১৬ তম বিজেএস সহকারী জজ
26. দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর অধীনে অপরাধের অভিযোগ গ্রহণ করতে পারে —
- ক. শুধু সিনিয়র স্পেশাল জজ
- খ. শুধু সংশ্লিষ্ট থানা
- গ. শুধু কমিশনের সংশ্লিষ্ট জেলা কার্যালয়
- ঘ. যে-কোনো আমলী আদালতে
27. Who is the writer of the autobiographical as well as political essay titled "Shooting an Elephant"?
- ক. George Orwell
- খ. Virginia Woolf
- গ. W. H. Auden
- ঘ. Francis Bacon
28. Who is the principal antagonist of Shakespeare's play ‘The Merchant of Venice’?
- ক. Shylock
- খ. Jessica
- গ. Antonio
- ঘ. Portia
29. ‘The child is father of the Man’ is written by ----
- ক. John Milton
- খ. William Shakespeare
- গ. P.B. Shelley
- ঘ. William Wordsworth
30. মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ এর অধীন অপরাধসমূহ —
- ক. অ-আপোষযোগ্য ও অ-জামিনযোগ্য
- খ. আমলযোগ্য ও জামিনযোগ্য
- গ. আমলযোগ্য ও আপোষযোগ্য
- ঘ. অ-জামিনযোগ্য ও আপোষযোগ্য
31. নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ অনুযায়ী নারী অর্থ _ বয়সের নারী।
- ক. যে-কোনো
- খ. ১৪ বৎসর
- গ. ১৮ বৎসর
- ঘ. ১৬ বৎসর
32. মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর অধীন অপরাধ বিচারার্থে আমলে গ্রহণের জন্য অনুমোদন প্রয়োজন হবে--
- ক. দুর্নীতি দমন কমিশনের
- খ. বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের
- গ. বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের
- ঘ. মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০০৯ দ্বারা নির্ধারিত কর্তৃপক্ষের
33. চেক ডিজঅনার মামলায় সর্বোচ্চ জরিমানা করা যায় চেকে বর্ণিত টাকার পরিমাণ -
- ক. তিনগুণ
- খ. চারগুণ
- গ. দ্বিগুণ
- ঘ. সমপরিমাণ
34. মুসলিম বিবাহ ও তালাক (রেজিস্ট্রীকরণ) নিয়মাবলি কত সালে প্রণীত হয়?
- ক. ১৯৩৭
- খ. ১৯৬১
- গ. ১৯৭৫
- ঘ. ১৯৭৪
35. The Family Courts Ordinance, 1985 এর ৫ ধারা মতে পারিবারিক আদালতের এখতিয়ারের বিষয়বস্তু নয়-
- ক. বিবাহ
- খ. ভরণপোষণ
- গ. দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধার
- ঘ. বিবাহ-বিচ্ছেদ
36. অগ্রক্রয়ের ক্ষেত্রে বিক্রয়ের কথা শোনা মাত্রই যে দাবী প্রকাশ করা হয় তা হলো-
- ক. তলব-ই-মুয়াসিবাত
- খ. তলব-ই-খুশমাত
- গ. তলব-ই-তমলিক
- ঘ. তলব-ই-ইসাদ
37. The General Clauses Act, 1897 এ কোন পঞ্জিকা অনুসারে বৎসর সংজ্ঞায়িতা?
- ক. আরবি
- খ. ফারসি
- গ. বাংলা
- ঘ. ব্রিটিশ
- ক. ৫৮(২)
- খ. ৫৮(১)
- গ. ৫৬(৩)
- ঘ. ৫৫(১)
39. ''Decisions Sub Silentio'' কলতে বোঝায়-
- ক. আইনের যে প্রশ্ন উচ্চাদালতের মনে উদ্রেক হয়নি
- খ. আইনের বিধান সম্পর্কে অজ্ঞতাহেতু কোনো সিদ্ধান্ত
- গ. বিচারিক আদালতের রায়ে যে বিষয়ে সিদ্ধান্ত দেওয়া উচিত ছিল
- ঘ. আইনের কোনো শব্দ বা বাক্যের অর্থ বুঝতে না পারা
40. ''Nemo sest supra leges'' নীতিটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ ধারণ করে।
- ক. ২৯
- খ. ২৭
- গ. ৩১
- ঘ. ১৮
41. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫৯ অনুচ্ছেদ অনুযায়ী স্থানীয় শাসন কর্তৃপক্ষের কাজ কোনটি?
- ক. স্থানীয় সরকারের বার্ষিক আর্থিক বিবৃতি প্রকাশ করা
- খ. স্থানীয় শাসন কর্তৃপক্ষের নির্বাচনের ব্যবস্থা করা
- গ. রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষায় অংশগ্রহণ করা
- ঘ. জনশৃংখলা রক্ষা করা
42. 'Doctrine of Pleasure' নীতিটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত হয়েছে?
- ক. ১৩৫
- খ. ১৩৩
- গ. ১৩৬
- ঘ. ১৩৪
- ক. প্রধানমন্ত্রী
- খ. জনপ্রশাসন মন্ত্রালয়
- গ. রাষ্ট্রপতি
- ঘ. সরকারী কর্ম কমিশন
44. ‘Loss and Damage’ নামক তহবিল কোন বিষয়ের সাথে সসম্পর্কিত?
- ক. জলবায়ু পরিবর্তন
- খ. আন্তঃদেশীয় বাণিজ্য
- গ. আন্তর্জাতিক ঋণ
- ঘ. ইউক্রেন যুদ্ধে ন্যাটো'র ব্যয়
- ক. গ্যাসীয়
- খ. যৌগিক
- গ. মিশ্র
- ঘ. মৌলিক
46. অস্থি বিন্যাস অনুযায়ী মানুষের অন্তঃকঙ্কালকে কয়টি ভাগে ভাগ করা যায়?
- ক. 2
- খ. 5
- গ. 4
- ঘ. 6
47. ডিএনএ কাটার জন্য এনজাইম কোনটি?
- ক. পলিমারেজ
- খ. রেস্ট্রিকশন
- গ. নিউক্লিয়েজ
- ঘ. লেকটেজ
- ক. গ্যাস, পাথর ও পানি
- খ. গ্যাস, ধূলিকণা ও শিলা
- গ. পাথর, আগুন ও ধুলিকণা
- ঘ. পাথর, বরফ ও ধুলিকণা
- ক. মামলা দায়েরের কারণ উদ্ভব হয়েছে
- খ. মামলা দায়েরের আংশিক কারণ উদ্ভব হয়েছে
- গ. মামলার পক্ষগণ একত্রে বসবাস করে বা সর্বশেষ বসবাস করেছেন
- ঘ. স্ত্রী সচরাচর বসবাস করেন না
- ক. স্বামী
- খ. স্ত্রী
- গ. পিতা
- ঘ. পুত্র