কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স CGDF এর কার্যালয়ের অধীন জুনিয়র অডিটর
- ক. ৯৬০০ টাকা
- খ. ১০০৪০ টাকা
- গ. ১১০৪০ টাকা
- ঘ. ১১৭৬০ টাকা
54. বার্ষিক ৮% সুদে ১২০০ টাকার ৫ বছরের যে সুদ হয়, বার্ষিক ৬% সুদে কত টাকার ১০ বছরের তত সুদ হবে?
- ক. ৬০০ টাকা
- খ. ৮০০ টাকা
- গ. ১০০০ টাকা
- ঘ. ১৪০০ টাকা
56. খান জাহান আলী সেতু কোন নদীরউপর নির্মিত হয়েছে?
- ক. পশুর
- খ. শীতলক্ষ্যা
- গ. রূপসা
- ঘ. বুড়িগঙ্গা
57. বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারত ও মিয়ানমার উভয় দেশেরই সীমান্ত সংযোগ আছে?
- ক. সিলেট
- খ. বরিশাল
- গ. চট্টগ্রাম
- ঘ. ময়মনসিংহ
58. নিচের কোন নদীগুলোর উৎপত্তি ও সমাপ্তি বাংলাদেশে?
- ক. মনু ও সালদা
- খ. সালদা ও গোমতী
- গ. ফেনী ও সাঙ্গু
- ঘ. কোনোটিই নয়
59. ইউরোপীয় দেশ বুলগেরিয়ার রাজধানীর নাম কি?
- ক. প্রাগ
- খ. বার্লিন
- গ. সোফিয়া
- ঘ. বুখারেস্ট
- ক. রিয়াল
- খ. ডলার
- গ. দিনার
- ঘ. রুপী
61. জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের অধিবাসী?
- ক. দক্ষিণ কোরিয়া
- খ. নাইজেরিয়া
- গ. পর্তুগাল
- ঘ. ব্রাজিল
62. নিচের কোন প্রতিষ্ঠানিটি নোবেল পুরস্কারপ্রাপ্ত?
- ক. আরব লীগ
- খ. ইউরোপীয় ইউনিয়ন
- গ. আসিয়ান
- ঘ. ন্যাটো
63. বাংলাদেশের মুক্তিযুদ্ধে মোট কয়টি ফোর্স ছিল?
- ক. একটি
- খ. দুটি
- গ. তিনটি
- ঘ. চারটি
64. ধান উৎপাদনে বিশ্বে বর্তমানে শীর্ষস্থানে কোন দেশ রয়েছে?
- ক. চীন
- খ. বাংলাদেশ
- গ. ভারত
- ঘ. ইন্দোনেশিয়া
65. মিয়ানমারের সাথে বাংলাদেশের একমাত্র স্থলবন্দর কোথায় অবস্থিত?
- ক. বাঁশখালী
- খ. উখিয়া
- গ. রামু
- ঘ. টেকনাফ
66. বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রতীক ‘বলাকা’র নকশা কে করেন?
- ক. জয়নুল আবেদিন
- খ. কামরুল হাসান
- গ. মোস্তফা মনোয়ার
- ঘ. মুর্তজা বশীর
67. সরকার ঘোষিত দেশের প্রথম মৎস্য অভয়শ্রম কোথায় অবস্থিত?
- ক. হাকালুকি হাওর
- খ. হাইল হাওড়
- গ. হালদা নদী
- ঘ. চলন বিল
68. বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র কোনটি?
- ক. বিয়ানীবাজার
- খ. তিতাস
- গ. সাঙ্গু
- ঘ. বাখরাবাদ
69. আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (ICC) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
- ক. লন্ডন
- খ. মুম্বাই
- গ. দুবাই
- ঘ. মেলবোর্ন
70. ‘ডিজিটাল বাংলাদেশ দিবস’ কত তারিখে পালিত হয়?
- ক. ১ নভেম্বর
- খ. ১৫ নভেম্বর
- গ. ১০ ডিসেম্বর
- ঘ. ১২ ডিসেম্বর