২১তম বিসিএস প্রিলি
- ক. ১০টি
- খ. ১১টি
- গ. ৮টি
- ঘ. ১২টি
52. জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয়?
- ক. ১৯৪১
- খ. ১৯৪৫
- গ. ১৮৪৯
- ঘ. ১৯৫১
53. নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেন (NATO) কোন বছর প্রতিষ্ঠিত হয়?
- ক. ১৯৪৫
- খ. ১৯৪৮
- গ. ১৯৪৯
- ঘ. ১৯৫১
54. নেলসন ম্যান্ডেলার রাজনৈতিক দলের নাম কী?
- ক. ইনকথা ফ্রিডম পার্টি
- খ. ন্যাশনালিস্ট পার্টি
- গ. আফ্রিকান সোস্যালিস্ট পার্টি
- ঘ. আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস
55. পার্বত্য চট্রগ্রাম শান্তি কত তারিখে এবং কোন বছর স্বাক্ষরিত হয়?
- ক. ২৩ জুন, ১৯৯৬
- খ. ১২ ডিসেম্বনর, ১৯৯৬
- গ. ২ ডিসেম্বর, ১৯৯৭
- ঘ. ১০ মার্চ, ১৯৯৮
56. ইন্দোনেশিয়ার নতুন রাষ্ট্রপতির নাম কী?
- ক. জেনারেল হারিরি
- খ. মেঘবতী সুকর্ণপুত্রী
- গ. আবদুর রহমান ওয়াহিদ
- ঘ. জেনারেল রিয়ান্তো
57. সম্প্রতি কোন দেশকে কমনওয়েলথ থেকে বহিষ্কার করা হয়েছে?
- ক. নাইজেরিয়া
- খ. শ্রীলঙ্কা
- গ. পাকিস্তান
- ঘ. ভারত
58. দক্ষিণ এশীয় রাষ্ট্রগুলো কবে সাপটা চুক্তি সই করেছে?
- ক. রোম
- খ. সিডনি
- গ. মস্কো
- ঘ. টরেন্টো
59. কোন চুক্তিতে পারমাণবিক পরীক্ষা বন্ধ হওয়ার কথা বলা হয়েছে?
- ক. ন্যাটো (NATO)
- খ. সিটিবিটি (CTBT)
- গ. এনপিটি (NPT)
- ঘ. সল্ট (SALT)
60. ক’টি দেশ নিয়ে জাতিসংঘ যাত্রা শুরু করেছিল?
- ক. ৪৮ টি
- খ. ৫০ টি
- গ. ৫১ টি
- ঘ. ৬০ টি
61. বেনিন প্রজাতন্ত্র কোন মহাদেশে অবস্থিত?
- ক. এশিয়া
- খ. ইউরোপ
- গ. দক্ষিণ আমেরিকা
- ঘ. আফ্রিকা
62. বর্তমানে বাংলাদেশে বৃহৎ সাহায্যদানকারী দেশ কোনটি?
- ক. জাপান
- খ. জার্মানি
- গ. যুক্তরাষ্ট্র
- ঘ. যুক্তরাজ্য
63. গ্রুপ ৭৭ কোন ধরনের দেশ নিয়ে গঠিত?
- ক. উন্নত
- খ. উন্নয়নশীল
- গ. ঔপনিবেশিক
- ঘ. অনুন্নত
64. ১৯৯৯ সালের নোবেল সাহিত্য পুরস্কার কে পেয়েছেন?
- ক. আর কে নারায়ণন
- খ. অরুন্ধতী রায়
- গ. হারমান হেস
- ঘ. গুন্টার গ্রাস
65. বাংলাদেশ কোন অলিম্পিক গেমসে প্রধম অংশগ্রহণ করে?
- ক. লস এঞ্জেলস
- খ. আটলান্টা
- গ. মস্কো
- ঘ. মেক্সিকো সিটি
66. আইফেল টাওয়ার কোথায় অবস্থিত?
- ক. লন্ডনে
- খ. মিউনিখে
- গ. হংকংয়ে
- ঘ. প্যারিসে
67. আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনের সদর দফতর কোথায় অবস্থিত?
- ক. জেনেভায়
- খ. ওয়াশিংটনে
- গ. ভিয়েনায়
- ঘ. ব্রাসেলসে
68. ১৯৯৫ সালে বেইজিং -এ অনুষ্ঠিত ৪র্থ বিশ্বনারী সম্মেলনের মূল স্লোগান কী ছিল?
- ক. নারীর দৃষ্টিতে বিশ্বকে দেখ
- খ. বিশ্বের নারীরা এক হও
- গ. নারীর অধিকার মানবাধিকার
- ঘ. নারী নির্যাতন বন্ধ করো
69. ধরিত্রী সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়?
- ক. জেনেভা
- খ. মেক্সিকো সিটি
- গ. নিউইয়র্ক
- ঘ. রিও ডি জেনিরো
70. কোন দেশে নারীরা পুরুষের চেয়ে কম সময় বাঁচে?
- ক. বাংলাদেশে
- খ. জাপানে
- গ. সুইডেনে
- ঘ. সিঙ্গাপুরে
71. বায়ুমণ্ডলের ওজোন স্তর অবক্ষয়ে কোন গ্যাসটির ভূমিকা সর্বোচ্চ?
- ক. কার্বনডাই-অক্সাইড
- খ. জলীয় বাষ্প
- গ. ক্লোরোফ্লোরো কার্বন
- ঘ. নাইট্রিক অক্সাইড
72. ড্রাই আইস হালো-
- ক. কঠিন অবস্থায় কার্বন-ডাই-অক্সাইড
- খ. কঠিন অবস্থায় সালফার অক্সাইড
- গ. শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচের বরফ
- ঘ. হাইড্রোজেন পার অক্সাইডের কঠিন অবস্থা
73. কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয়?
- ক. শুশুক
- খ. তিমি
- গ. ইলিশ
- ঘ. হাঙ্গর
74. ডায়াবেটিস রোগ সম্পর্কিত যে তথ্যটি সঠিক নয়-
- ক. চিনি জাতীয় খাবার বেশি খেলে এ রোগ হয়
- খ. এ রোগ মানবদেহের কিডনি নষ্ট করে
- গ. এ রোগ মানবদেহের কিডনি নষ্ট করে
- ঘ. ইনসুলিন নামক একটি হরমোনের অভাবে এ রোগ হয়
- ক. একধরনের বিশেষ কম্পিউটারের যন্ত্রাংশের কোথাও শর্টসার্কিট
- খ. কম্পিউটারের যন্ত্রাংশের মধ্যে জমে থাকা ধুলা
- গ. কম্পিউটারের যন্ত্রাংশের মধ্যে জমে থাকা ধুলা
- ঘ. কম্পিউটারের কোন যন্ত্রাংশে সার্কিটে ঢিলা কানেকশন