আন্তর্জাতিক বিষয়াবলি
1351. বিশ্বকাপ ক্রিকেট ফাইনাল ২০১৯ সালে ম্যান অব দ্য ম্যাচ কে হয়েছিলেন?
- ক. Kane williamson
- খ. Ben Stokes
- গ. Jos Buttler
- ঘ. Virat Kohli
উত্তরঃ Ben Stokes
1352. আন্তর্জাতিক বিচার আদলতের বর্তমান প্রধান কে?
- ক. James Meats
- খ. Ronny Abraham
- গ. Abdulqawi Ahmed Yusuf
- ঘ. Bashrul Asad
উত্তরঃ Abdulqawi Ahmed Yusuf
1354. ২০১৯ সালে কোন দেশে মুদ্রাস্ফীতির হার সর্বাধিক?
- ক. ভেনিজুয়েলা
- খ. রাশিয়া
- গ. দক্ষিণ আফ্রিকা
- ঘ. আর্জেন্টিনা
উত্তরঃ ভেনিজুয়েলা
1356. ২০১৯ সালে ১১তম BRICS শীর্ষ সম্মেলন আয়োজিত হবে -
- ক. চীন
- খ. ব্রাজিল
- গ. রাশিয়া
- ঘ. ভারত
উত্তরঃ ব্রাজিল
1357. পেস্ট করার কিবোর্ড কমান্ড কোনটি?
- ক. Ctrl + P
- খ. ctrl + v
- গ. ctro + c
- ঘ. ctrl + x
উত্তরঃ ctrl + v
1358. বিশ্বব্যাংক থেকে সদস্য পদ পত্যাহারকারী দেশ কোনটি?
- ক. কিউবা
- খ. ফিলিস্তিন
- গ. ইরান
- ঘ. চীন
উত্তরঃ কিউবা
1361. বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কোন তারিখে?
- ক. ৫ জানুয়ারি
- খ. ৮ মার্চ
- গ. ৫ জুন
- ঘ. ১০ ডিসেম্বর
উত্তরঃ ৫ জুন
1363. যুক্তরাষ্ট্রে সরকার ব্যবস্থা কী রুপ?
- ক. রাষ্ট্রপতি শাসিত
- খ. সাংবিধানিক রাজতন্ত্র
- গ. সংসদীয় সরকার
- ঘ. রাজতন্ত্র
উত্তরঃ রাষ্ট্রপতি শাসিত
1364. কোথায় প্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয়?
- ক. ডেনমার্ক
- খ. কেনিয়া
- গ. বেইজং
- ঘ. মেক্সিকো
উত্তরঃ বেইজং
1365. বিশ্ব মানবাধিকার দিবস কেবে?
- ক. ৮ মার্চ
- খ. ৫ অক্টোবর
- গ. ১০ ডিসেম্বর
- ঘ. ২৪ সেপ্টেম্বর
উত্তরঃ ১০ ডিসেম্বর
1369. ফোকেটিং(Folketing) কোন দেশের আইনসভা?
- ক. বেলজিয়াম
- খ. নরওয়ে
- গ. ফিনল্যান্ড
- ঘ. ডেনমার্ক
উত্তরঃ ডেনমার্ক
1372. ভারত ও আফগানিস্তানের মধ্যকার সীমানা চিহ্নিত লাইন -
- ক. ডুরান্ড লাইন
- খ. র্যাডক্লিফ লাইন
- গ. এলওসি
- ঘ. ম্যাজিনো লাইন
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন