১৬ তম বিজেএস সহকারী জজ

51. পারিবারিক আদালতের কোর্ট ফি নির্ধারিত হয়--

  • ক. The Court-fees Act, 1870 এর ২২ ধারানুসারে
  • খ. The Court-fees Act, 1870 এর ২০ ধানানুসারে
  • গ. The Family Courts Ordinance, 1985 এর ২২ ধারানুসারে
  • ঘ. The Family Courts Ordinance, 1985 এর ২৩ ধারানুসারে

52. পারিবারিক আদালতের রায়, ডিক্রি বা আদেশের বিরুদ্ধে কোথায় আপিল করা যায়?

  • ক. জেলা জজ আদালতে
  • খ. সিনিয়র সহকারী জজ আদালতে
  • গ. হাইকোর্ট বিভাগে
  • ঘ. যুগ্ম জেলা জজ আদালতে

56. ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর অধীনে গঠিত সাইবার ট্রাইব্যুনাল বিচারাধীন মামলায় আসামীকে জামিন প্রদান বিষয়ক বিধানাবলি বর্ণিত হয়েছে কোথায়?

  • ক. ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ এর ২৫ ও ২৩ ধারায়
  • খ. The Code of Criminal Procedure, 1898 এর ৪৯৬ ও ৪৯৭ ধারায়
  • গ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬ এর ৭০ ও ৭১ ধারায়
  • ঘ. ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ এর ৫২ ও ৫০ ধারায়

57. একজন হানাফি মুসলিম ২০২১ সালে ৪ স্ত্রী ও পিতাকে রেখে মারা যান। তার সম্পত্তি বণ্টনের ক্ষেত্রে নিম্নের কোন হিসাবটি সঠিক ?

  • ক. পিতা ,  ৪ স্ত্রী একত্রে 
  • খ. পিতা ,  ৪ স্ত্রী একত্রে 
  • গ. পিতা ,  ৪ স্ত্রী একত্রে 
  • ঘ. পিতা  , ৪ স্ত্রী একত্রে 

65. সুনির্দিষ্ট চুক্তি প্রবলের মোকদ্দমার ডিক্রি দায়িক কর্তৃক ইচ্ছাকৃতভাবে মান্য করতে অপারগ হলে তা জারির ক্ষেত্রে কোন ব্যবস্থা অবলম্বন করা যাবে?

  • ক. দেওয়ানী কারাগারে আটক বা সম্পত্তি ক্রোক বা উভয়ই
  • খ. শুধু দেওয়ানী কারাগারে আটক
  • গ. শুধু সম্পত্তি ক্রোক
  • ঘ. দেওয়ানী কারাগারে আটক ও সম্পত্তি ক্রোক

66. দেওয়ানী মোকদ্দমায় যুগ্ম জেলা জজের আর্থিক এখতিয়ার কত?

  • ক. সীমাহীন
  • খ. সর্বোচ্চ ৫ লক্ষ টাকা
  • গ. সর্বোচ্চ ২৫ লক্ষ টাকা
  • ঘ. সর্বোচ্চ ২০ লক্ষ টাকা

67. নিম্নের কোন প্রতিকারটি সুনির্দিষ্ট প্রতিকারের আওতায় পড়ে না?

  • ক. নিষেধাজ্ঞা
  • খ. স্বত্ব ঘোষনা
  • গ. চুক্তি বাস্তবায়ন
  • ঘ. আর্থিক ক্ষতিপূরণ

74. একটা কবলা দলিল দিন থেকে কার্যকর হয়।

  • ক. প্রাপ্তির
  • খ. লেনদেনের
  • গ. সম্পাদনের
  • ঘ. নিবন্ধনের

75. 'Doctrine of Frustration' কোন আইনের বিধান দ্বারা অনুমিত?

  • ক. The Limitation Act, 1908
  • খ. The Contract Act, 1872
  • গ. The Transfer of Property Act, 1882
  • ঘ. The Registration Act, 1908


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics