১৬ তম বিজেএস সহকারী জজ

76. জোত-জমা বিভক্তিকরণ এবং এর সমস্ত খাজনা বিভক্তিকরণের আবেদনের প্রেক্ষিতে জোত-জমা বিভক্তিকরণের নির্দেশনা কে দিতে পারেন?

  • ক. উপজেলা নির্বাহী অফিসার
  • খ. সেটেলমেন্ট কর্মকর্তা
  • গ. রাজস্ব কর্মকর্তা
  • ঘ. ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা

77. The Transfer of Property Act, 1882 অনুসারে Foreclosure কার অধিকার?

  • ক. আদালতের
  • খ. রেহেন গ্রহীতার
  • গ. রেহেন দাতার
  • ঘ. সরকারের

78. চুক্তি ভঙ্গের সার্বজনীন প্রতিকার কোনটি?

  • ক. সুনির্দিষ্ট কার্য সম্পাদন
  • খ. চুক্তি রদ
  • গ. নিষেধাজ্ঞা
  • ঘ. আর্থিক ক্ষতিপূরণ

82. স্বীকৃতি কী হিসাবে বিবেচিত হয়?

  • ক. সমর্থনমূলক সাক্ষ্য
  • খ. মৌলিক সাক্ষ্য
  • গ. নির্দিষ্ট আইনগত অবস্থান নেই
  • ঘ. এস্টোপেল

86. বেসরকারি ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে গ্রেফতার করতে পারেন, যদি অপর ব্যাক্তিটি-

  • ক. আমলযোগ্য ও অ-আমলযোগ্য যে-কোনো অপরাধ করেন
  • খ. কোনো অপরাধ করেছেন মর্মে সন্দেহ হয়
  • গ. জামিন যোগ্য ও অ-আমলযোগ্য অপরাধ করেন
  • ঘ. জামিন অযোগ্য ও আমলযোগ্য অপরাধ করেন

88. নিম্নের কোন ক্ষেত্রে কোনো অপরাধ সংঘটিত হয়নি?

  • ক. সতর্কতা হেতু কুড়ালের মাথা উড়ে নিকটস্থ বাতিকে আহত করা
  • খ. 'ক' কে গ্রেফতার করার জন্য আদিষ্ট হলেও ভুলক্রমে 'ক' মনে করে 'খ' কে গ্রেফতার করা
  • গ. সৈনিক তার উর্দ্ধতন পদস্থ কর্মকর্তার আদেশক্রমে আইনের নির্দেশ মোতাবেক জনতার উপর গুলি করেন।
  • ঘ. মৃত্যুর সম্ভাবনা আছে জেনেও ডাক্তার সদ্‌বিশ্বাসে রুগির অনুমতি ছাড়া অস্ত্রপচার করায় রুগি মারা গেলে

94. বাংলাদেশের জাতীয় সংগীতের ইংরেজি অনুবাদক কে?

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. সৈয়দ আলী আহসান
  • গ. হাসান হাফিজুর রহমান
  • ঘ. মোঃ আব্দুল হান্নান

98. কলকাতা হাইকোর্টে প্রথম মুসলিম বিচারপতি কে ছিলেন?

  • ক. সৈয়দ মাহমুদ
  • খ. সৈয়দ আহমদ খান
  • গ. সৈয়দ আমীর আলী
  • ঘ. সৈয়দ আবদুল মনির


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics