কোষ
উদ্ভিদের বৃদ্ধি সবচেয়ে বেশি কোথায় হয়--
- মূল ও কাণ্ডের অগ্রভাগে
- কাণ্ডের অগ্রভাগে
- মূলের অগ্রভাগে
- পাতায়
সঠিক উত্তরঃ মূল ও কাণ্ডের অগ্রভাগে
উদ্ভিদ মাটি থেকে পানি ও খনিজ লবন পরিবহন করে কোন কলার মাধ্যমে?
- জাইলেম
- ফ্লোয়েম
- প্যারেনকাইমা
- স্কে¬রেনাইমা
সঠিক উত্তরঃ জাইলেম
- কোষের অস্বাভাবিক মৃত্যু
- কোষের অস্বাভাবিক বৃদ্ধি
- কোষের অস্বাভাবিক জমাট বাঁধা
- উপরের সবগুলি
সঠিক উত্তরঃ কোষের অস্বাভাবিক বৃদ্ধি
মানুষের শরীরে কোনো স্থানে ক্যান্সার হলে সেখানে-
- দ্রুত কোষের সংখ্যা বেড়ে যায়
- দ্রুত কোষের সংখ্যা কমে যায়
- কোষের সংখ্যা বাড়েও না কমেও না
- উপরের কোনটিই ঠিক নয়
সঠিক উত্তরঃ দ্রুত কোষের সংখ্যা বেড়ে যায়
জরায়ুর কোন স্তরে ব্লাস্টোসিস্ট প্রোথিত হয়?
- এন্ডোমেট্রিয়াম
- মায়োমেট্রিয়াম
- পেরিমেট্রিয়াম
- এদের কোনটিই নয়
সঠিক উত্তরঃ এন্ডোমেট্রিয়াম
অপত্যকোষে ক্রোমোজম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয় কোন কোষ-বিভাজনে?
- মাইটোসিস
- মিয়োসিস
- অ্যামাইটোসিস
- অস্বাভাবিক
সঠিক উত্তরঃ মিয়োসিস
ব্যাকটেরিয়াতে কোন ধরনের কোষ বিভাজন হয়?
- এ্যামাইটোসিস
- মাইটোসিস
- মিয়োসিস
- অস্বাভাবিক
সঠিক উত্তরঃ এ্যামাইটোসিস
জীবদেহে কয় প্রকার কোষ বিভাজন ঘটে?
- দুই প্রকার
- তিন প্রকার
- চার প্রকার
- পাঁচ প্রকার
সঠিক উত্তরঃ তিন প্রকার
ফলের রং হলুদ হয় কি বেশি হলে?/পাকা ফলের রং হলুদ হয় কোন রাসায়নিক পদার্থের আধিক্যের কারণে
- ক্লোরোফিল বেশি হলে
- জ্যান্থোফিল বেশি হলে
- লাইকোপিন বেশি হলে
- ক্যারোটিন বেশি হলে
সঠিক উত্তরঃ জ্যান্থোফিল বেশি হলে
- ক্লোরোফিল থাকার কারণে
- জ্যান্থোফিলের উপস্থিতির কারণে
- সায়নোফিল থাকার কারনে
- কোনটিই নহে
সঠিক উত্তরঃ জ্যান্থোফিলের উপস্থিতির কারণে
কি কারণে সবুজ টমেটো পাকলে লাল হয়?
- ক্লোরোপ্লাস্টটি নতুন প্রজন্ম দ্বারা প্রতিস্থাপিত হয়
- ক্লোরোপ্লাস্ট রূপান্তরিত হয়ে ক্রোমোপ্লাস্টে পরিণত হয়
- ক্রোমোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টে পরিণত হয়
- কোনটিই সঠিক নয়
সঠিক উত্তরঃ কোনটিই সঠিক নয়
সবুজ টমেটো পাকার পর লাল হয় কেন?
- ক্যারোটিন ও জ্যান্থোফিল থাকার কারণে
- বেশি পরিমান ক্লোরোফিল তৈরি হওয়ার কারণে
- ক্লোরোফিল তৈরি বন্ধ হওয়ার কারণে
- ক ও খ উভয়ই
সঠিক উত্তরঃ ক্লোরোফিল তৈরি বন্ধ হওয়ার কারণে
নিচের কোন রঞ্জক পদার্থের জন্য ফুল বিচিত্র বর্ণের হয়?
- ক্লোরোফিল
- জ্যান্থোফিল
- ক্রোমোপ্লাস্ট
- লিউকোপ্লাস্ট
সঠিক উত্তরঃ ক্রোমোপ্লাস্ট
কোনটির জন্য পুষ্প রঙিন ও সুন্দর হবে?
- ক্রোমোপ্লাস্ট
- ক্লোরোপ্লাস্ট
- ক্রোমাটোপ্লাস্ট
- লিউকোপ্লাস্ট
সঠিক উত্তরঃ ক্রোমোপ্লাস্ট
- ক্রোমপ্লাষ্ট
- লিওকোপ্লাষ্ট
- ক্লোরপ্লাষ্ট
- কোনটিই নয়
সঠিক উত্তরঃ ক্লোরপ্লাষ্ট
- প্রোটোপ্লাজমে
- একটোপ্লাজমে
- অ্যান্ডোপ্লাজমে
- সাইটোপ্লাজমে
সঠিক উত্তরঃ সাইটোপ্লাজমে
প্রাণীর বহুনিউক্লিয়াসযুক্ত কোষকে বলা হয়
- সিনোসাইট
- পিনোসাইট
- পেরিসাইট
- সিনসাইড্রিয়াম
সঠিক উত্তরঃ এখানে সঠিক উত্তর নেই।
- লোহিত রক্তকণিকা
- স্পার্ম
- ডিম্বাণু
- লিভার কোষ
সঠিক উত্তরঃ লোহিত রক্তকণিকা
- গলজি বডিকে
- মাইটোকন্ড্রিয়াকে
- নিউক্লিয়াসকে
- সাইটোপ্লাজমকে
সঠিক উত্তরঃ নিউক্লিয়াসকে
জীবকোষের কোন স্থানে প্রোটিন সংশ্লেষিত হয়?
- মাইটোকন্ড্রিয়া
- নিউক্লিয়াস
- রাইবোজোম
- গলগি
সঠিক উত্তরঃ রাইবোজোম
মাইটোকন্ড্রিয়ার কোষে কি ধরনের অঙ্গাণু আছে?
- রেচন অঙ্গানু
- পরিপাক অঙ্গাণু
- শ্বসন অঙ্গাণু
- কোনটিই নয়
সঠিক উত্তরঃ শ্বসন অঙ্গাণু
কোষের প্রাণশক্তি বলা হয় কোনটিকে?
- মাইটোকন্ড্রিয়া
- নিউক্লিয়াস
- ক্রোমসোম
- লিউকোপ্লাস্ট
সঠিক উত্তরঃ মাইটোকন্ড্রিয়া
লিপিড, প্রোটিন ও পলিমার দিয়ে তৈরি কোষ প্রাচীর কোনটি?
- শৈবাল
- ছত্রাক
- ব্যাকটেরিয়া
- সপুষ্পক উদ্ভিদ
সঠিক উত্তরঃ ব্যাকটেরিয়া
উদ্ভিদ ও প্রাণীর প্রোটোপ্লাজমের গঠন একই রকম। এই সিদ্ধান্ত কে দেন?
- কহন
- পুকিনজি
- ওয়ান্ডোয়ার
- ফন্টানা
সঠিক উত্তরঃ এখানে সঠিক উত্তর নেই।
উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্র--
- ওডোমিটার
- ক্রনমিটার
- ট্যাকোমিটার
- ক্রেসকোগ্রাফ
সঠিক উত্তরঃ ক্রেসকোগ্রাফ