কোষ

যে কোষে একাধিক নিউক্লিয়াস থাকে--

  • জনন কোষ
  • পেশি কোষ
  • স্নায়ু কোষ
  • কোনটিই নয়

সঠিক উত্তরঃ পেশি কোষ

বিস্তারিত

উদ্ভিদের বৃদ্ধি সবচেয়ে বেশি কোথায় হয়--

  • মূল ও কাণ্ডের অগ্রভাগে
  • কাণ্ডের অগ্রভাগে
  • মূলের অগ্রভাগে
  • পাতায়

সঠিক উত্তরঃ মূল ও কাণ্ডের অগ্রভাগে

বিস্তারিত

স্থায়ী কলার কাজ-

  • খাদ্য উৎপাদন
  • সঞ্চয়
  • দৃঢ়তা প্রদান
  • উপরের সবগুলোই

সঠিক উত্তরঃ উপরের সবগুলোই

বিস্তারিত

উদ্ভিদ মাটি থেকে পানি ও খনিজ লবন পরিবহন করে কোন কলার মাধ্যমে?

  • জাইলেম
  • ফ্লোয়েম
  • প্যারেনকাইমা
  • স্কে¬রেনাইমা

সঠিক উত্তরঃ জাইলেম

বিস্তারিত

ক্যান্সার রোগের কারণ কি?

  • কোষের অস্বাভাবিক মৃত্যু
  • কোষের অস্বাভাবিক বৃদ্ধি
  • কোষের অস্বাভাবিক জমাট বাঁধা
  • উপরের সবগুলি

সঠিক উত্তরঃ কোষের অস্বাভাবিক বৃদ্ধি

বিস্তারিত

মানুষের শরীরে কোনো স্থানে ক্যান্সার হলে সেখানে-

  • দ্রুত কোষের সংখ্যা বেড়ে যায়
  • দ্রুত কোষের সংখ্যা কমে যায়
  • কোষের সংখ্যা বাড়েও না কমেও না
  • উপরের কোনটিই ঠিক নয়

সঠিক উত্তরঃ দ্রুত কোষের সংখ্যা বেড়ে যায়

বিস্তারিত

জরায়ুর কোন স্তরে ব্লাস্টোসিস্ট প্রোথিত হয়?

  • এন্ডোমেট্রিয়াম
  • মায়োমেট্রিয়াম
  • পেরিমেট্রিয়াম
  • এদের কোনটিই নয়

সঠিক উত্তরঃ এন্ডোমেট্রিয়াম

বিস্তারিত

অপত্যকোষে ক্রোমোজম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয় কোন কোষ-বিভাজনে?

  • মাইটোসিস
  • মিয়োসিস
  • অ্যামাইটোসিস
  • অস্বাভাবিক

সঠিক উত্তরঃ মিয়োসিস

বিস্তারিত

ব্যাকটেরিয়াতে কোন ধরনের কোষ বিভাজন হয়?

  • এ্যামাইটোসিস
  • মাইটোসিস
  • মিয়োসিস
  • অস্বাভাবিক

সঠিক উত্তরঃ এ্যামাইটোসিস

বিস্তারিত

জীবদেহে কয় প্রকার কোষ বিভাজন ঘটে?

  • দুই প্রকার
  • তিন প্রকার
  • চার প্রকার
  • পাঁচ প্রকার

সঠিক উত্তরঃ তিন প্রকার

বিস্তারিত

ফলের রং হলুদ হয় কি বেশি হলে?/পাকা ফলের রং হলুদ হয় কোন রাসায়নিক পদার্থের আধিক্যের কারণে

  • ক্লোরোফিল বেশি হলে
  • জ্যান্থোফিল বেশি হলে
  • লাইকোপিন বেশি হলে
  • ক্যারোটিন বেশি হলে

সঠিক উত্তরঃ জ্যান্থোফিল বেশি হলে

বিস্তারিত

সবুজ ফল পাকলে রঙিন হয় কেন?

  • ক্লোরোফিল থাকার কারণে
  • জ্যান্থোফিলের উপস্থিতির কারণে
  • সায়নোফিল থাকার কারনে
  • কোনটিই নহে

সঠিক উত্তরঃ জ্যান্থোফিলের উপস্থিতির কারণে

বিস্তারিত

কি কারণে সবুজ টমেটো পাকলে লাল হয়?

  • ক্লোরোপ্লাস্টটি নতুন প্রজন্ম দ্বারা প্রতিস্থাপিত হয়
  • ক্লোরোপ্লাস্ট রূপান্তরিত হয়ে ক্রোমোপ্লাস্টে পরিণত হয়
  • ক্রোমোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টে পরিণত হয়
  • কোনটিই সঠিক নয়

সঠিক উত্তরঃ কোনটিই সঠিক নয়

বিস্তারিত

সবুজ টমেটো পাকার পর লাল হয় কেন?

  • ক্যারোটিন ও জ্যান্থোফিল থাকার কারণে
  • বেশি পরিমান ক্লোরোফিল তৈরি হওয়ার কারণে
  • ক্লোরোফিল তৈরি বন্ধ হওয়ার কারণে
  • ক ও খ উভয়ই

সঠিক উত্তরঃ ক্লোরোফিল তৈরি বন্ধ হওয়ার কারণে

বিস্তারিত

নিচের কোন রঞ্জক পদার্থের জন্য ফুল বিচিত্র বর্ণের হয়?

  • ক্লোরোফিল
  • জ্যান্থোফিল
  • ক্রোমোপ্লাস্ট
  • লিউকোপ্লাস্ট

সঠিক উত্তরঃ ক্রোমোপ্লাস্ট

বিস্তারিত

অসবুজ উদ্ভিদ কোনটি?

  • শৈবাল
  • ফার্ণ
  • ছত্রাক
  • স্পাইরোগাইরা

সঠিক উত্তরঃ ছত্রাক

বিস্তারিত

কোনটির জন্য পুষ্প রঙিন ও সুন্দর হবে?

  • ক্রোমোপ্লাস্ট
  • ক্লোরোপ্লাস্ট
  • ক্রোমাটোপ্লাস্ট
  • লিউকোপ্লাস্ট

সঠিক উত্তরঃ ক্রোমোপ্লাস্ট

বিস্তারিত

সবুজ প্লাস্টিডের নাম-

  • ক্রোমপ্লাষ্ট
  • লিওকোপ্লাষ্ট
  • ক্লোরপ্লাষ্ট
  • কোনটিই নয়

সঠিক উত্তরঃ ক্লোরপ্লাষ্ট

বিস্তারিত

প্লাস্টিড কোথায় থাকে-

  • প্রোটোপ্লাজমে
  • একটোপ্লাজমে
  • অ্যান্ডোপ্লাজমে
  • সাইটোপ্লাজমে

সঠিক উত্তরঃ সাইটোপ্লাজমে

বিস্তারিত

কোনটি এককোষী প্রাণী?

  • অ্যামিবা
  • মাছ
  • গরু
  • ম্যালেরিয়া

সঠিক উত্তরঃ অ্যামিবা

বিস্তারিত

একটি ব্যাকটেরিয়া কতটি কোষ দ্বারা গঠিত

  • ১টি
  • ২টি
  • ৪টি
  • বহুগুলো

সঠিক উত্তরঃ ১টি

বিস্তারিত

প্রাণীদেহের দীর্ঘতম কোষ কোনটি?

  • RBC
  • নিউরন
  • গবলেট
  • WBC

সঠিক উত্তরঃ নিউরন

বিস্তারিত

প্রাণীর বহুনিউক্লিয়াসযুক্ত কোষকে বলা হয়

  • সিনোসাইট
  • পিনোসাইট
  • পেরিসাইট
  • সিনসাইড্রিয়াম

সঠিক উত্তরঃ এখানে সঠিক উত্তর নেই।

বিস্তারিত

কোন কোষে একাধিক নিউক্লয়াস থাকে?

  • রক্ত কোষ
  • পেশী কোষ
  • স্নায়ু কোষ
  • জনন কোষ

সঠিক উত্তরঃ পেশী কোষ

বিস্তারিত

কোন কোষে নিউক্লিয়াস থাকে না?

  • লোহিত রক্তকণিকা
  • স্পার্ম
  • ডিম্বাণু
  • লিভার কোষ

সঠিক উত্তরঃ লোহিত রক্তকণিকা

বিস্তারিত

কোষের মস্তিষ্ক বলা হয়-

  • গলজি বডিকে
  • মাইটোকন্ড্রিয়াকে
  • নিউক্লিয়াসকে
  • সাইটোপ্লাজমকে

সঠিক উত্তরঃ নিউক্লিয়াসকে

বিস্তারিত

প্রোটিন ফ্যাক্টরী বলা হয় কোনটিকে?

  • মাইটোকন্ড্রিয়া
  • ক্রোমোজম
  • লাইসোজম
  • রাইবোজম

সঠিক উত্তরঃ রাইবোজম

বিস্তারিত

জীবকোষের কোন স্থানে প্রোটিন সংশ্লেষিত হয়?

  • মাইটোকন্ড্রিয়া
  • নিউক্লিয়াস
  • রাইবোজোম
  • গলগি

সঠিক উত্তরঃ রাইবোজোম

বিস্তারিত

মাইটোকন্ড্রিয়ার কোষে কি ধরনের অঙ্গাণু আছে?

  • রেচন অঙ্গানু
  • পরিপাক অঙ্গাণু
  • শ্বসন অঙ্গাণু
  • কোনটিই নয়

সঠিক উত্তরঃ শ্বসন অঙ্গাণু

বিস্তারিত

মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত

  • ছত্রাকে
  • ব্যাকটেরিয়ায়
  • শৈবালে
  • নিউরনে

সঠিক উত্তরঃ ব্যাকটেরিয়ায়

বিস্তারিত

মাইটোকন্ড্রিয়ায় কত ভাগ প্রোটিন?

  • ৭০%
  • ৭২%
  • ৭৩%
  • ৮০%

সঠিক উত্তরঃ ৭৩%

বিস্তারিত

কোষের প্রাণশক্তি বলা হয় কোনটিকে?

  • মাইটোকন্ড্রিয়া
  • নিউক্লিয়াস
  • ক্রোমসোম
  • লিউকোপ্লাস্ট

সঠিক উত্তরঃ মাইটোকন্ড্রিয়া

বিস্তারিত

সকল সজীব কোষে থাকে

  • গ্লাইকোজেন
  • প্লাস্টিড
  • নিউক্লিয়াস
  • সাইটোপ্লাজম

সঠিক উত্তরঃ সাইটোপ্লাজম

বিস্তারিত

আদিকোষ কোনটি?

  • ভাইরাস
  • ব্যাকটেরিয়া
  • অ্যামিবা
  • ভাইরাস ও অ্যামিবা

সঠিক উত্তরঃ ব্যাকটেরিয়া

বিস্তারিত

ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি?

  • পেক্টোজ
  • লিগনিন
  • সুবেরন
  • কাইটিন

সঠিক উত্তরঃ কাইটিন

বিস্তারিত

লিপিড, প্রোটিন ও পলিমার দিয়ে তৈরি কোষ প্রাচীর কোনটি?

  • শৈবাল
  • ছত্রাক
  • ব্যাকটেরিয়া
  • সপুষ্পক উদ্ভিদ

সঠিক উত্তরঃ ব্যাকটেরিয়া

বিস্তারিত

কোনটি দেহকোষ নয়?

  • স্নায়ুকোষ
  • লোহিত রক্তকণিকা
  • ত্বককোষ
  • শুক্রাণূ

সঠিক উত্তরঃ শুক্রাণূ

বিস্তারিত

উদ্ভিদ ও প্রাণীর প্রোটোপ্লাজমের গঠন একই রকম। এই সিদ্ধান্ত কে দেন?

  • কহন
  • পুকিনজি
  • ওয়ান্ডোয়ার
  • ফন্টানা

সঠিক উত্তরঃ এখানে সঠিক উত্তর নেই।

বিস্তারিত

উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্র--

  • ওডোমিটার
  • ক্রনমিটার
  • ট্যাকোমিটার
  • ক্রেসকোগ্রাফ

সঠিক উত্তরঃ ক্রেসকোগ্রাফ

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects