স্থানীয় সরকার বিভাগের অধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এস্টিমেটর
1. রক্তের কোন গ্রুপকে সার্বজনীন দাতা বলা হয়?
- ক. A
- খ. B
- গ. O
- ঘ. AB
2. আয়তনের দিক থেকে বিশ্বের সবচেয়ে বৃহৎ রাষ্ট্র রচয়িতা কে?
- ক. যুক্তরাষ্ট্র
- খ. কানাডা
- গ. রাশিয়া
- ঘ. চীন
3. ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটকের রচয়িতা কে?
- ক. সৈয়দ শামসুল হক
- খ. মুনীর চৌধুরী
- গ. মমতাজউাদ্দন আহমেদ
- ঘ. জহির রায়হান
4. কোন দুটি x2 - x - 6 = 0 সমীকরণের মূল?
- ক. 2, 3
- খ. 2, -3
- গ. -2, 3
- ঘ. -2, -3
5. পাখির দ্বারা পুষ্পরেণু বহন করাকে বলে -
- ক. Autogamy
- খ. Omithophily
- গ. Entomophily
- ঘ. Anemophily
- ক. জ্ঞানদাস
- খ. চণ্ডীদাস
- গ. বিদ্যাপতি
- ঘ. শ্রীচৈতন্য
7. একজন সুস্থ ও প্রাপ্ত বয়স্ক পুরুষের BMI কত হওয়া উচিত?
- ক. 15.00 - 18.40
- খ. 18.50 - 24.90
- গ. 25.00 - 29.90
- ঘ. 30.00 - 35.00
8. Sohana is - European lady. Put an article in the blank:
- ক. a
- খ. the
- গ. an
- ঘ. no article
9. 9x2 + 16y2 এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে?
- ক. 6xy
- খ. 12xy
- গ. 24xy
- ঘ. 144xy
10. ‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থটি লিখেছেন -
- ক. জীবনানন্দ দাশ
- খ. রবীন্দ্রনাথ ঠাকুর
- গ. কাজী নজরুল ইসলাম
- ঘ. শামসুর রাহমান
11. ২০১৫ সালে ইরানের সাথে মোট কয়টি দেশের পারমাণবিক চু্ক্তি স্বাক্ষরিত হয়েছে?
- ক. ৪টি
- খ. ৬টি
- গ. ৫টি
- ঘ. ৭টি
12. ‘কান্তজীউ মন্দির’ কোন জেলায় অবস্থিত ?
- ক. জয়পুরহাট
- খ. কুমিল্লা
- গ. রাঙ্গামাটি
- ঘ. দিনাজপুর
13. The camel is the - of the desert.
- ক. Hurdle
- খ. Friend
- গ. Ship
- ঘ. Guide
14. বাংলাদেশে স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর কোনটি?
- ক. উপজেলা পরিষদ
- খ. জেলা পরিষদ
- গ. পৌরসভা
- ঘ. ইউনিয়ন পরিষদ
16. জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কী?
- ক. এ্যান্টনিও গুতেরেস
- খ. কফি আনান
- গ. থেরেসা মে
- ঘ. জন ম্যানুয়েল সান্তোস
17. বড়পুকুরিয়া কয়লা খনি কোন জেলায় অবস্থিত?
- ক. ফরিদপুর
- খ. সিলেট
- গ. রংপুর
- ঘ. দিনাজপুর
18. ‘অমৃত’ শব্দের বিপরীতার্থক শব্দ -
- ক. তিক্ত
- খ. গরল
- গ. মিষ্ট
- ঘ. বিস্বাদ
19. বার্ষিক শতকরা 6 টাকা হারে সরল সুদে 5200 টাকার 2 বৎসরের সুদ কত?
- ক. 450 টাকা
- খ. 524 টাকা
- গ. 600 টাকা
- ঘ. 624 টাকা
21. গলগণ্ড রোগ হয় কিসের অভাবে?
- ক. আয়োডিন
- খ. ভিটামিন এ
- গ. ভিটামিন বি১২
- ঘ. ভিটামিন সি
22. The indirect speech of the sentence Sally said to me , "Please get me a drink" is :
- ক. Sally told me to get a drink for her.
- খ. Sally asked me to get her a drink
- গ. Sally told me to get a drink
- ঘ. Sally inquired me to have a drink for her
23. সাহচর্য শব্দের শুদ্ধ গঠন কোনটি?
- ক. সাহ + চর + র্য
- খ. সহচর + ্যফলা
- গ. সহচর + য
- ঘ. কোনটিই নয়
24. He has a cold bath every morning -?
- ক. does he
- খ. does not he
- গ. did not
- ঘ. won't he
25. কোন বিজ্ঞানী রোগজীবাণু তত্ত্ব উদ্ভাবন করেন?
- ক. লুই পাস্তুর
- খ. এডিসন
- গ. ডারউইন
- ঘ. আইনস্টাইন