আন্তর্জাতিক বিষয়াবলি
1201. ভারতের রাষ্ট্রপতির নাম কী?
- ক. নরেন্দ্র মোদি
- খ. রামনাথ কোবিন্দ
- গ. প্রতিভা পাতিল
- ঘ. লালকৃষ্ণ আদভানী
উত্তরঃ রামনাথ কোবিন্দ
1203. প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় কত সালে?
- ক. ১৯১২ সালে
- খ. ১৯১৪ সালে
- গ. ১৯১৬ সালে
- ঘ. ১৯২০ সালে
উত্তরঃ ১৯১৪ সালে
1207. পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি?
- ক. আটলান্টিক মহাসাগর
- খ. প্রশান্ত মহাসাগর
- গ. ভারত মহাসাগর
- ঘ. উত্তর মহাসাগর
উত্তরঃ প্রশান্ত মহাসাগর
1208. কোন দেশের পতাকা অর্ধনমিত হয় না?
- ক. যুক্তরাজ্য
- খ. যুক্তরাষ্ট্র
- গ. রাশিয়া
- ঘ. সৌদি আরব
উত্তরঃ সৌদি আরব
1209. জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কত সালে?
- ক. ১৯৩৯ সালে
- খ. ১৯৪২ সালে
- গ. ১৯৪৩ সালে
- ঘ. ১৯৪৫ সালে
উত্তরঃ ১৯৪৫ সালে
1210. নীলনদের ওপর কোন দেশ ‘মহা রেনেসাঁ বাঁধ’ নিমার্ণ করেছে?
- ক. মিশর
- খ. ইথিওপিয়া
- গ. ইয়েমেন
- ঘ. ইসরাইল
উত্তরঃ ইথিওপিয়া
1211. হেলসিংকি ঘোষণাপত্র (Helsinki Declaration) কোন সালে স্বাক্ষরিত হয়?
- ক. ১৯৬৫ সালে
- খ. ১৯৭৫ সালে
- গ. ১৯৮৫ সালে
- ঘ. ১৯৯৫ সালে
উত্তরঃ ১৯৭৫ সালে
1212. ভারত মহাসাগরে ফ্রান্সের সামরিক ঘাঁটি কোথায়?
- ক. মাদাগাস্কার দ্বীপ
- খ. রিইউনিয়ন দ্বীপ
- গ. মরিশাস দ্বীপ
- ঘ. মাইয়ট দ্বীপ
উত্তরঃ মাইয়ট দ্বীপ
1213. ফান্ড ফর ওয়াইল্ড ন্যাচার এর প্রতিষ্ঠা কবে?
- ক. ১৯৮২ সালে
- খ. ১৯৮৫ সালে
- গ. ১৯৭৬ সালে
- ঘ. ১৯৭৩ সালে
উত্তরঃ ১৯৮২ সালে
1214. যে প্রতিষ্ঠান বৈদেশিক বাণিজ্যের ভারসাম্যহীনতা হ্রাস করতে ঋণ দেয় -
- ক. বিশ্বব্যাংক
- খ. এশিয়ান উন্নয়ন ব্যাংক
- গ. আইএফসি
- ঘ. আইএমএফ
উত্তরঃ আইএমএফ
1215. আন্তর্জাতিক শিক্ষক দিবস পালিত হয় -
- ক. ৫ সেপ্টেম্বর
- খ. ১৫ সেপ্টেম্বর
- গ. ৫ অক্টোবর
- ঘ. ১৫ অক্টোবর
উত্তরঃ ৫ অক্টোবর
1216. 'SDG' এর পূর্ণরূপ কী?
- ক. Strategic Development Goal
- খ. Strategic Durable Goal
- গ. Sustainable Development Goal
- ঘ. Sustainable Doable Goal
উত্তরঃ Sustainable Development Goal
1217. ২০১৯ সালের একদিনের আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতায় রানার্সআপ হয় কোন দেশ?
- ক. পাকিস্তান
- খ. শ্রীলংকা
- গ. ইংল্যান্ড
- ঘ. নিউজিল্যান্ড
উত্তরঃ নিউজিল্যান্ড
1218. নিচের কোন দেশকে হাজার দ্বীপের দেশ বলা হয়?
- ক. ভিয়েতনাম
- খ. শ্রীলংকা
- গ. ইন্দোনেশিয়া
- ঘ. ফিনল্যান্ড
উত্তরঃ ইন্দোনেশিয়া
- ক. ইউনেস্কো
- খ. ইউনিসেফ
- গ. ইউএনডিপি
- ঘ. ইউনিফেম
উত্তরঃ ইউনিসেফ
1221. জিম্বাবুয়ে দেশটি কোন মহাদেশে অবস্থিত?
- ক. এশিয়া
- খ. ইউরোপ
- গ. অস্ট্রেলিয়া
- ঘ. আফ্রিকা
উত্তরঃ আফ্রিকা
1222. আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালন করা হয় কোন তারিখে?
- ক. ১৫ আগস্ট
- খ. ১৫ সেপ্টেম্বর
- গ. ১৭ এপ্রিল
- ঘ. ১০ জানুয়ারি
উত্তরঃ ১৫ সেপ্টেম্বর
1223. রুশ বিপ্লবের নেতৃত্বদানকারী দল কোনটি?
- ক. নাৎসী পার্টি
- খ. বলশেভিক পার্টি
- গ. রুশ কমিউনিস্ট পার্টি
- ঘ. মিনশেভিক পার্টি
উত্তরঃ বলশেভিক পার্টি
1224. Operation desert strom কী?
- ক. ইরাক - ইরান যুদ্ধ
- খ. ভিয়েতনাম যুদ্ধ
- গ. উপসাগরীয় ১৯৯১ সালের যুদ্ধ
- ঘ. পাকিস্তান - ভারত যুদ্ধ
উত্তরঃ উপসাগরীয় ১৯৯১ সালের যুদ্ধ