচীন গ্রীস সময়কাল
- খ. প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তীকাল
- গ. ১৬০০-১৮০০ সাল
- ঘ. প্রাচীন রোম শাসনকাল
সঠিক উত্তরঃ ১৬০০-১৮০০ সাল
১৬১৮-১৬৪৮ সময়কালে ত্রিশ বছরব্যাপী প্রথম সর্ব ইউরোপীয় যুদ্ধ সংঘটিত হয় প্রোটেস্ট্যান্ট ও রোমান ক্যাথলিকদের মধ্যে, যাদে প্রায় আশি লক্ষ মানুষ প্রাণ হারায়। যুদ্ধের এ ভয়াবহতা থেকে মুক্তি লাভের জন্য জার্মানির উত্তর-পশ্চিমের ওয়েস্টফ্যালিয়া নামক স্থানে ১৬৪৮ সালে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যেখানে উপরিউক্ত দুই পক্ষ স্বাক্ষর করে। এ চুক্তির মাধ্যমে আধুনিক বিশ্বে প্রথমবারের মতো প্রত্যেকটা রাষ্ট্রের সার্বভৌমত্বকে স্বীকৃতি দেয়া হয়, যেখানে রাষ্ট্রের আয়তন, জনসংখ্যা, ধর্মবিশ্বাস অনুযায়ী এক রাষ্ট্রে অন্য রাষ্ট্র কর্তৃক অভ্যন্তরীণ, বহিঃরাষ্ট্রীয় এবং সার্বভৌমত্বের বিষয়ে কোনোরূপ হস্তক্ষেপ না করার বিষয়ে নিশ্চয়তা দেয়া হয়েছে। ১৬৪৮ সাল থেকে ১৯৩৯ সাল পর্যন্ত এবং স্নায়ুযুদ্ধের সময়কাল বাদে বর্তমান সময়েও রাষ্ট্রব্যবস্থা তথা আন্তর্জাতিক সম্পর্ক ওয়েস্টফ্যালিয়া নীতি অনুযায়ীই চলছে।
এ সম্পর্কিত আরো প্রশ্ন দেখুন
- এ. ডি. বি (ব্যাংক) এর বর্তমান সদস্য সংখ্যা কত?
- কলকাতার নানা শ্রেণির মুখের ভাষা নিয়ে রচিত গ্রন্থ হচ্ছে -
- ইউনেস্কোর নতুন মহাপরিচালক অন্ড্রে আজুলে কোন দেশের নাগরিক?
- Ping Pong Diplomacy কোন দেশের সাথে সম্পর্কিত?
- আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর খেলোয়ার ‘উইলিয়ামসন’ কোন দেশের খেলোয়ার?