কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স CGDF এর কার্যালয়ের অধীন জুনিয়র অডিটর
26. ‘আড়চোখে’ শব্দে ‘আড়’ উপসর্গটি কি অর্থ প্রকাশ করছে?
- ক. খারাপ
- খ. হিংসা
- গ. উৎসাহ
- ঘ. বক্র
27. ‘আবার আসিব ফিরে’ কবিতাটি কার লেখা?
- ক. জসীমউদদীন
- খ. অতুল সেন
- গ. আহসান হাবীব
- ঘ. কোনোটিই নয়
28. ‘পুঁটিমাছের প্রাণ’ বাগধারাটির অর্থ কি?
- ক. অসম্ভব কিপটে
- খ. সামান্য ক্রটি
- গ. ক্ষীণজীবী
- ঘ. দীর্ঘজীবী
29. ‘দরদি’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
- ক. নিরীহ
- খ. অদরদি
- গ. উদ্ধত
- ঘ. নির্দয়
30. ‘বিচ্ছেদ’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
- ক. বিচ + ছেদ
- খ. বি + ছেদ
- গ. বিচঃ + ছেদ
- ঘ. বিঃ + ছেদ
31. ‘রাঘব বোয়াল’ বাগধারাটির অর্থ কি?
- ক. বড় পরিবার
- খ. সদা অশান্তি
- গ. ফুলবাবু
- ঘ. কোনোটিই নয়
32. নিচের কোনটি পূরণবাচক শব্দের উদাহরণ?
- ক. একাদশ
- খ. পাঁচ
- গ. পহেলা
- ঘ. সিকি
33. নিচের কোন শব্দটিতে ইংরেজি উপসর্গ ব্যবহৃত হয়েছে?
- ক. অপমৃত্যু
- খ. রামদা
- গ. বাজেখরচ
- ঘ. ফুলবাবু
34. ‘অনেকের মধ্যে এক’ এর সঠিক বাক্য সংকোচন হলো -
- ক. অনন্য
- খ. অসাধারণ
- গ. অন্যতম
- ঘ. শ্রেষ্ঠ
35. ‘ডাকাবুকো’ প্রবাদটির অর্থ কি?
- ক. বদরাগী
- খ. চাটুকার
- গ. দুরন্ত
- ঘ. কোনোটিই নয়
- ক. উর্ধ
- খ. অত্যান্ত
- গ. উচিৎ
- ঘ. কোনোটিই নয়
37. ‘জীবন বিনিময়’ কবিতাটি কে লিখেন?
- ক. আহসান হাবীব
- খ. গোলাম মোস্তফা
- গ. কায়কোবাদ
- ঘ. ফররুখ আহমদ
38. ‘অম্বর’ শব্দটির সঠিক প্রতিশব্দ কোনটি?
- ক. বায়ু
- খ. বন
- গ. সাগর
- ঘ. আকাশ
39. মুক্তিযুদ্ধবিষয়ক গ্রন্থ ‘একাত্তরের দিনগুলি’ কে রচনা করেছেন?
- ক. সুফিয়া কামাল
- খ. সেলিনা হোসেন
- গ. শামসুর রাহমান
- ঘ. জাহানারা ইমাম
40. ‘ম্যাও ধরা’ ‘ধরা’ শব্দটি কোন বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে?
- ক. পছন্দ হওয়া
- খ. দায়িত্ব নেওয়া
- গ. অনুরোধ করা
- ঘ. একগুঁয়েমি দেখানো
41. নিচের কোন সংখ্যাটি ৩ এবং ৭ উভয়ের দ্বারা নিঃশেষে বিভাজ্য?
- ক. ৩০৩
- খ. ৩৪১
- গ. ৩৯৯
- ঘ. ৪০৬
- ক. ৪৫০
- খ. ৯০০
- গ. ১২৫০
- ঘ. ১৮০০
- ক. ১০,২০০ টাকা
- খ. ১৪, ৭৯০ টাকা
- গ. ৪,৫৯০ টাকা
- ঘ. ৪,৯৫০ টাকা
- ক. ৪ বর্গমিটার
- খ. ৫২ বর্গমিটার
- গ. ৬০ বর্গমিটার
- ঘ. ১৪৪ বর্গমিটার
50. ১ থেকে ১০ পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে তাদের গুণফল কত?
- ক. ৩৫
- খ. ১০৫
- গ. ২১০
- ঘ. ৯৪৫