আন্তর্জাতিক বিষয়াবলি

1426. ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালী অবস্থিত?

  • ক. হরমুজ
  • খ. বসফরাস
  • গ. জিব্রাল্টার
  • ঘ. দার্দেনালিস

উত্তরঃ জিব্রাল্টার

বিস্তারিত

1427. বিশ্ব পরিবেশ দিবস কোন তারিখে পালিত হয়?

  • ক. ৮ জুন
  • খ. ২০ জুন
  • গ. ৫ জুন
  • ঘ. ১৯ জুন

উত্তরঃ ৫ জুন

বিস্তারিত

1428. আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর খেলোয়াড় ‘উইলিয়ামসন’ কোন দেশের খেলোয়াড়?

  • ক. নিউজিল্যান্ড
  • খ. সাউথ আফ্রিকা
  • গ. ওয়েস্ট ইন্ডিজ
  • ঘ. ইংল্যান্ড

উত্তরঃ নিউজিল্যান্ড

বিস্তারিত

1429. আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর খেলোয়ার ‘উইলিয়ামসন’ কোন দেশের খেলোয়ার?

  • ক. ইংল্যান্ড
  • খ. নিউজিল্যান্ড
  • গ. সাউথ আফ্রিকা
  • ঘ. ওয়েস্ট ইন্ডিজ

উত্তরঃ নিউজিল্যান্ড

বিস্তারিত

1430. স্কটল্যান্ড ইয়ার্ড কোথায় অবস্থিত?

  • ক. লন্ডন
  • খ. ম্যানচেস্টার
  • গ. স্কটল্যান্ড
  • ঘ. মায়ামী

উত্তরঃ লন্ডন

বিস্তারিত

1431. কোন দেশের প্রধানমন্ত্রী বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী?

  • ক. শ্রীলংকা
  • খ. ভারত
  • গ. যুক্তরাজ্য
  • ঘ. ইসরাইল

উত্তরঃ শ্রীলংকা

বিস্তারিত

1433. আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত?

  • ক. জেনেভা
  • খ. আমস্ট্রারডাম
  • গ. হেগ
  • ঘ. প্যারিস

উত্তরঃ হেগ

বিস্তারিত

1434. মহেঞ্জোদারোতে পাওয়া গেছে কোনটি?

  • ক. গ্রন্থাগার
  • খ. গোসলখানা
  • গ. শস্যাগার
  • ঘ. রত্নভাণ্ডার

উত্তরঃ গোসলখানা

বিস্তারিত

1435. SDG লক্ষ্যমাত্রা কোন সালের মধ্যে অর্জন করেতে হবে?

  • ক. ২০৩৫ সালে
  • খ. ২০৩০ সালে
  • গ. ২০৪৫ সালে
  • ঘ. ২০৫০ সালে

উত্তরঃ ২০৩০ সালে

বিস্তারিত

1436. ‘পোড়ামাটি - নীতি’ কোন বাহিনীর জন্য প্রযোজ্য ছিল?

  • ক. ভারত সেনাবাহিনী
  • খ. পাক- ভারত বাহিনী
  • গ. পাকিস্তান সেনাবাহিনী
  • ঘ. পাকিস্তান বিমানবাহিনী

উত্তরঃ পাকিস্তান সেনাবাহিনী

বিস্তারিত

1437. কোন দেশটি Schengen ভুক্ত নয়?

  • ক. ফিনল্যান্ড
  • খ. ব্রিটেন
  • গ. নেদারল্যান্ড
  • ঘ. সুইডেন

উত্তরঃ ব্রিটেন

বিস্তারিত

1438. পুত্রজায়া হলো -

  • ক. মালির রাজধানী
  • খ. মালদ্বীপের রাজধানী
  • গ. মালউইর রাজধানী
  • ঘ. মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী

উত্তরঃ মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী

বিস্তারিত

1439. জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?

  • ক. নিউইয়র্ক
  • খ. প্যারিস
  • গ. লন্ডন
  • ঘ. ওয়াশিংটন

উত্তরঃ নিউইয়র্ক

বিস্তারিত

1440. আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয় কোন তারিখে?

  • ক. ৯ আগষ্ট
  • খ. ৮ সেপ্টেম্বর
  • গ. ১০ সেপ্টেম্বর
  • ঘ. ৬ আগষ্ট

উত্তরঃ ৮ সেপ্টেম্বর

বিস্তারিত

1441. আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট কোন দেশে অবস্থিত?

  • ক. শ্রীলংকা
  • খ. ভিয়েতনাম
  • গ. জাপান
  • ঘ. ফিলিপাইন

উত্তরঃ ফিলিপাইন

বিস্তারিত

1442. ভলিবল খেলার উৎপত্তি হয় কোন দেশে?

  • ক. জাপান
  • খ. ফ্রান্স
  • গ. ইংল্যান্ড
  • ঘ. যুক্তরাষ্ট্র

উত্তরঃ যুক্তরাষ্ট্র

বিস্তারিত

1443. কোনটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয়?

  • ক. ডেনমার্ক
  • খ. নরওয়ে
  • গ. সুইডেন
  • ঘ. ইতালি

উত্তরঃ ইতালি

বিস্তারিত

1444. কোন দেশের সরকার প্রধানকে চ্যান্সেলর বলা হয়?

  • ক. ফিনল্যান্ড
  • খ. জার্মানি
  • গ. লুক্সেমবার্গ
  • ঘ. নরওয়ে

উত্তরঃ জার্মানি

বিস্তারিত

1445. ‘মোনালিসা’ চিত্রটির চিত্রকর কে?

  • ক. পাবলো পিকাসো
  • খ. ভিনসেন্ট ভ্যানলগ
  • গ. কামরুল হাসান
  • ঘ. লিওনার্দো দ্য ভিঞ্চি

উত্তরঃ লিওনার্দো দ্য ভিঞ্চি

বিস্তারিত

1446. ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন?

  • ক. নেপোলিয়ন
  • খ. ফিলিপস
  • গ. দ্বাদশ লুই
  • ঘ. ষোড়শ লুই

উত্তরঃ ষোড়শ লুই

বিস্তারিত

1447. ভার্সাই নগরী কোথায় অবস্থিত?

  • ক. আমেরিকা
  • খ. ফ্রান্স
  • গ. জার্মানি
  • ঘ. ইংল্যান্ড

উত্তরঃ ফ্রান্স

বিস্তারিত

1448. বার্সেলোনা নগরী কোথায়?

  • ক. ইতালি
  • খ. গ্রিস
  • গ. পর্তুগাল
  • ঘ. স্পেন

উত্তরঃ স্পেন

বিস্তারিত

1449. মার্কিন যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যটি রাশিয়ার নিকট থেকে ক্রয় করা হয়?

  • ক. ফ্লোরিডা
  • খ. নিউজার্সি
  • গ. আলাস্কা
  • ঘ. টেক্সাস

উত্তরঃ আলাস্কা

বিস্তারিত

1450. পৃথিবীর সবচেয়ে বড় সংবাদ সংস্থার নাম কি?

  • ক. রয়টার
  • খ. বিবিসি
  • গ. সানা
  • ঘ. তাস

উত্তরঃ রয়টার

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects