১৬ তম বিজেএস সহকারী জজ

26. দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর অধীনে অপরাধের অভিযোগ গ্রহণ করতে পারে —

  • ক. শুধু সিনিয়র স্পেশাল জজ
  • খ. শুধু সংশ্লিষ্ট থানা
  • গ. শুধু কমিশনের সংশ্লিষ্ট জেলা কার্যালয়
  • ঘ. যে-কোনো আমলী আদালতে

29. ‘The child is father of the Man’ is written by ----

  • ক. John Milton
  • খ. William Shakespeare
  • গ. P.B. Shelley
  • ঘ. William Wordsworth

30. মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ এর অধীন অপরাধসমূহ —

  • ক. অ-আপোষযোগ্য ও অ-জামিনযোগ্য
  • খ. আমলযোগ্য ও জামিনযোগ্য
  • গ. আমলযোগ্য ও আপোষযোগ্য
  • ঘ. অ-জামিনযোগ্য ও আপোষযোগ্য

32. মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর অধীন অপরাধ বিচারার্থে আমলে গ্রহণের জন্য অনুমোদন প্রয়োজন হবে--

  • ক. দুর্নীতি দমন কমিশনের
  • খ. বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের
  • গ. বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের
  • ঘ. মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০০৯ দ্বারা নির্ধারিত কর্তৃপক্ষের

35. The Family Courts Ordinance, 1985 এর ৫ ধারা মতে পারিবারিক আদালতের এখতিয়ারের বিষয়বস্তু নয়-

  • ক. বিবাহ
  • খ. ভরণপোষণ
  • গ. দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধার
  • ঘ. বিবাহ-বিচ্ছেদ

39. ''Decisions Sub Silentio'' কলতে বোঝায়-

  • ক. আইনের যে প্রশ্ন উচ্চাদালতের মনে উদ্রেক হয়নি
  • খ. আইনের বিধান সম্পর্কে অজ্ঞতাহেতু কোনো সিদ্ধান্ত
  • গ. বিচারিক আদালতের রায়ে যে বিষয়ে সিদ্ধান্ত দেওয়া উচিত ছিল
  • ঘ. আইনের কোনো শব্দ বা বাক্যের অর্থ বুঝতে না পারা

41. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫৯ অনুচ্ছেদ অনুযায়ী স্থানীয় শাসন কর্তৃপক্ষের কাজ কোনটি?

  • ক. স্থানীয় সরকারের বার্ষিক আর্থিক বিবৃতি প্রকাশ করা
  • খ. স্থানীয় শাসন কর্তৃপক্ষের নির্বাচনের ব্যবস্থা করা
  • গ. রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষায় অংশগ্রহণ করা
  • ঘ. জনশৃংখলা রক্ষা করা

44. ‘Loss and Damage’ নামক তহবিল কোন বিষয়ের সাথে সসম্পর্কিত?

  • ক. জলবায়ু পরিবর্তন
  • খ. আন্তঃদেশীয় বাণিজ্য
  • গ. আন্তর্জাতিক ঋণ
  • ঘ. ইউক্রেন যুদ্ধে ন্যাটো'র ব্যয়

47. ডিএনএ কাটার জন্য এনজাইম কোনটি?

  • ক. পলিমারেজ
  • খ. রেস্ট্রিকশন
  • গ. নিউক্লিয়েজ
  • ঘ. লেকটেজ

48. ধূমকেতু কী দিয়ে তৈরী?

  • ক. গ্যাস, পাথর ও পানি
  • খ. গ্যাস, ধূলিকণা ও শিলা
  • গ. পাথর, আগুন ও ধুলিকণা
  • ঘ. পাথর, বরফ ও ধুলিকণা

49. স্বামী কর্তৃক দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের প্রতিকার চেয়ে সেই পারিবারিক আদালতে মামলা দায়ের করা যাবে না, যে আদালতের স্থানীয় এখতিয়ারের মধ্যে-

  • ক. মামলা দায়েরের কারণ উদ্ভব হয়েছে
  • খ. মামলা দায়েরের আংশিক কারণ উদ্ভব হয়েছে
  • গ. মামলার পক্ষগণ একত্রে বসবাস করে বা সর্বশেষ বসবাস করেছেন
  • ঘ. স্ত্রী সচরাচর বসবাস করেন না


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics