জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা NSI এর সহকারী পরিচালক
51. বাংলাদেশ পাট ও ছত্রাকের জীবন রহস্য উন্মোচনের স্বীকৃতি লাভ করে কোন প্রতিষ্ঠানের কাছ থেকে?
- ক. UNESCO
- খ. WMO
- গ. UNDP
- ঘ. WIPO
52. দেশের প্রথম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল কোথায় স্থাপিত হয়েছে?
- ক. মোংলা
- খ. মহেশখালী
- গ. সোনাদিয়া
- ঘ. চট্টগ্রাম
53. সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
- ক. মুম্বাই
- খ. লাহোর
- গ. কাঠমান্ডু
- ঘ. কোনোটিই নয়
54. ‘জাতীয় মূল্য সংযোজন কর দিবস’ কত তারিখে উদযাপিত হয়?
- ক. ১৫ নভেম্বর
- খ. ৩০ নভেম্বর
- গ. ১০ ডিসেম্বর
- ঘ. কোনোটিই নয়
55. আমাজন বনভূমি কোন ধরনের বনভূমি?
- ক. ম্যানগ্রোভ
- খ. গ্রীষ্মমণ্ডলীয় ঘনবর্ধন বনাঞ্চল
- গ. ঘনবর্ধন বনাঞ্চল
- ঘ. উপক্রান্তীয় ঘনবর্ধন বনাঞ্চল
56. সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ দ্বারা ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে?
- ক. ১২ নং
- খ. ২৩ নং
- গ. ৪১ নং
- ঘ. ৪৩ নং
57. নিচের কোন দেশটি ‘মিলেনেশিয়া’ অঞ্চলের অন্তর্ভুক্ত?
- ক. সামোয়া
- খ. নাউরু
- গ. ফিজি
- ঘ. লাওস
58. শিল্পেন্নত দেশগুলোর সংগঠন জি-৭ এ কোন দেশটি একবার যোগদান করে পরে আবার বের হয়ে গেছে?
- ক. কানাডা
- খ. জাপান
- গ. জার্মানি
- ঘ. রাশিয়া
- ক. GATT
- খ. UNDP
- গ. UNESCO
- ঘ. FTO
60. ওজোন স্তরের সুরক্ষা ও সংরক্ষণের জন্য নিচের কোন সনদ স্বাক্ষরিত হয়?
- ক. কিয়োটো প্রটোকল
- খ. ভিয়েনা কনভেনশন
- গ. বাসেল কনভেনশন
- ঘ. কার্টাগেনা প্রটোকল
61. প্রাচীনকালে বাণিজ্যে ব্যবহৃত সিল্ক রুটের পূর্ব প্রান্ত কোথায় এসে শেষ হয়েছে?
- ক. চীন
- খ. জাপান
- গ. ইন্দোনেশিয়া
- ঘ. মঙ্গোলিয়া
62. সাবেক সোভিয়েত ইউনিয়ন হতে আলাদা হওয়া মুসলিম প্রজাতন্ত্র কোনটি?
- ক. সার্বিয়া
- খ. বেলারুশ
- গ. জর্জিয়া
- ঘ. তাজিকিস্তান
63. ঐতিহাসিক ‘ফ্রিডম স্কয়ার’ কোন শহরে অবস্থিত?
- ক. নিউইর্য়ক সিটি
- খ. কায়রো
- গ. ইস্তাম্বুল
- ঘ. বাকু
64. নিচের কোনটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম?
- ক. Ununtu
- খ. Mac OS
- গ. iOS
- ঘ. A ও C দুটোই
65. একদিনের আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপে এক ইনিংসে দলীয় সর্বনিম্ন রান করেছে কোন দেশ?
- ক. আফগানিস্তান
- খ. পাকিস্তান
- গ. বাংলাদেশ
- ঘ. কোনোটিই নয়
66. নিচের কোন বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা অস্কার পুরস্কার লাভ করেছেন?
- ক. তারেক মাসুদ
- খ. মোস্তফা সরয়ার ফারুকী
- গ. সত্যজিৎ রায়
- ঘ. কোনোটিই নয়